RCB v KKR. ( Image Source: IPL )
বুধবার আইপিএলের ম়ঞ্চে মেগা লড়াই। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামতে চলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গা্লুরু। ম্যাচ ঘিরে এখন তেকেই যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে েই ম্যাচ আবার বদলার ম্যাচ। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ইডেন গার্ডেন্সে হেরে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠে যে সেই বদলা নেওয়া বিরাট কোহলিদের সমনে অন্যতম লক্ষ্য তা বলার অপেক্ষা রাখে না।
শেষ দুই ম্যাচে পাফ ডুপ্লেসির পরিবর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বের দায়িত্ব সামলেছেন বিরাট কোহলি। ঘরের মাঠে এবার দুরন্ত ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেইসঙ্গে রানের মধ্যে রয়েছেন বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল সহ বিরাট কোহলিও। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে হারলেও। ঘরের ামঠে যে এই তিন তারকা পারফরম্যান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে প্লেঅফে পৌঁছনোর আসা জিইয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে কলকাতা নাইট রাইডার্সকে।
পরপর তিনটি ম্যাচেই হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে আট নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স। শুধুমাত্র ব্যাটিং পারফরম্যান্সই নয়। বোলিংয়েও যথেষ্ট নজর কাড়ছেন তারকা ক্রিকেটার মহম্মদ সিরাজ। শেষ ম্যাচেও দুর্ধর্ষ বোলিং করেছিলেন তিনি। ঘরের মাঠে যে কলকাতা নাইট রাইডার্সের থেকে অনেকটা এগিয়ে থেকেই নামতে চলেছে রয়্যাল চ্যালে়্জার্স বেঙ্গালুরু, তা বলাই বাহুল্য।
পিচ কন্ডিশন
চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ বরাবরই ব্যাটারদের কাছে স্বর্গরাজ্য। এওখনও প্রযন্ত প্রতিটি ম্যাচই হয়েছে হাই স্কোরিং। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাটা নািট রাইডার্স ম্যাচেও ব্যাটারদেরই বাড়তি সুবিধা পাওয়ার ইঙ্গিত রয়েছে। সেইসঙ্গে চিন্নস্বামী স্টেডিয়ামের ছোট বাউন্ডারি হওয়াতেও ব্যাটাররাও বাড়তি সুবিধা পেয়ে থাকেন। তবে চিন্নাস্বামী স্টেডিয়ামের কালো মাটির পিচ স্পিনারদের খানিকটা হলেও সুবিধা করে দিতে পারে। মনে করা হচ্ছে দ্বিতীয় ব্যাটিং করবে যারা, খানিকটা হলেও সুবিধা পাবে তারা। এখন পর্যন্ত প্রথমে ব্যাটিং করে চিন্নাস্বামী স্টেডিয়ামে সর্বোচ্চ রান এবারস ২২৬। সেখানেই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে রান রয়েছে ২১৮। তবে এবারের আইপিএলে কিন্তু এই মাঠে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দলই জয়ের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে।
আরসিবি বনাম কেকেআর হেড টু হেড
ম্যাচ – ৩১
আরসিবি – ১৪
কেকেআর – ১৭
এবারের আইপিএলের প্রথম লেগের ম্যাচে কিন্তু বেঙ্গালুরুকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় লেগে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হারাতে পারে কিনা সেটাই দেখার।
The post আইপিএল ২০২৩, ম্যাচ ৩৬ঃ আরসিবি বনাম কেকেআর হেড টু হেড এবং পিচ রিপোর্ট appeared first on CricTracker Bengali.