BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩, ম্যাচ ৩৭ঃ রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ শেষে পয়েন্ট তালিকা

 আইপিএল ২০২৩, ম্যাচ ৩৭ঃ রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ শেষে পয়েন্ট তালিকা

#image_title

Yashasvi Jaiswal. (Photo Source: BCCI/IPL)

গত ম্যাচ হেরে আইপিএলের তিন নম্বরে নেমে গিয়েছিল রাজস্থান রয়্যালস।  তবে নিজেদের শীর্ষস্থান ফিরে পেতে খুব একটা বেশীদিন অপেক্ষা করতে হল না রাজস্থান রয়্যালসকে। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিঅলের পয়েন্ট টেবিলে  শীর্ষস্থানে পৌঁছে গেল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংসরের সঙ্গে তাদের পয়েন্ট এক থাকলেও, রান রেটের বিচারেই শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে রাজস্থান রয়্যালস। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফের শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে তারা।

কয়েকদিন আগেই কলকাতা নাইট রািডার্সকে হারিয়ে াইপিঅএলের েপয়েন্ট টেবিলে সীর্ষস্থানে পৌঁছে গিয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। প্রতম স্থানে থেকেই এদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নেমেছিল চেন্নাই সুপার কিংস। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা আপরও পাকা করার লক্ষ্যই ছিল চেন্নাই সুপার কিংসের। অন্যদিকে ২০০ তম ম্যাচে রাজস্থান রয়্যালসের সামনে লক্ষ্যটা ছিল শীর্ষস্থানে পৌঁছে যাওয়া। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে নিজেদের সেই জায়গাটাই ফের পুণরুদ্ধার করল রকাজস্থান রয়্যালস। এদিন ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বিরাট জয় তুলে নিল রাজস্থান রয়্যালস।

শীর্ষে পৌঁছনোর সঙ্গে চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্সের থেকে রান রেটের ফারাকটাও বেশ খানিকটা বাড়িয়ে্ ফেলল রাজস্থান রয়্যালস। এঅই ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৩২ রানে হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস। পয়েন্ট ১০ থাকলেও রান রেটের বিচারে পয়েন্ট টেবিলে তিন নম্বরে নেমে গেল চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় স্থান ধরে রাখল গুজরাত টাইটান্স। মুহূর্তে অবশ্য চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের থেকে একটি ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। শুরুতে জস বাটলার ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও, দুরন্ত ফর্মে ছিলেন যশস্বী জয়সওয়াল। তাঁলর বিধ্বংসী ইনিংসে ভর করেই এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বড় রানের রাস্তাটা প্রশস্ত করে ফেলেছিল রাজস্থান রয়্যালস। ৪৩ বলে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন এই তরুণ ক্রিকেটার। তাঁর ইনিংস জুড়ে ছিল শুধুই চার ও ছয়ের বন্যা। গোটা ইনিংস জুড়ে ৮টি চার ও ৪টি ছয়।

আইপিএলের পয়েন্ট টেবিল

দল
ম্যাচ
জয়
হার
রানরেট
পয়েন্ট
রাজস্থান রয়্যালস



+০.৯৩৯
১০
গুজরাত টাইটান্স



+০.৫৮০
১০
চেন্নাই সুপার কিংস



+০.৩৭৬
১০
লখনউ সুপার জায়ান্টস



+০.৫৪৭

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু



-০.১৩৯

পঞ্জাব কিংস



-০.১৬২

কলকাতা নাইট রাইডার্স



-০.০২৭

মুম্বই ইন্ডিয়ান্স



-০.৬২০

সানরাইজার্স হায়দরাবাদ



-০.৭২৫

দিল্লি ক্যাপিটালস



-০.৯৬১

প্রথমে ব্যাটিং করে ২০২ রান করেছিল রাজস্থান রয়্যালস। সেখানে চেন্নাই সুপার কিংস লড়াই করার চেষ্টা করলেও শেষরক্ষা করতে পারেনি। ১৭০ রানেই থামতে হয়েছে মহেন্দ্র সি ধোনির চেন্নাই সুপার কিংসকে।

The post আইপিএল ২০২৩, ম্যাচ ৩৭ঃ রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ শেষে পয়েন্ট তালিকা appeared first on CricTracker Bengali.

Exit mobile version