BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩, ম্যাচ ২৮: ডিসি বনাম কেকেআর, কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ

 আইপিএল ২০২৩, ম্যাচ ২৮: ডিসি বনাম কেকেআর, কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ

#image_title

Kolkata Knight Riders. (Image Source: IPL/BCCI)

আইপিএল ২০২৩-এর ২৮তম ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এই মরসুমে তাদের ষষ্ঠ ম্যাচে খেলতে নামবে। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস (ডিসি) এখনও অবধি পাঁচ ম্যাচ খেলে একটিও জিততে পারেনি। অন্যদিকে, কেকেআর পাঁচ ম্যাচে দুটি জিতলেও, বিশেষ আশাব্যাঞ্জক জায়গায় নেই।

আসন্ন ম্যাচের আগে কেকেআরের একাদশে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। পয়েন্ট তালিকার শেষতম দলের প্রতিদ্বন্দ্বিতা করার আগে দেখে নেওয়া যাক কেকেআরের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।

আগের ম্যাচে হেরে যাওয়ায় কেকেআর তাদের কম্বিনেশন পরিবর্তন করতে পারে। ওপেনার হিসেবে রহমানউল্লাহ্‌ গুরবাজ বিগত তিন ম্যাচে যথাক্রমে ১৫, ০ ও ৮ রানের স্কোর করে বিশেষ ভরসা যোগাতে পারেননি। তাই তাঁকে বাদ দিয়ে জেসন রয়কে ওপেনার হিসেবে সুযোগ দেওয়ার কথা ভাবা যেতে পারে। ইংলিশ ওপেনার ইনিংসের আগ্রাসী শুরু করতে পারলে কেকেআরের ওপেনিং সমস্যা কাটবে।

গুরবাজ বাদ গেলে উইকেটকিপার হিসেবে দায়িত্ব নিতে পারেন নারায়ণ জগদীসন। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ২১ বলে ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। তিন নম্বরে নামতে পারেন গত ম্যাচে সেঞ্চুরি করা ভেঙ্কটেশ আইয়ার। দল না জিতলেও পনেরো বছর পরে দ্বিতীয় কেকেআর ব্যাটার হিসেবে আইপিএলে সেঞ্চুরি করার পরে ভেঙ্কটেশের সুযোগ পাওয়া নিশ্চিত।

বিদেশী পেসারকে নিয়ে সমস্যায় ভুগছে কেকেআর

চার নম্বরে অধিনায়ক নীতীশ রানা নামতে পারেন। ক্যাপিটালসের দুই স্পিনার কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলকে মোকাবিলা করার জন্য কেকেআরের অন্যতম ভরসা হবেন নীতীশ। ঘরোয়া ক্রিকেটে নীতীশ তাঁর হোম ম্যাচ খেলেন এই মাঠেই। আন্দ্রে রাসেল এখনও অবধি ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি এবং দিল্লির বিরুদ্ধে তাঁকে পাঁচে খেলিয়ে অতিরিক্ত ওভার দেওয়ার কথা ভাবা যেতে পারে।

ফিনিশারের ভূমিকায় রিঙ্কু সিং অনবদ্য পারফর্ম করছেন এবং তাঁকে ছয় নম্বর পজিশনে খেলানো হতে পারে। বিদেশী পেসার হিসেবে লকি ফার্গুসন লাগাতার ব্যর্থ হওয়ায় তাঁকে বাদ দিয়ে ডেভিড ভিসাকে সুযোগ দেওয়া হতে পারে। সুনীল নারিন ও শার্দূল ঠাকুরও তাঁদের ব্যাটিং দক্ষতাকে কাজে লাগিয়ে দলকে প্রয়োজনীয় ব্যাটিং গভীরতা দিতে পারবেন।

অভিজ্ঞ পেসার উমেশ যাদবও বিশেষ ফর্মে নেই এবং তাঁকে যদি বাদ দেওয়া হয়, তবে একাদশে রাখা হতে পারে বৈভব আরোরাকে। স্পিনার হিসেবে সুয়াশ শর্মা ও বরুণ চক্রবর্তী একাদশে তাঁদের স্থান ধরে রাখবেন।

প্রথমে ব্যাটিং করলে সম্ভাব্য একাদশ: জেসন রয়, নারায়ণ জগদীসন (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, ডেভিড ভিসা, সুনীল নারিন, উমেশ যাদব/বৈভব আরোরা, সুয়াশ শর্মা।

প্রথমে বোলিং করলে সম্ভাব্য একাদশ: নারায়ণ জগদীসন (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দূল ঠাকুর, ডেভিড ভিসা, উমেশ যাদব/বৈভব আরোরা, সুয়াশ শর্মা, বরুণ চক্রবর্তী।

The post আইপিএল ২০২৩, ম্যাচ ২৮: ডিসি বনাম কেকেআর, কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ appeared first on CricTracker Bengali.

Exit mobile version