Gujarat Titans. (Photo Source: BCCI/IPL)
মঙ্গলবার আইপিএলের মঞ্চে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামতে চলেছে গুজরাত টাইটান্স। গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নেমেছিল হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। সেই কম করান করলেো দুরন্ত বোলিং পারফরম্যান্সে প্রদ্রসন করে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয়ের ধারা অব্যহত রেখেছিল গুজরাত টাইটান্স। এবার ঘরের মাটে মুম্বি ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামতে চলেছে গুজরাত টাইটান্স। সেখানেও এই জয়ের ধারা অব্যহত রাখতে মরিয়া হয়ে রয়েছে গুজরাত টাইটান্স। অন্যদিকে শেষ ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হেরে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
হাই স্কোরিং ম্যাচ শেষপর্যন্ত পঞ্জাব কিংসের সামনে থামতেই হয়েছিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে। এবার গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচেই জয়ে ফিরতে মরিয়া হয়ে রয়েছে তারা। প্রথম দিকের ম্যাচে হারলেও ধীরে ধীেরে ঘুরে দাঁড়াচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স.। গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও সেই পারফর্ম্যান্সই ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছে। এই মুহূর্তে ৬টি ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। তারমধ্যে তিনটি ম্যাচ জিততে পেরেছে তারা।
মঙ্গলবার গুজরাত টাইটান্সের বিরুদ্দে নামার আগে যে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং পারফর্ম্যান্স তাদের আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। রোহুিত শর্মা রানে ফিরেছেন। সূর্যকুমার যাদব, ক্যামেরম গ্রীণ এবং ঈশান কিষাণরাও ফর্মে ফিরেছেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামার আগে এটাই যে তাদের আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।
পিচ কন্ডিশন
আহমেদাবাদের এই স্টেডিয়ামে এবার বারাবরই হাড্ডহাড্ডি লড়াই হতে দেখা গিয়েছে। বোলিং এব ব্যাটিংয়ে যে এই ম্যাচেও হা়ড্ডাহাড্ডি লড়াই হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে মনে করা হচ্ছে যে এই পিচে খানিকটা ধীরগতিতে বোলিং করা বোলাররা সুূবিধা পেতে পারেন। শর্ট বাউন্ডারির ক্ষেত্রেই ব্যাটাররা সুবিধা পেতে পারে।
উভয় দলের সম্ভাব্য একাদশ
এবার গুজরাত টাইটান্সের ব্যাটারদের ব্যাটিং স্টাইল খানিকটা হলেও চিন্তায় রাখতে পারে। খানিকটা ধীর গতিতেই রান করে চলেছেন তারা। যদিো হার্দিক পান্ডিয়ার রানে ফেরাটা কিন্তু তাদেরপ বাড়চি আত্মবিশ্বাস যোগাবে।
সম্ভাব্য একাদসঃ ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ সামি, নুর আহমেদ, মোহিত শর্মা।
মুম্বই ইন্ডিয়ান্স
এবারের আইপিএলে বোলিং নিয়ে কানিকটা সমস্যা রয়েছে মুম্বি ইন্ডিয়ান্সের। প্রতিটি ম্যাচেই এই সমস্যা দেখা গিয়েছে তাদের। তবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামার আগে মুম্বি ইন্ডিয়ান্সের বোলিং নিয়ে খানিকটা স্বস্তি ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। এই ম্যাচেই জফরা আর্চার ফিরতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স।
সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা, ঈশান কিষাণ, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, ক্যামেরণ গ্রীঁণ, নেহাল ওয়াধেরা, অর্জুন তেন্ডুলকর, পীযূষ চাওলা, জেসন বেহেনড্রফ, হৃত্বিক শকিন।
গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স হেড-টু-হেড
ম্যাচ – ১। গুজরাত টাইটান্স – ০। মুম্বই ইন্ডিয়ান্স – ১
সম্প্রচার বিবরণ
ম্যাচের সময় – সন্ধে ৭.৩০ (ভারতীয় সময়)
লাইভ সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইট
The post আইপিএল ২০২৩, ম্যাচ ৩৫ঃ গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড টু হেড ও সম্প্রচার বিবরণ appeared first on CricTracker Bengali.