Mumbai Indians. (Image Source: IPL/BCCI)
প্রিভিউ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৫৭ তম ম্যাচে নিজেদের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের (জিটি) বিরুদ্ধে খেলতে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)। এই মরসুমে জিটির বিরুদ্ধে প্ৰথম ম্যাচটিতে ৫৫ রানে পরাজিত হয়েছিল এমআই। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল ১১ ম্যাচে ১২ পয়েন্টের সাথে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। নিজেদের আগের ম্যাচটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে একটি দুর্দান্ত জয় পেয়েছিল তারা। প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৯ রান করেছিল আরসিবি। ২১ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে ২০০ রানে পৌঁছে ম্যাচটি জিতে নেয় রোহিত শর্মার দল। এই ম্যাচে সূর্যকুমার যাদব ৩৫ বলে ৮৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছিলেন।
অন্যদিকে, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল ১১ ম্যাচে ১৬ পয়েন্টের সাথে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় প্ৰথম স্থানে রয়েছে। নিজেদের আগের ম্যাচটিতে লখনউ সুপার জায়ান্টাসের (এলএসজি) বিরুদ্ধে ৫৬ রানে জয় পেয়েছিল তারা। প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ২ উইকেটে ২২৭ রান করেছিল জিটি। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করতে সক্ষম হয়েছিল এলএসজি। এই ম্যাচে জিটির দুই ওপেনার শুভমন গিল এবং ঋদ্ধিমান সাহা যথাক্রমে ৫১ বলে ৯৪* রান এবং ৪৩ বলে ৮১ রানের দুটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।
সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, ক্রিস জর্ডান, পীযুষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, কুমার কার্তিকেয়।
ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমন গিল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, মোহিত শর্মা, মহম্মদ শামি, নূর আহমেদ।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
সূর্যকুমার যাদব – তিনি খুব ভালো ফর্মে রয়েছেন। এই মরসুমে তিনি এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ৩৭৬ রান করেছেন। তার গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ৩৪.১৮ এবং ১৮৬.১৪। এই মরসুমে এখনও অবধি এমআইয়ের হয়ে সবথেকে বেশি রান করেছেন তিনি। অরেঞ্জ ক্যাপের তালিকায় তিনি অষ্টম স্থানে রয়েছেন।
শুভমন গিল – চলতি মরসুমে জিটির হয়ে সবথেকে বেশি রান করেছেন তিনি। এখনও পর্যন্ত ১১টি ইনিংস খেলে ৪৬৯ রান করেছেন গিল। অরেঞ্জ ক্যাপের তালিকায় এই মুহূর্তে তিনি তৃতীয় স্থানে রয়েছেন।
অলরাউন্ডার
ক্যামেরন গ্রিন – এই মরসুমে ক্যামেরন গ্রিন খুব ভালো ফর্মের সাথে খেলছেন। ১১টি ম্যাচে খেলে তিনি ২৭৪ রান করেছেন এবং ৬টি উইকেট নিয়েছেন।
হার্দিক পান্ডিয়া – জিটির অধিনায়ক হার্দিক পান্ডিয়া এই মরসুমে এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলে ২৭৭ রান করেছেন এবং ৩টি উইকেট নিয়েছেন।
বোলার
পীযুষ চাওলা – তিনি এই মরসুমে এখনও অবধি ১১টি ম্যাচ খেলে ১৭টি উইকেট নিয়েছেন। পার্পেল ক্যাপের তালিকায় তিনি এই মুহূর্তে পঞ্চম স্থানে রয়েছেন।
মহম্মদ শামি – তিনি এই মরসুমে এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে ১৯টি উইকেট নিয়েছেন। তিনি পার্পেল ক্যাপের তালিকায় এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছেন।
উইকেটরক্ষক
ঋদ্ধিমান সাহা – আগের ম্যাচটিতে এলএসজির বিরুদ্ধে একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। ঋদ্ধিমান এখনও পর্যন্ত ১১টি ইনিংস খেলে ২৭৩ রান করেছেন।
মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
ঋদ্ধিমান সাহা, শুভমন গিল (অধিনায়ক), ইশান কিষান, ক্যামেরন গ্রিন (সহ-অধিনায়ক), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, টিম ডেভিড, রশিদ খান, ক্রিস জর্ডান, পীযুষ চাওলা, মহম্মদ শামি।
The post আইপিএল ২০২৩, ম্যাচ ৫৭: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স appeared first on CricTracker Bengali.