Mumbai Indians. (Image Source: IPL/BCCI)
১২ই মে, শুক্রবার, ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) ও গুজরাত টাইটান্স (জিটি) আইপিএল ২০২৩-এর ৫৭তম ম্যাচে মুখোমুখি হবে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল তাদের আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ছয় উইকেটে হারিয়েছিল। ২০০ রানের বিশাল স্কোর তাড়া করতে হলেও, এমআই কখনই প্রয়োজনীয় রান রেটের চেয়ে পিছিয়ে পড়েনি এবং মিডল ওভারে আগ্রাসী ব্যাটিং করে মাত্র ১৬.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। সূর্যকুমার যাদব ৩৫ বলে ৮৩ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন।
অন্যদিকে, তাদের প্রতিপক্ষ টাইটান্স ১৬ পয়েন্ট নিয়ে এখন লিগ শীর্ষে রয়েছে। আগের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে টাইটান্স তাদের স্বল্প দিনের ইতিহাসে সর্বোচ্চ স্কোর নথিভুক্ত করেছিল। শুবমান গিল (৫১ বলে ৯৪*) ও ঋদ্ধিমান সাহা (৪৩ বলে ৮১) হাফ-সেঞ্চুরি করে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং টাইটান্সকে ২২৭/২ স্কোরে পৌঁছে দেন। বল হাতে মোহিত শর্মা চার উইকেট নিয়েছিলেন এবং লখনউ মাত্র ১৭১/৭ অবধি পোঁছতে পেরেছিল।
১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা মুম্বাই আসন্ন ম্যাচ জিতলে প্লে-অফের আরও কাছাকাছি পৌঁছে যাবে। টাইটান্স যদি এই ম্যাচ জেতে তবে নিশ্চিতভাবে প্লে-অফে জায়গা করে নেবে। দুই দলের মধ্যে এই মরসুমে আয়োজিত আগের ম্যাচে টাইটান্স ২০৭/৬ করার পরে মুম্বাইকে ১৫২/৯ স্কোরে সীমাবদ্ধ রেখেছিল।
পিচ কন্ডিশন
উভয় দলের কম্বিনেশন
মুম্বাইয়ের হয়ে আইপিএল ২০২৩-এ প্রথম ম্যাচ খেলতে নেমে ক্রিস জর্ডান চার ওভারে ৪৮ রান দিয়েছিলেন। তাঁকে বাদ দেওয়া হতে পারে এবং প্রতিপক্ষের শক্তিশালী বোলিংয়ের কথা বিবেচনা করে ব্যাটিং গভীরতা বাড়ানোর পরিকল্পনা থাকতে পারে মুম্বাইয়ের। সেক্ষেত্রে একাদশে আসতে পারেন ট্রিস্টান স্টাবস। বাকী একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনা।
সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, ট্রিস্টান স্টাবস, পীযূষ চাওলা, কুমার কার্তিকেয়া, জেসন বেহ্রেন্ডর্ফ, আকাশ মাধওয়াল।
ধারাবাহিকভাবে জিতে চলেছে টাইটান্স, তাই তাদের কম্বিনেশনে বিশেষ পরিবর্তন করার প্রয়োজন নেই। বোলিংয়ের সময়ে একাদশের অংশ হতে পারেন ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ।
সম্ভাব্য একাদশ: শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, মহম্মদ শামি, নূর আহমদ, মোহিত শর্মা।
হেড-টু-হেড
ম্যাচ – ২ মুম্বাই ইন্ডিয়ান্স – ১