BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩, ম্যাচ ৪১ঃ চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংস, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

 আইপিএল ২০২৩, ম্যাচ ৪১ঃ চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংস, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

#image_title

Ravindra Jadeja. (Photo Source: CSK/Twitter)

প্রিভিউ

আইপিএলের মঞ্চে এবার দুরন্ত গতিতে রয়েছে চেন্নাই সুপার কিংস। এই মুহূর্তে আইপিএলে পাঁচটি ম্যাচ জিতে পয়েন্ট  টেবিলে চার নম্বর পজিশনে রয়েছে চেন্নাই সুপার কিংস। যদিও গত ম্যাচে চেন্নাই সিুিপার কিংস জিততে পারেনি। রাজস্থান রয়্যালসের কাছে ৩২ রানে হেরে গিয়েছিল চেন্নাই সুপরা কিংস। সেই ম্যাচেি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০২ রান করেছিল রাজস্থান রয়্যালস। যদিও সেই রকরান তাড়া করতোরেনি চেন্নাইয়ের ব্যাটাররা। সেই ম্যাচে ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়রা সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেননি।

যদিও এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করছে তাদের ওপেনিং জুটি। শেষ ম্যাচে না পারলেও, এই ম্যাচে যে চেন্নাই সুপার কিংস জয়ে ফেরার লক্ষ্যে রয়েছে , তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে এবার পঞ্জাব কিংস শুরুটা ভাল করলেও মাঝপথে তাদের পারফরম্যান্সের গ্রাফ খানিকটা হলেও নীচের দিকে। তবে গত ম্যাচ থেকেই দলে ফিরেছেন শিখর ধওয়ান। সেইসঙ্গে ফর্মে রয়েছেন অর্শদীপ সিং, জীতেশ শর্মারা। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেই এখন জয়ের খোঁজে রয়েছে পঞ্জাব কিংস।

সম্ভাব্য একাদশ

চেন্নাই সুপার কিংস

রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অম্বাতি রায়াডু, অজিঙ্ক রাহানে, মোঈন আলি, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি, তুষার দেশপান্ডে, মথিশা পাথিরানা, মহিশ থিকসানা

পঞ্জাব কিংস

শিখর ধওয়ান, স্যাম কারান, সিকান্দার রাজা, এ তাইদে, লিয়াম লিভংস্টোন, প্রভসিমরণ সিং, জীতেশ শর্মা, রাহুল চাহার, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং, কাগিসো রাবাডা

পিচ কন্ডিশন

চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে বেশ ব্যাটিং সহায়ক পিচই দেখা গিয়েছে। এই ম্যাচেও মনে করা হচ্ছে বড় রান হতে পারে। তবে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে স্পিনাররা একটা বড় ভূমিকা নিতে পারে। এদিনের ম্যাচে প্রথমে ব্যাটিংয়ের থেকে রাম তাড়া করার পথেই হাঁটার লক্ষ্য থাকতে পারে দুই দলের।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

ডেভন কনওয়ে – এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন ডেভন কনওয়ে। ওপেনিংয়ে তাঁর এবং রুতুরাজ গায়কোয়াড়ের হাত ধরেই পাওয়ার প্লে-তে দুরন্ত পারফর্ম করছে সিএসকে। ইতিমধ্যেই াইপিএলের ম়্চে ৪টি অর্ধশতরান করে ফেলেছেন তিনি। আট ম্যাচে কনওয়ের রান রয়েছে ৩২২।

রুতুরাজ গায়কোয়াড় – আইপিএলের মঞ্চে চেন্নাই সুপার কিংসের জয়ের অন্যতমং প্রধান কারিগড় হলেন রুতুরাজ গায়কোয়াড়। ইতিমধ্যেই ৮ ম্য়াচে ৩১৭ রান করা হয়ে গিয়েছে রুতুরাজের। সেইসঙ্গে তাঁর গড় রয়েছে ৪৫।

শিখর ধওয়ান – এবারের আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে  সর্বোচ্চ রানের মালিক এখনও পর্যন্ত শিখর ধওয়ান। চোট সারিয়ে গত ম্যাচেই ফিরেছেন তিনি। ইতিমধ্যেই পাঁচ ম্যাচ খেলে শিখর ধওয়ানের রান ২৩৪।

বোলার

অর্শদীপ সিং – এবারের আইপিএলেও প়্জাব কিংসের হয়ে বল হাতে দুরন্ত ফর্মে রয়েছেন অর্শদীপ সিং। ইতিমধ্যেই আইপিএবলে আট ম্যাচ খেলে  ১৪টি উইকেট তুলে নিয়েছে অর্শদীপ সিং। এখনও পর্যন্ত ২৯ রানে ৪ উইকেট নেওয়া তাঁর সেরা পারফরম্যান্স।

তুষার দেশপান্ডে – এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেটের মালিক তুষার দেশপান্ডে।  তাঁর ঝুলিতেও ৮ ম্যাচ খেলে রয়েছে ১৪টি উইকেট।

অল রাউন্ডার

রবীন্দ্র জাদেজা – এই মাঠে রবীন্দ্র জাদেজার রেকর্ড অত্যন্ত ভাল। বেশ কয়েকটি ম্যাচ গে সানরাইজার্স হায়দরাবাদের বিরু্দ্ধে এই মাঠেই সেরা ক্রিকেটার হয়েছিলেন রবীন্দ্র জাদেজা। বল হাতে ইতিমধ্যে ১১ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি লোয়ার অর্ডারে দুরন্ত ব্যাটিংও করছেন তিনি।

চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ডেভন কনওয়ে ( অধিনায়ক), জীতেশ শর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিখর ধওয়ান, অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাদেজা, মোঈন আলি, লিয়াম লিভিস্টোন, স্যাম কারান ( সহ অধিনায়ক), অর্শদীপ সিং, তুষার দেশপান্ডে

The post আইপিএল ২০২৩, ম্যাচ ৪১ঃ চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংস, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস appeared first on CricTracker Bengali.

Exit mobile version