Skip to main content

আইপিএল ২০২৩, ম্যাচ ৪৪ঃ গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ শেষে পয়েন্ট তালিকা

 আইপিএল ২০২৩, ম্যাচ ৪৪ঃ গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ শেষে পয়েন্ট তালিকা

Ishant Sharma. (Photo Source: IPL/BCCI)

এই ম্যাচ জিততে পারলেই আইপিএলের প্লেঅফের রাস্তাটা কার্যত পাকা করে ফেলত গুজরাত টাইটান্স। সেই সুযোগ তাদের সামনে ছিলও। কিন্তু শেষপর্যন্ত সেই কাজটাই করে উফঠতে পারেনি গুজরকাত টাইটান্স। লো স্কোরিং ম্যাচ হলেও শেষপর্যন্তঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গেল গুজরাত টইইটান্স। যদিও পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা ধরেই রাখল গুজরাত টাইটান্স। দিল্লি ক্যাপিটালসের কাছে হারলেও াইপিএলের পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখত পারল গুজরাত টাইটান্স। দিল্লি ক্যাপিটালস জিতেলেও পয়েন্ট টেবিলে এখনও তারা লাস্ট বয়ের জায়গাতেই রয়েছে।

১২ পয়েন্ট নিয়ে এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নেমেছিল গুজরাত টাইটান্স। লক্ষ্যটা ছিল প্লে অফে নিজেদের জায়গাটা পাকা করে ফেলা। কিন্তু সেখানেই তাদের সামনে প্রধান বাধা হয়ে দাঁড়াল এদিন দিল্লি ক্যাপিটালস। কম রান কললেএ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে একটা হাল না মানা লড়াই চালাল দিল্লি ক্যাপিটলস। আর তাতেই কার্যত বিধ্বস্ত হয়েছে গুজরাত টাইটান্স। শেষপর্যন্ত এদিন ক্রিজে হার্দিক পান্ডিয়া টিকে থাকলেও শেষরক্ষা করতে পারেননি তিনি।  তাতেই গুজরাত টাইটান্সের পথ আটকে দুই পয়েন্ট ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস।

এই ম্যাচ জিতে ৬ পয়েন্ট হলেও, পয়েন্ট টেবিলে লাস্ট বয়ের তকমা এখনও পর্যন্ত ঘোচাতে পারল না দিল্লি ক্যাপিটালস। এই ্মযাচ জিততে পারলেওপ্রেলঅফের পৌঁছোর রাস্তা যে াদের এখনও অনেকটা কটিন তা বলার অপেক্ষা রাখে না। টস জিতে এদিন প্রথে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরকাত টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সেখানে শুরু থেকেই দুরন্ত মেজাজে ছিলেন  মহম্মদ সামি। তিনি একাই এদিন ১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন। আর তাতেই দিল্লির ব্যাটিং লাইনআপ ধসে পড়েছিল।

যদিও শেষপর্যন্ত আমন হাকিম খান ও অক্ষর েপটেলদের হাত ধরে ১৩০ রানে পৌঁছতে পেরেছিল দিল্লি ক্যাপিটালস। রানটচা কম হলেও, দিল্লি ক্যাপিটালসের বোলাররাও ছিলেন বিধ্বংসী মেজাজে। গুজরাত টাইটান্সের ব্যাটাররা চেষ্টা করলেও শেষরক্ষা করতে পারেনি। হার্দিক পান্ডিয়া এদিন শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন। অর্ধশতরানও পেয়েছিলেন তিনি। কিন্তু দলকে জেতাতে পারেননি।

আইপিএলের পয়েন্ট টেবিল

দল
ম্যাচ
জয়
হার
রানরেট
পয়েন্ট
গুজরাত টাইটান্স



+০.৫৩২
১২
রাজস্থান রয়্যালস



+০.৮০০
১০
লখনউ সুপার জায়ান্টস



+০.৬৩৯
১০
চেন্নাই সুপার কিংস



+০.৩২৯
১০
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু



-০.০৩০
১০
পঞ্জাব কিংস



-০.৪৪৭
১০
মুম্বই ইন্ডিয়ান্স



-০.৫০২

কলকাতা নাইট রাইডার্স



-০.১৪৭

সানরাইজার্স হায়দরাবাদ



-০.৫৭৭

দিল্লি ক্যাপিটালস



-০.৭৬৮

The post আইপিএল ২০২৩, ম্যাচ ৪৪ঃ গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ শেষে পয়েন্ট তালিকা appeared first on CricTracker Bengali.

আরো আইপিএল সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...