Matheesha Pathirana. (Photo Source: IPL/BCCI)
প্রিভিউ
আইপিএল ২০২৩-এর ৫৫ তম ম্যাচে চেন্নাই সুপার কিংস (সিএসকে) বুধবার (১০ই মে) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস (ডিসি)-এর মুখোমুখি হবে। এগারো ম্যাচে ছয়টি জিতে সুপার কিংস বর্তমানে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয় পেয়েছে তারা। প্রথমে ব্যাট করতে নেমে এমআই ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৩৯ রান করেছিল। সুপার কিংস মাত্র ১৭.৪ ওভারে সহজে লক্ষ্য তাড়া করে ৬ উইকেটে জিতেছিল।
ক্যাপিটালস দশ ম্যাচ খেলে চারটিতে জিতেছে এবং এই চার জয় এসেছে বিগত পাঁচ ম্যাচে। তারা বর্তমানে পয়েন্ট তালিকার শেষতম স্থানে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে তাদের আগের ম্যাচে মাত্র ১৬.৪ ওভারে ১৮২ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচটি সাত উইকেটে জিতেছিল। ফিলিপ সল্ট ৪৫ বলে ৮৭ রান করার জন্য ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেছিলেন। আইপিএলে সুপার কিংস ও ক্যাপিটালস ২৭বার মুখোমুখি হয়েছে। সুপার কিংস ১৭টিতে বিজয়ী হয়েছে এবং বাকী দশটি ম্যাচে ক্যাপিটালস জিতেছে।
সম্ভাব্য একাদশ
ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, আজিঙ্ক্যা রাহানে, শিবম দুবে, মইন আলি, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, মাহীষ থিকশানা, মাথিশা পাথিরানা, তুষার দেশপান্ডে।
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), মিচেল মার্শ, রাইলি রসৌ, অক্ষর প্যাটেল, মণীশ পান্ডে, আমান হাকিম খান, কুলদীপ যাদব, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, খলিল আহমেদ।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
ডেভিড ওয়ার্নার – চলমান টুর্নামেন্টে ডিসির সর্বোচ্চ স্কোরার দশ ম্যাচে ৩৩০ রান করেছেন চারটি হাফ-সেঞ্চুরিসহ।
রুতুরাজ গায়কওয়াড় – দশ ইনিংসে ৩৮৪ রান করেছেন ১৪৮.২৬ স্ট্রাইক রেটে এবং অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে সপ্তম স্থানে আছেন।
অলরাউন্ডার
অক্ষর প্যাটেল – ১৩৫.৯১ স্ট্রাইক রেটে ২৪৬ রান করার পাশাপাশি বাঁ-হাতি অলরাউন্ডার ৭টি উইকেটও নিয়েছেন।
মিচেল মার্শ – ১২০ রান করেছেন ১৩৪.৮৩ স্ট্রাইক রেটে। এ ছাড়া বল হাতে ১৪.৫৬ গড়ে ৯ উইকেট নিয়ে অবদান রেখেছেন।
বোলার
তুষার দেশপান্ডে – ১১ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন এবং পার্পল ক্যাপের লড়াইয়ে তৃতীয় স্থানে আছেন।
মাথিশা পাথিরানা – সিএসকের আগের ম্যাচে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন এবং সাত ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন।
উইকেটকিপার
ডেভন কনওয়ে – উইকেটকিপিং না করতে হলেও, ব্যাট হাতে অসামান্য পারফর্ম করছেন এবং আইপিএল ২০২৩-এর চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ১০ ইনিংস ৪৫৮ রান করেছেন ১৩৯.২০ স্ট্রাইক রেটে।
মুম্বাই ইন্ডিয়ান্স বনাম ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
ডেভিড ওয়ার্নার, রুতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, ফিল সল্ট, শিবম দুবে, মিচেল মার্শ (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাডেজা, মাথিশা পাথিরানা (অধিনায়ক), কুলদীপ যাদব, তুষার দেশপান্ডে।
The post আইপিএল ২০২৩, ম্যাচ ৫৫: চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স appeared first on CricTracker Bengali.