KKR vs PBKS. ( Image Source: Twitter )
সোমবার আইপিএলের মঞ্চে অন্যযতম গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে জয়ের পর এখনও পর্যন্ত আইপিএলের প্লেঅফের আশা বাঁচিয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। সেই আশা জিইয়ে রেখে এগিয়ে যেতে হলে পরবর্তী ম্যাচে পঞ্জাব কিংসকে হারাতেই হবে কলকাতা নাইট রাইডার্সের। গত ম্যাচের জয় যে এখন নাইট শিবিরে বাড়তি আক্সিজেন যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচ ঘিরে এখন উত্তেজনার পারদ তুঙ্গে।
এবারের আইপিএলে পঞ্জাব কি্ংসেরক বিরুদ্ধেই যাত্রা শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হেরে গিয়েছিল তারা। এবার ঘরের মাঠে শিখর ধওয়ানের পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচ জেতা নিয়ে যে নাইট শিবিরে এখন দজোরকদমে নানান পরিকল্পনা চলচে তা বলাাই বাহুল্য। ইঅন্যদিকে পঞ্জাব কিংসের কাছেও এই ্মযাচের গুরুত্ব অপরিসীম। এই ম্যাচ জিততে পারলে প্লেঅপের রাস্তায় তারাও অনেকটা এগিয়ে যাবে।
এই মুহূর্তে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে রয়েঠছে পঞ্জাব কিংস। গত ম্যাচেহারলেও সেই ম্যাচেই ব্যাটহাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন লিয়াম লিভিংস্টোন। সেটা যে পঞ্জাব কিংস শিবিরের আত্মবিশ্বাস অনেকটাি বাড়িয়ে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। তবে ইডেন গার্ডেন্সে যে সেই লড়াইটা অত্যন্ত কঠিন হবে তা এখন থেকেই স্পষ্ট। সেইসঙ্গেই ইডেন গার্ডেন্সের পিচের দিকেো তাকিয়ে রয়েছেন এই মুহূর্তে সকলে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।
পিচ কন্ডিশন
শেষ তিন বছর ধরে দেখলে দেখা যাবে প্রায় ২৩টি ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ হয়েছে এই ইডেন গার্ডেন্সের মঞ্চে। বেশীরভাগ ম্যাচেই প্রথম ইনি্ংসে গড় রান হিসাবে ১৭৫ রানের আশাপাশে দেখা দেখা গিয়েছে। মনে করা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচেও খানিকটা ব্যাটিং সহায়ক পিচই দেখা যেতে পারে। অন্যদিকে বোলিংয়ের ক্ষেত্রে পেসাররাই খানিকটা বাড়চি সুবি্ধা পেয়েছে এই ম্যাচে। সেখানে প্রায় ৬৭ শতাংশ উইকেট তুলেছেন পেসাররা। শেষ তিন বছরে দেখা গিয়েছে যে মাত্র ৩৩ শতাংশ উইকেটই তুলেতে পেরেছেন স্পিনাররা।
কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস হেড টু হেড
ম্যাচ – ৩১। কলকাতা নাইট রাইডার্স – ২০। পঞ্জাব কিংস – ১১।
The post আইপিএল ২০২৩, ম্যাচ ৫৩ঃ কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস, পিচ রিপোর্ট ও হেড টু হেড appeared first on CricTracker Bengali.