Skip to main content

আইপিএল ২০২৩, ম্যাচ ১৬: ডিসি বনাম এমআই, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

 আইপিএল ২০২৩, ম্যাচ ১৬: ডিসি বনাম এমআই, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

Delhi Capitals. (Image Source: IPL/BCCI)

পরপর তিন ম্যাচে হারার পরে দিল্লি ক্যাপিটালস চাপের মুখে রয়েছে এবং আগামী ১১ই এপ্রিল, মঙ্গলবার, ঘরের মাঠে অরুণ জেটলি স্টেডিয়ামে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)-এর বিরুদ্ধে। মুম্বাইও দুই ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি। আইপিএল ২০২৩-এর ১৬তম ম্যাচে এই দুটির মধ্যে একটি এবারের মরসুমে প্রথমবারের মতো পয়েন্ট অর্জন করবে।

দিল্লি তাদের আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২০০ রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছিল এবং মাত্র ১৪২ রান অবধি পৌঁছতে পারায় ৫৭ রানে হেরেছিল। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৬৫ রান করলেও সেই রান করতে ৫৫ বল নেওয়ায় তাঁর ইনিংসটি ক্যাপিটালসের কাজে আসেনি। দিল্লির পেসারদের পারফর্ম্যান্স নিয়ে টিম ম্যানেজমেন্ট উদ্বিগ্ন হবে।

এমআই আগের ম্যাচে চোটের কারণে জোফ্রা আর্চারকে না পাওয়ায় তাদের বোলিং বিভাগকে নখদন্তহীন দেখিয়েছিল। আসন্ন ম্যাচে তিনি একাদশে ফিরে এলে আশ্বস্ত হবেন অধিনায়ক রোহিত শর্মা। সূর্যকুমার যাদবের ধারাবাহিক ব্যর্থতা মার্ক বাউচারের প্রশিক্ষণাধীন দলের চিন্তা বাড়াবে। ওপেনার হিসেবে রোহিত ও ঈশান কিষানের থেকে আরও বেশী অবদান আশা করবে দল।

পিচ কন্ডিশন

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ সাধারণত মন্থর হওয়ায় স্পিনাররা অতিরিক্ত সুবিধা পাবেন। তবে বাউন্ডারির দূরত্ব কম হওয়ায় ছক্কা হাঁকাতে খুব বেশী সমস্যায় পড়তে হবে না ব্যাটারদের। টসজয়ী দল প্রথমে ব্যাটিং করতে আগ্রহী হতে পারে। এই মাঠে ১৭০ রানের কাছাকাছি স্কোর প্রতিযোগিতামূলক হতে পারে।

উভয় দলের কম্বিনেশন

দিল্লি ক্যাপিটালস

গত ম্যাচে মণীশ পান্ডেকে খেলানো হলেও, অভিজ্ঞ ব্যাটার ডাকে আউট হন। আসন্ন ম্যাচে তিন নম্বরে দিল্লি খেলাতে পারে উদীয়মান ব্যাটার যশ ধুলকে। রাইলি রসৌ তিন ইনিংস মিলিয়ে মোট ৪৪ রান করেছেন এবং মিডল অর্ডারে আগ্রাসী ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় তাঁকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হতে পারে রিপাল প্যাটেলকে। বোলিং শক্তিশালী করার জন্য অনরিখ নর্কিয়ার সঙ্গে বিদেশী পেসার হিসেবে লুঙ্গি ঙ্গিডিকেও দলে অন্তর্ভুক্ত করার কথা ভাবতে পারে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল।

প্রথমে ব্যাটিং করলে সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, যশ ধুল, রিপাল প্যাটেল, ললিত যাদব, রভম্যান পাওয়েল, অভিষেক পোড়েল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, অনরিখ নর্কিয়া, কুলদীপ যাদব, মুকেশ কুমার।

ইমপ্যাক্ট প্লেয়ার: পৃথ্বী শয়ের পরিবর্তে লুঙ্গি ঙ্গিডি।

মুম্বাই ইন্ডিয়ান্স

প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ক্যামেরন গ্রিন। ফলে তাঁকে বাদ দিয়ে আরও এক তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসকে সুযোগ দিতে পারে এমআই। আরশাদ খান পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ভরসাযোগ্য পারফর্ম্যান্স করতে পারেননি প্রথম দুই ম্যাচে। তাঁকে বাদ দেওয়া হলে অর্জুন তেন্ডুলকারকে প্রথমবারের মতো এমআইয়ের জার্সি গায়ে খেলতে দেখা যেতে পারে।

প্রথমে ব্যাটিং করলে সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান (উইকেটকিপার), ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, জোফ্রা আর্চার, পীযূষ চাওলা, অর্জুন তেন্ডুলকার, কুমার কার্তিকেয়া।

ইমপ্যাক্ট প্লেয়ার: নেহাল ওয়াধেরার পরিবর্তে জেসন বেহ্‌রেনডর্ফ অথবা ডুয়ান য়্যানসেন।

হেড-টু-হেড

ম্যাচ – ৩২ দিল্লি ক্যাপিটালস – ১৫

আরো আইপিএল সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...