BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩, ম্যাচ ৩৬: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

 আইপিএল ২০২৩, ম্যাচ ৩৬: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

#image_title

Faf du Plessis & Glenn Maxwell. (Image Source: IPL/BCCI)

প্রিভিউ

বুধবার (২৬ এপ্রিল) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৩৬তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর। রয়্যাল চ্যালেঞ্জার্স এই মরসুমে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে চারটি জিতেছে এবং পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৮৯ রান করার পরে প্রতিপক্ষকে ১৮২ রানে সীমাবদ্ধ রাখে। ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েল দুজনেই হাফ সেঞ্চুরি করেন। চার ওভারে ৩২ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন হার্শাল প্যাটেল

নাইট রাইডার্স সাতটি খেলে দুটি জিতেছে এবং পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে। কেকেআরের বোলারদের ব্যর্থতায় আগের ম্যাচে প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৩-এর সর্বোচ্চ স্কোর ২৩৫ রান খাড়া করেছিল। রান তাড়া করতে নেমে জেসন রয় ও রিঙ্কু সিং হাফ সেঞ্চুরি পেলেও কলকাতার পক্ষে ১৮৬ রানের বেশী এগনো সম্ভব হয়নি। পরপর চারটি ম্যাচ হেরে কেকেআর বিপাকে পড়েছে।

সম্ভাব্য একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

বিরাট কোহলি (অধিনায়ক), ফাফ ডু প্লেসি, ডেভিড উইলে, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, সুয়াশ প্রভুদেসাই, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মনোজ ভান্ডাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, মহম্মদ সিরাজ।

কলকাতা নাইট রাইডার্স

সুনীল নারিন, জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, নারায়ণ জগদীসান (উইকেটকিপার), টিম সাউদি, সুয়াশ শর্মা, বরুণ চক্রবর্তী।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

ফাফ ডু প্লেসি – সাত ইনিংসে ৬৭.৫০ গড়ে এবং পাঁচটি হাফ-সেঞ্চুরিসহ ৪০৫ রান করেছেন। এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ দখলে রেখেছেন।

বিরাট কোহলি – আগের ম্যাচে ডাকে আউট হলেও, চারটি হাফ-সেঞ্চুরিসহ সাত ইনিংস খেলে ২৭৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম স্থানে আছেন।

রিঙ্কু সিং – ফিনিশারের ভূমিকায় খেলে ২৩৩ রান করেছেন ৫৮.২৫ গড় এবং ১৫৭.৪৩ স্ট্রাইক রেটে। আরসিবির বিরুদ্ধে আগের ম্যাচে ৪৬ রানের ইনিংস খেলেছিলেন।

অলরাউন্ডার

গ্লেন ম্যাক্সওয়েল – ডান-হাতি অলরাউন্ডার সাত ম্যাচে ২৫৩ রান করেছেন এবং দুশো পঞ্চাশের বেশী রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটের অধিকারী।

বোলার

মহম্মদ সিরাজ – ডান-হাতি পেসার পাওয়ারপ্লেতে অসামান্য বোলিং করছেন এবং ৭ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপের লড়াইয়ে দ্বিতীয় স্থানে আছেন।

বরুণ চক্রবর্তী – রহস্য স্পিনার ৭ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ২১.২০ গড় এবং ৮.২৫ ইকোনমি রেটে।

উইকেটকিপার

দীনেশ কার্তিক – গ্লাভস হাতে ছয়টি ক্যাচ ও একটি স্টাম্পিংয়ে অবদান রেখেছেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ফাফ ডু প্লেসি (অধিনায়ক), জেসন রয়, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং (সহ-অধিনায়ক), দীনেশ কার্তিক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুয়াশ শর্মা, মহম্মদ সিরাজ, বরুণ চক্রবর্তী।

The post আইপিএল ২০২৩, ম্যাচ ৩৬: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স appeared first on CricTracker Bengali.

Exit mobile version