Anrich Nortje. ( Photo Source: IPL/BCCI )
সানরাইজার্স হায়দরাবাদের ঘরের মাঠে হাড্ডহাড্ডি লড়াই। লোক স্কোরিং ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে জয়েরক হাসি হাসলেন ডেভিড ওয়ার্নারই। মাঠ থেকেই বোধহয় সানরাইজার্স হায়দরাবাদ টিম ম্যানেজমেন্টকে জবাবটাও দিলেন তিনি। শেষ ওভারে মুকেশ কুমারের দুর্ধর্ষ বোলিং। সানরাইজার্স হায়দরাবাদকে হারিেয়ে আইপিএলের মঞ্চে দ্বিতীয় জয় তুলে নিল দিল্লি ক্যাপিটালস। যদিও এখনও পর্যন্ত আইপিএলের পয়েন্ট টেবিলে লাস্ট বয়ের তকমাটা তারা সরাতে পারেনি। পরপর দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট কিন্তু দিল্লি ক্যাপিটাল তুলে নিয়েছে।
আর এই জয় যে দিল্লি ক্যাপিটালস শিবিরকে অনেকটা অক্সিজেন যোগাল তাও বলার অপেক্ষা রাখে না। দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ হলেও, এদিন উপল স্টেডিয়ামে ছিল দিল্লি ক্যাপিটালস বোলারদের শাসন। আর তাতেই কার্যত শেষ হয়ে গেল সানরািজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইনআপ। যদিও পয়েন্ট টেবিলে খুব একটা পরিবর্তন এদিন হয়নি। কিন্তু পের একটা পয়েন্ট খুইয়ে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে যে অস্বস্তি অনেকটাই বেড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
এদিন হারলেও অবশ্য এখনও পর্যন্ত নয় নম্বরেই নিজেদের জায়গা ধরে রাখল সানরাইজার্য় হায়দরাবাদ। এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিততে পারলেই তাদের সামনে ছিল পয়েন্ট তালিকায় ওপরের দিকে উঠে আসার সম্ভাবনা। কলকাতা নাইট রাইডার্সকে সরিয়ে আট নম্বরে উঠে আসার সুযোগ ছিল সানরাইজার্স হায়দরাবাদের। কিন্তু শেষরক্ষা করতে পারল না। দিল্লি ক্যাপিটালস কম রান করলেও, তাদের বোলারদের বিরুদ্ধে এঁটে উঠতে পারেননি সানরািজার্স হায়দরাবাদের তারকা ব্যাটাররা। অ্যানরিখ নর্খিয়া, অক্ষর পটেলদের দুরন্ত বোলিংয়ের সামনে মাথা নোয়াতেই হল সানরাইজার্স হায়দরাবাদকে।
এই জয়ের ফলেই চার পয়েন্ট নিজেদের ঝুলিতে তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস শিবির। যদিও পয়েন্ট তালিকায় এখনও তারা ১০ নম্বরেই রয়েছে। কিন্তু রান রেটের ব্যাবধান অনেকটাই কমিয়ে ফেলেছে দিল্লি ক্যাপিটালস। পরের ম্যাচ জিততে পারলেই পয়েন্ট টেবিলে ওপরের দিকে উঠে আসতে পারবে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচ জয় তাদের সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।
আইপিএলের পয়েন্ট টেবিল
দল
ম্যাচ
জয়
হার
রানরেট
পয়েন্ট
চেন্নাই সুপার কিংস
৭
৫
২
+০.৬৬২
১০
রাজস্থান রয়্যালস
৭
৪
৩
+০.৮৪৪
৮
লখনউ সুপার জায়ান্টস
৭
৪
৩
+০.৫৪৭
৮
গুজরাত টাইটান্স
৬
৪
২
+০.২১২
৮
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
৭
৪
৩
-০.০০৮
৮
পঞ্জাব কিংস
৭
৪
৩
-০.১৬২
৮
মুম্বই ইন্ডিয়ান্স
৬
৩
৩
-০.২৫৪
৬
কলকাতা নাইট রাইডার্স
৭
২
৫
-০.১৮৬
৪
সানরাইজার্স হায়দরাবাদ
৭
২
৫
-০.৭২৫
৪
দিল্লি ক্যাপিটালস
৭
২
৫
-০.৯৬১
৪
The post আইপিএল ২০২৩, ম্যাচ ৩৪ঃ এসআরএইচ বনাম ডিসি ম্যাচ শেষে পরিবর্তিত পয়েন্ট তালিকা appeared first on CricTracker Bengali.