BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩, ম্যাচ ২৮: ডিসি বনাম কেকেআর, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

 আইপিএল ২০২৩, ম্যাচ ২৮: ডিসি বনাম কেকেআর, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

#image_title

Kolkata Knight Riders and Delhi Capitals. (Image Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ১৬তম মরসুমের ২৮তম ম্যাচে ২০শে এপ্রিল, বৃহস্পতিবার, দিল্লি ক্যাপিটালস (ডিসি) তাদের ঘরের মাঠে মোকাবিলা করবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর। দিল্লি ক্যাপিটালস এই মরসুমে তাদের পাঁচটি ম্যাচই হেরেছে। অন্যদিকে, কেকেআর ভালো শুরু করেও গত দুটি ম্যাচে জিততে পারেনি।

ডিসি তাদের আগের ম্যাচে ভালো বোলিং করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ১৭৪ রানে সীমিত রেখেছিল। তবে আবারও তাদের ব্যাটিং ব্যর্থতা হয়েছিল এবং ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল পাওয়ারপ্লের ভিতরেই ৪ উইকেট হারিয়েছিল। মণীশ পান্ডের হাফ-সেঞ্চুরির সৌজন্যে সম্মানজনক স্কোরে পৌঁছলেও, লক্ষ্য থেকে ২৩ রানে পিছিয়ে পড়ে ডিসি।

এদিকে কেকেআর ভুগছে বোলিং ব্যর্থতার সমস্যায়। ব্যাটাররা নিয়মিত রান পাচ্ছেন এবং দল তাদের বিগত চারটি ম্যাচে ১৮০+ স্কোর করেছে। তবে বোলারদের ব্যর্থতার ফলে শেষ দুই ম্যাচে জয় আসেনি। বেশ কিছু বোলার দশের বেশী ইকোনমি রেটে রান দিচ্ছেন এবং ধারাবাহিকভাবে উইকেট তুলতেও ব্যর্থ হচ্ছেন। এই কারণে আসন্ন ম্যাচে বোলিং কম্বিনেশনে পরিবর্তন আনার কথা ভাবতে পারে নীতীশ রানার নেতৃত্বাধীন দল।

পিচ কন্ডিশন

চলমান মরসুমে অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত হওয়া দুটি ম্যাচেই রান তাড়া করা দল জয় পেয়েছে। শিশিরের সম্ভাবনা রয়েছে। তাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং তুলনামূলক সিবিধাজনক হবে। প্রথমে ব্যাটিং করা দল ১৯০ রানের কাছাকাছি স্কোর না তুলে সমস্যায় পড়তে পারে।

উভয় দলের কম্বিনেশন

দিল্লি ক্যাপিটালস

অভিষেক পোড়েল উইকেটকিপার হিসেবে সাফল্য পেলেও ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি এবং তাঁকে বাদ দিয়ে ফিল সল্টকে খেলানোর কথা ভাবা যেতে পারে। এ ছাড়া মুস্তাফিজুরকে বাদ দিয়ে চেতন সাকারিয়াকে অন্তর্ভুক্ত করতে পারে দিল্লি। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মুকেশ কুমার একাদশে আসতে পারেন।

সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, ফিল সল্ট (উইকেটকিপার), মণীশ পান্ডে, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, রিপাল প্যাটেল/আমান খান, ললিত যাদব, চেতন সাকারিয়া, অনরিখ নর্কিয়া, কুলদীপ যাদব।

কলকাতা নাইট রাইডার্স

রহমানউল্লাহ্‌ গুরবাজ শেষ তিন ম্যাচে রান পাননি এবং তাঁকে বাদ দিয়ে জেসন রয়কে খেলানোর কথা বিবেচনা করতে পারে কেকেআর। এ ছাড়া বিদেশী পেসার হিসেবে ডেভিড ভিসার সংযোজন হতে পারে। উমেশ যাদবকে বাদ দেওয়া হলে বৈভব আরোরাকে একাদশে আনা হতে পারে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বরুণ চক্রবর্তীকে যুক্ত করা হবে।

সম্ভাব্য একাদশ: জেসন রয়, নারায়ণ জগদীসন (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, ডেভিড ভিসা, সুনীল নারিন, উমেশ যাদব/বৈভব আরোরা, সুয়াশ শর্মা।

হেড-টু-হেড

ম্যাচ – ৩১ কলকাতা নাইট রাইডার্স – ১৬

Exit mobile version