BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩, ম্যাচ ৩৩: কেকেআর বনাম সিএসকে, চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ

 আইপিএল ২০২৩, ম্যাচ ৩৩: কেকেআর বনাম সিএসকে, চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ

#image_title

Chennai Super Kings. (Photo Source: IPL/BCCI)

পরপর দুই ম্যাচ জিতে কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৩-এর ৩৩তম ম্যাচে চেন্নাই সুপার কিংস (সিএসকে) খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর বিরুদ্ধে। এই মরসুমে সিএসকে দুর্দান্ত ফর্মে রয়েছে। এখনও অবধি ছয় ম্যাচ খেলে চারটিতে জিতে সিএসকে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।

আগের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ৭ উইকেটে জেতার পরে কেকেআরের প্রতিদ্বন্দ্বিতা করতে নামবে সিএসকে। তাদের একাদশকে খুবই মজবুত দেখাচ্ছে এবং কম্বিনেশনে ব্যাটিং গভীরতা থাকার পাশাপাশি বোলিংয়েও বিকল্প অনেক। টানা তিনটি ম্যাচে হেরে যাওয়া কেকেআরের প্রতিদ্বন্দ্বিতা করার আগে দেখে নেওয়া যাক সিএসকের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।

ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কওয়াড়ের ওপেনিং জুটি সিএসকেকে ভালো সূচনা এনে দিচ্ছে নিয়মিত। কনওয়ে পরপর দুই ইনিংসে হাফ সেঞ্চুরি করে এখন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম স্থানে আছেন। অন্যদিকে, তাঁর ওপেনিং সঙ্গী রুতুরাজ ২৩৫ রান করে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে অষ্টম স্থানে আছেন। ওপেনিংয়ে দুই ব্যাটারই নির্ভরতা দিয়েছেন দলকে।

তিন নম্বরে আসতে পারেন আজিঙ্ক্যা রাহানে। চলমান আইপিএলে পাওয়ারপ্লেতে সর্বাধিক স্ট্রাইক রেট থাকা ব্যাটারের নাম রাহানে। ১৩৮ রান করেছেন ১৮১.৫৭ স্ট্রাইক রেটে। চার নম্বরে আসতে পারেন মইন আলি। কেকেআরের স্পিনারদের বিরুদ্ধে তাঁকে ব্যবহার করার পরিকল্পনা থাকতে পারে সিএসকে ম্যানেজমেন্টের।

ব্যাটিং গভীরতা বাড়ানোর কথা ভাবতে পারে কেকেআর

চার নম্বরে মইন যদি ব্যর্থও হন, সেক্ষেত্রে পাঁচ নম্বরে নামা শিবম দুবের উপরও ভরসা করা যেতে পারে। স্পিনারদের বিরুদ্ধে তাঁর রেকর্ড দুর্দান্ত এবং বিপক্ষের সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর মতো স্পিনারদের বিরুদ্ধে তাঁর আগ্রাসী ব্যাটিং কার্যকর হতে পারে। ছয় নম্বরে আসতে পারেন আম্বাতি রায়ুডু। মিডল অর্ডার ব্যাটার এই আইপিএলে বিশেষ ফর্মে না থাকলেও, কেকেআরের দুর্বল বোলিং লাইন-আপকে রায়ুডু বেছে নিতে পারেন ফর্মে ফিরে আসার জন্য।

ফিনিশারের ভূমিকায় দুই অভিজ্ঞ ব্যাটার – রবীন্দ্র জাডেজা ও এমএস ধোনি – যথাক্রমে ব্যাটিং ক্রমের সাত ও আট নম্বরে আসবেন। ইডেন গার্ডেন্সের ছোট বাউন্ডারির মাঠে এই দুই ব্যাটারের ছক্কা হাঁকানোর দক্ষতা সিএসকেকে বড় স্কোরে পৌঁছতে সাহায্য করবে।

শ্রীলঙ্কার স্পিনার মাহীষ থিকশানা থাকবেন বিশেষজ্ঞ স্পিনার হিসেবে। ডেথ বোলিংয়ে সিএসকের প্রধান দুই ভরসা তুষার দেশপান্ডে ও মাথীশা পাথিরানাকে দিয়ে শেষ হবে সিএসকের ব্যাটিং ক্রম। বোলিংয়ের সময়ে আকাশ সিংকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নিযুক্ত করতে পারে সিএসকে।

প্রথমে ব্যাটিং করলে সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, আজিঙ্ক্যা রাহানে, মইন আলি, আম্বাতি রায়ুডু, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মাহীষ থিকশানা, তুষার দেশপান্ডে, মাথীশা পাথিরানা।

প্রথমে বোলিং করলে সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, আজিঙ্ক্যা রাহানে, মইন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মাহীষ থিকশানা, তুষার দেশপান্ডে, মাথীশা পাথিরানা, আকাশ সিং।

The post আইপিএল ২০২৩, ম্যাচ ৩৩: কেকেআর বনাম সিএসকে, চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ appeared first on CricTracker Bengali.

FacebookTwitterWhatsappTelegramPinterest
Exit mobile version