BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩, ম্যাচ ১৪: এসআরএইচ বনাম পিবিকেএস ম্যাচের পরে পরিবর্তিত পয়েন্ট তালিকা

 আইপিএল ২০২৩, ম্যাচ ১৪: এসআরএইচ বনাম পিবিকেএস ম্যাচের পরে পরিবর্তিত পয়েন্ট তালিকা

#image_title

Mayank Markande. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ১৪তম ম্যাচে ৯ই এপ্রিল, রবিবার, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস (পিবিকেএস)-এর মুখোমুখি হয়েছিল। আট উইকেটে ম্যাচ জিতে হায়দ্রাবাদ-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি তাদের প্রথম জয় অর্জন করেছে। অন্যদিকে, পিবিকেএস তাদের প্রথম হারের সম্মুখীন হয়েছে।

এইডেন মার্করামের নেতৃত্বে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। ব্যাট করতে এসে পাঞ্জাব ম্যাচের প্রথম বলেই প্রভসিমরান সিংয়ের উইকেট হারিয়েছিল। এরপরে পাওয়ারপ্লেতে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পিবিকেএস। এই মরসুমে প্রথমবারের জন্য খেলতে নামা মার্কো য়্যানসেন তখন পিবিকেএস ব্যাটারদের ত্রাসে পরিণত হয়েছেন।

ধারাবাহিকভাবে উইকেট হারানোর পরে চতুর্থ উইকেটে অধিনায়ক ধাওয়ানের সঙ্গে স্যাম কারানের ৪১ রানের পার্টনারশিপ হলেও, কারান আউট হতেই আবার ধস নামে পাঞ্জাবের ইনিংসে। লেগ স্পিনার মায়াঙ্ক মার্কান্ডে মরসুমের প্রথম আবির্ভাবে চার উইকেট দখল করে সানরাইজার্সকে ম্যাচের নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

তবে অধিনায়ক ধাওয়ান বিনা লড়াইয়ে জায়গা ছাড়তে রাজী ছিলেন না এবং সঙ্গীর অভাব অনুভব করলেও তিনি ক্রিজের একপ্রান্তে টিঁকে থেকে রান করা চালিয়ে যান। ৮৮/৯ স্কোর থেকে বাঁ-হাতি ব্যাটার এককভাবে লড়ে ১৪৩/৯ স্কোরে নিয়ে যান দলকে। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করা ধাওয়ান ৬৬ বলে ৯৯ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ১২টি চার ও ৫টি ছয়।

রাহুল ত্রিপাঠীর আগ্রাসী ইনিংস সানরাইজার্স হায়দ্রাবাদকে লক্ষ্যের দিকে পৌঁছে দিয়েছে

তুলনামূলক সহজ লক্ষ্য হলেও হায়দ্রাবাদ শুরু করেছিল অত্যন্ত মন্থর গতিতে। দুই ওপেনার হ্যারি ব্রুক (১৪ বলে ১৩) ও মায়াঙ্ক আগরওয়াল (২০ বলে ২১) যখন আউট হলেন, তখন জয়ের জন্য হায়দ্রাবাদকে করতে অবশিষ্ট ৬৯ বলে ৯৯ রান করতে হত।

তবে রাহুল ত্রিপাঠী আগ্রাসী ইনিংস খেলে নিশ্চিত করেছিলেন হায়দ্রাবাদ যেন দুই পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে। ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ত্রিপাঠী ৪৮ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক মার্করামের (২১ বলে ৩৭) সঙ্গে ১০০ রানের পার্টনারশিপও গড়েছেন তিনি।

এই জয়ের পরে সানরাইজার্স হায়দ্রাবাদ পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সকে টপকে। পাঞ্জাব কিংস আরও পাঁচটি দলের সঙ্গে চার পয়েন্টে থাকলেও, নেট রান রেটের কারণে ষষ্ঠ স্থানে অবস্থান করছে।

স্থান
দল
ম্যাচ
জয়
হার
পয়েন্ট
নেট রান রেট

রাজস্থান রয়্যালস




২.০৬৭

কলকাতা নাইট রাইডার্স




১.৩৭৫

লখনউ সুপার জায়ান্টস




১.৩৫৮

গুজরাত টাইটান্স




০.৪৩১

চেন্নাই সুপার কিংস




০.৩৫৬

পাঞ্জাব কিংস




-০.২৮১

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর




-১.২৫৬

সানরাইজার্স হায়দরাবাদ




-১.৫০২

মুম্বই ইন্ডিয়ান্স




-১.৩৯৪
১০
দিল্লি ক্যাপিটালস




-২.০৯২

The post আইপিএল ২০২৩, ম্যাচ ১৪: এসআরএইচ বনাম পিবিকেএস ম্যাচের পরে পরিবর্তিত পয়েন্ট তালিকা appeared first on CricTracker Bengali.

Exit mobile version