Royal Challengers Bangalore. (Photo Source: BCCI/IPL)
পরপর দুই ম্যাচে জিতে আইপিএল ২০২৩-এ পঞ্চম স্থানে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। তাদের পরবর্তী ম্যাচে ২৬শে এপ্রিল, বুধবার, চলমান মরসুমের ৩৬তম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে সামনে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অষ্টম স্থানে থাকা কেকেআরের মোকাবিলা করার আগে ভালো ছন্দে রয়েছে আরসিবি।
পেটের আঘাতের কারণে ফাফ ডু প্লেসি গত দুই ম্যাচে ফিল্ডিং করতে নামছেন না এবং পরিবর্তে অধিনায়কত্ব করছেন বিরাট কোহলি। আসন্ন ম্যাচেও বিরাটকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। কেকেআরের বিরুদ্ধে নামার আগে দেখে নেওয়া যাক আরসিবির সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।
ওপেনিং জুটি হিসেবে ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলির জুটি আইপিএলে অন্যতম সফল। ৪০৫ রান করে ডু প্লেসি এখন অরেঞ্জ ক্যাপ দখলে রেখেছেন। ৭ ইনিংসে ৫টি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। অন্যদিকে, কোহলি ২৭৯ রান করেছেন এবং সর্বোচ্চ রানের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন চারটি অর্ধশতরানের সাহায্যে। এই দুজনকেই ওপেনার হিসেবে দেখা যাবে কেকেআরের বিরুদ্ধে।
আরসিবির হয়ে আইপিএলে অভিষেক হতে পারে মনোজ ভান্ডাগের
আগের ম্যাচে তিন নম্বরে পাঠানো হয়েছিল শাহবাজ আহমেদকে, তবে তিনি বড় স্কোর করতে পারেননি। আগামী ম্যাচে পিঞ্চ হিটার হিসেবে তিনে নামানো হতে পারে ডেভিড উইলেকে। এই আইপিএলে ২৫০ রানের বেশী করা ব্যাটারদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েলের স্ট্রাইক রেট (১৮৮.৮০) সবচেয়ে বেশী এবং তাঁকে চারে নামাবে আরসিবি।
বাঁ-হাতি ব্যাটার শাহবাজকে মিডল অর্ডারে পাঁচ নম্বরে পজিশনে নামানো হতে পারে। ছয়ে ফিনিশারের ভূমিকায় থাকবেন সুয়াশ প্রভুদেসাই। সাত নম্বরে আসবেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক। মিডল অর্ডারের কাছ থেকে বিশেষ অবদান না আসায় ব্যাটিং গভীরতা বাড়াতে পারে আরসিবি। সেক্ষেত্রে মনোজ ভান্ডাগের আইপিএল অভিষেক হতে পারে।
লেগ-স্পিন বোলিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ব্যাট হাতে আইপিএলে বিশেষ সাফল্য পাননি, তবে আরসিবি শ্রীলঙ্কানের কাছ থেকে রান প্রত্যাশা করবে। আগের ম্যাচে আঙুলের চোটের কারণে ব্যাটিং করতে না পারলেও, হার্শাল প্যাটেল আগামী ম্যাচে ব্যাটিং করতে পারবেন বলে আশা করা যায়। এগারোতম স্থানে থাকবেন, এই আইপিএলের অন্যতম সেরা বোলার মহম্মদ সিরাজ।
প্রথমে ব্যাটিং করলে সম্ভাব্য একাদশ: ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি (অধিনায়ক), ডেভিড উইলে, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, সুয়াশ প্রভুদেসাই, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মনোজ ভান্ডাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, মহম্মদ সিরাজ।
প্রথমে বোলিং করলে সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), ডেভিড উইলে, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, সুয়াশ প্রভুদেসাই, দীনেশ কার্তিক (উইকেটকিপার), মনোজ ভান্ডাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, মহম্মদ সিরাজ, সিদ্ধার্থ কউল।
The post আইপিএল ২০২৩, ম্যাচ ৩৬: আরসিবি বনাম কেকেআর, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ appeared first on CricTracker Bengali.