Chennai Super Kings. (Image Source: IPL/BCCI)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দুই ফ্র্যাঞ্চাইজি – চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) ৬ই মে, শনিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে। শেষ তিন ম্যাচে জয় না পেলেও সিএসকে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ১১ পয়েন্ট নিয়ে। অন্যদিকে, মুম্বাই ষষ্ঠ স্থানে আছে ১০ পয়েন্ট সংগ্রহ করে।
সুপার কিংস তাদের আগের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে আধিপত্যপূর্ণ বোলিং পারফর্ম্যান্স দেখালেও ম্যাচটি বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়েছিল। সিএসকে মুম্বাইয়ের বিরুদ্ধে তাদের আগের ম্যাচে জয় পাওয়ায়, আসন্ন ম্যাচে আত্মবিশ্বাসী হবে। দুই দলের মধ্যে আয়োজিত শেষ ম্যাচে ১৫৮ রানের লক্ষ্য তাড়া করে এমএস ধোনির নেতৃত্বাধীন দল ৭ উইকেটে জিতেছিল।
অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্স মরসুমের শুরুতে বেশ কয়েক বার হোঁচট খেলেও, শেষ দুই ম্যাচেই ২০০ রানের বেশী তাড়া করে জিতেছে। তাদের ব্যাটিং লাইন-আপ দুর্দান্ত ফর্মে রয়েছে। তবে অধিনায়ক রোহিত শর্মার ফর্ম উদ্বেগের কারণ। ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন তারকা পেসার জোফ্রা আর্চারও।
পিচ কন্ডিশন
চেপকের পিচটি অবশ্যই চলমান মরসুমে ব্যাটারদের পক্ষে রয়েছে। ২১০-এর কাছাকাছি স্কোর না করতে পারলে প্রথমে ব্যাটিং করা দল চাপে থাকবে। স্পিনারদের প্রভাব বেশী থাকবে।
উভয় দলের কম্বিনেশন
আম্বাতি রায়ুডু ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে চলেছেন। তাই তাঁকে বাদ দিয়ে শাইক রাশিদ বা শুভ্রাংশু সেনাপতিকে খেলানো হতে পারে। তবে খুব প্রয়োজন হলে, তবেই এই দুই খেলোয়াড়ের মধ্যে একজনকে ব্যাটিংয়ের সময়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে। নাহলে নিম্নলিখিত একাদশ নিয়েই নামতে পারে সিএসকে।
সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, আজিঙ্ক্যা রাহানে, মইন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, মাহীষ থিকশানা, মাথিশা পাথিরানা, তুষার দেশপান্ডে।
দলের ব্যাটাররা প্রায় প্রত্যেকেই গুরুত্বপূর্ণ অবদান রাখলেও, অধিনায়ক রোহিত এখনও অবধি ছন্দ খুঁজে পাননি। আসন্ন ম্যাচে তাৎপর্যপূর্ণ ইনিংস না খেললে, ব্যাটার হিসেবে তাঁর উপরে চাপ আরও বাড়বে। বোলিংয়ের সময়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হতে পারে আকাশ মাধওয়ালকে।
সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, জোফ্রা আর্চার, পীযূষ চাওলা, আরশাদ খান, কুমার কার্তিকেয়া।
হেড-টু-হেড
ম্যাচ – ৩৫ চেন্নাই সুপার কিংস – ১৫