Gujarat Titans. (Photo Source: IPL/BCCI)
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স (জিটি) ২২শে এপ্রিল, শনিবার, লখনউয়ে আইপিএল ২০২৩-এর ৩০তম ম্যাচে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর মুখোমুখি হবে। গতবারের চ্যাম্পিয়নরা তাদের আগের ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩ উইকেটে হেরেছে।
ঘরের মাঠে তাদের আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে একটি রোমাঞ্চকর লড়াইয়ে হারের সম্মুখীন হতে হয়েছিল জিটিকে। এবারে সেই ভুল সংশোধন করতে আগ্রহী হবে গুজরাত। স্কোয়াডের প্রায় সব খেলোয়াড়ই ম্যাচ খেলার জন্য প্রস্তুত রয়েছেন এবং হার্দিক আবার জয়ের রাস্তায় ফিরতে চায়বেন।
এদিকে, তাদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস তাদের আগের ম্যাচে প্রতিপক্ষর মাঠে রাজস্থান রয়্যালসকে হারিয়ে এই ম্যাচে নামছে। মাত্র ১৫৪ রানে সীমিত থাকার পরে অনবদ্য বোলিং করে ১০ রানে ম্যাচ জিতেছে। লখনউয়ের স্পিন-বান্ধব পিচে স্পিনার সমৃদ্ধ একাদশ নামাতে আগ্রহী হবে আয়োজক দল। ।
পিচ কন্ডিশন
লখনউয়ের একানা স্টেডিয়ামের পিচটি স্পিনারদের সাহায্য করছে। ম্যাচ যত এগোয়, ততই বল বেশী টার্ন করতে থাকে। তাই প্রথমে ব্যাটিং করা সুবিধাজনক হতে পারে। প্রথমে ব্যাটিং করা দল ন্যূনতম ১৭০ রান না তুললে নিশ্চিন্ত থাকতে পারবে না।
উভয় দলের কম্বিনেশন
বিগত পাঁচ ইনিংসে দীপক হুডা একবারও দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। তাঁকে বাদ দিয়ে একাদশে আনা হতে পারে মনন ভোহরাকে। মূলত ওপেনার হিসেবে ভোহরা খেলার ফলে রাহুল তিনে নেমে আসতে পারেন। আয়ূষ বাদোনিও তেমন ভালো ফর্মে নেই এবং তাঁকে বাদ দিয়ে একাদশে রাখা হতে পারে প্রেরক মাঁকড়কে। বোলিংয়ের সময়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে এলএসজি অতিরিক্ত স্পিনার খেলাতে আগ্রহী হলে, অমিত মিশ্রকে অন্তর্ভুক্ত করতে পারে।
সম্ভাব্য একাদশ: কাইল মেয়ার্স, মনন ভোহরা, কেএল রাহুল (অধিনায়ক), ক্রূণাল পান্ডিয়া, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান (উইকেটকিপার), প্রেরক মাঁকড়, কৃষ্ণাপ্পা গৌথাম, রবি বিষ্ণোই, আভেশ খান, নাভীন-উল-হক।
গুজরাত টাইটান্স
আগের ম্যাচে বিজয় শঙ্কর একাদশে ছিলেন না এবং তাঁর জায়গায় অভিনব মনোহরকে খেলানো হয়েছিল। আসন্ন ম্যাচেও যদি বিজয় একাদশে না ফেরেন তবে অভিনব তাঁর স্থান ধরে রাখবেন। লখনউয়ের স্পিন-সহায়ক পিচের কথা মাথায় রেখে অতিরিক্ত স্পিনার খেলানোর দিকে ঝুঁকতে পারে টাইটান্স। সেক্ষেত্রে এবারের আইপিএলে প্রথমবারের জন্য খেলতে দেখা যেতে পারে আর সাই কিশোরকে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে জস লিটল বা নূর আহমেদকে খেলাতে পারে জিটি।
সম্ভাব্য একাদশ: শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুধারসান, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর/অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, আর সাই কিশোর, মহম্মদ শামি।
হেড-টু-হেড
ম্যাচ – ২ গুজরাত টাইটান্স – ২
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় দুপুর ৩:৩০
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ
The post আইপিএল ২০২৩, ম্যাচ ৩০: এলএসজি বনাম জিটি, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ appeared first on CricTracker Bengali.