BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩, ম্যাচ ৫৩: কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

 আইপিএল ২০২৩, ম্যাচ ৫৩: কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

#image_title

Liam Livingstone. (Image Source: IPL/BCCI)

প্রিভিউ

সোমবার (৮ই মে) কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৩-এর ৫৩তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) খেলতে নামবে পাঞ্জাব কিংস (পিবিকেএস)-এর বিরুদ্ধে। দশ ম্যাচ খেলে চারটি জিতে নাইট রাইডার্স অষ্টম স্থানে রয়েছে এবং প্লে অফে যাওয়ার সুযোগ পেতে অবশিষ্ট চারটি ম্যাচেই জিততে হবে। তাদের আগের ম্যাচে নাইট রাইডার্স ১৭১ রান করেছিল এবং প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ ৫ রানে ম্যাচ হেরেছিল। অধিনায়ক নীতীশ রানা ও রিংকু সিং ৪০ রানের বেশী অবদান রেখেছিলেন। বরুণ চক্রবর্তী চার ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন।

পাঞ্জাব কিংস দশটি ম্যাচ খেলে পাঁচটি জিতেছে এবং বর্তমানে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তাদের আগের ম্যাচে পিবিকেএস ২০ ওভারে ২১৪ রানের বিশাল স্কোর খাড়া করেছিল। লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মা চতুর্থ উইকেটে অপরাজিত ১১৯ রান যোগ করে মূল্যবান অবদান রেখেছিলেন। প্রথম থেকেই আগ্রাসী ব্যাটিং করে মুম্বাই ঈশান কিষান ও সূর্যকুমার যাদবের হাফ সেঞ্চুরির সৌজন্যে ছয় উইকেট এবং ৭ বল বাকি রেখে লক্ষ্য তাড়া করেছিল। কেকেআর এবং পিবিকেএস এখনও পর্যন্ত আইপিএলে ৩১বার একে অপরের মুখোমুখি হয়েছে। কেকেআর ২০টি ম্যাচে জয়ী হয়েছে, যেখানে পিবিকেএস মাত্র ১১টিতে জিতেছে।

সম্ভাব্য একাদশ

কলকাতা নাইট রাইডার্স

জেসন রয়, রহমানউল্লাহ্‌ গুরবাজ (উইকেটকিপার), নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, ডেভিড ভিসা, শার্দূল ঠাকুর, অনুকূল রায়, হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী।

শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরান সিং, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), সিকান্দার রাজা, স্যাম কারান, শাহরুখ খান, ঋষি ধাওয়ান, ন্যাথান এলিস, রাহুল চাহার, আর্শদীপ সিং।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

রিঙ্কু সিং – চলমান টুর্নামেন্টে কেকেআরের সর্বোচ্চ স্কোরার দশ ম্যাচে ৩১৬ রান করেছেন ১৪৮.৩৫ স্ট্রাইক রেটে।

শিখর ধাওয়ান – সাত ম্যাচে ২৯২ রান করেছেন ১৪৮.৯৭ স্ট্রাইক রেটে। সর্বোচ্চ রান সংগ্রাহকের প্রথম কুড়িজনের তালিকায় ধাওয়ানের গড় সর্বোচ্চ – ৫৮.৪০।

অলরাউন্ডার

আন্দ্রে রাসেল – ১০টি চার ও ১৩টি ছয়ের সাহায্যে ১৪৮.২১ স্ট্রাইক রেটে ১৬৬ রান করার পাশাপাশি ক্যারিবিয়ান তারকা ৭টি উইকেটও নিয়েছেন।

লিয়াম লিভিংস্টোন – আগের ম্যাচেই অপরাজিত ৮২ রানের একটি আগ্রাসী ইনিংস খেলেছিলেন এবং সামগ্রিকভাবে ৫ ম্যাচে ১৫৭ রান করার পাশাপাশি ২টি উইকেট নিয়েছেন।

বোলার

বরুণ চক্রবর্তী – রহস্য স্পিনার ১০ ম্যাচে ১৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপের লড়াইয়ে দশম স্থানে আছেন এবং আগের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হওয়ায় আত্মবিশ্বাসে ভরপুর।

আর্শদীপ সিং – বাঁ-হাতি পেসার ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন এবং কেকেআরের বিরুদ্ধে আগের ম্যাচে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন।

উইকেটকিপার

জিতেশ শর্মা – ১০ ম্যাচে ২৩৯ রান করেছেন ১৬৫.৯৭ স্ট্রাইক রেটে এবং একটিও হাফ-সেঞ্চুরি না করে চলমান টুর্নামেন্টে এত রান কেউ করেননি।

কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

শিখর ধাওয়ান, জেসন রয়, নীতীশ রান, লিয়াম লিভিংস্টোন (অধিনায়ক), রিঙ্কু সিং (সহ-অধিনায়ক), জিতেশ শর্মা, আন্দ্রে রাসেল, স্যাম কারান, ন্যাথান এলিস, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।

The post আইপিএল ২০২৩, ম্যাচ ৫৩: কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স appeared first on CricTracker Bengali.

Exit mobile version