BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩, ম্যাচ ১৩: গুজরাত টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

 আইপিএল ২০২৩, ম্যাচ ১৩: গুজরাত টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

#image_title

Rahmanullah Gurbaz. (Photo by MONEY SHARMA/AFP via Getty Images)

প্রিভিউ

রবিবার (৯ই এপ্রিল) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর ১৩তম ম্যাচে গুজরাত টাইটান্স (জিটি) কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর মুখোমুখি হবে। টাইটান্স এখনও পর্যন্ত তাদের দুটি ম্যাচই জিতেছে এবং পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তাদের আগের ম্যাচে ছয় উইকেটে জিতেছিল জিটি। ১৮.১ ওভারে ১৬৩ রানের লক্ষ্য তাড়া করেছিল টাইটান্স। সাই সুধারসান ৪৮ বলে ৬২ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন।

নাইট রাইডার্স তাদের আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮১ রানে পরাজিত করে চলমান মরসুমে তাদের প্রথম জয় অর্জন করেছে। ষষ্ঠ উইকেটে শার্দূল ঠাকুর ও রিংকু সিংয়ের মধ্যে ১০৩ রানের জুটির সাহায্যে কেকেআর ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২০৪ রান তুলেছিল। শার্দূল ২৯ বলে ৬৮ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন। বোলিংয়ের সময়ে আরসিবিকে মাত্র ১২৩ রানে সীমাবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কেকেআরের স্পিনাররা।

সম্ভাব্য একাদশ

গুজরাত জায়ান্টস

শুবমান গাল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুধারসান, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তোওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, মহম্মদ শামি, জোশুয়া লিটল।

কলকাতা নাইট রাইডার্স

রহমানউল্লাহ্ গুরবাজ (উইকেটকিপার), নারায়ণ জগদীসান, নীতীশ রানা, (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, ডেভিড ভিসা, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

সাই সুধারসান – তরুণ ব্যাটার তিন নম্বরে ব্যাটিং করতে নেমে চারটি চার ও দুটি ছয়ের সাহায্যে ৪৮ বলে অপরাজিত ৬২ রান করে ম্যাচ জেতান।

রিঙ্কু সিং – আগের ম্যাচে দল যখন একশো রানের কমে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল, তখন রিঙ্কু ৪৬ রানের অসামান্য ইনিংস খেলেন।

অলরাউন্ডার

বিজয় শঙ্কর – মিডল অর্ডারে নেমে পরপর দুই ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এবং মোট ৫৬ রান করেছেন ১২৭ স্ট্রাইক রেটে।

সুনীল নারিন – আগের ম্যাচে বিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন এবং এখনও অবধি টুর্নামেন্টে মোট তিন উইকেট নিয়েছেন।

বোলার

রশিদ খান – তারকা স্পিনার গত ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন এবং মরসুমের প্রথম ম্যাচে ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন।

বরুণ চক্রবর্তী – প্রথম দুই ম্যাচে মোট পাঁচ উইকেট নিয়েছেন এবং সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন।

উইকেটকিপার

রহমানউল্লাহ্‌ গুরবাজ – আগের ম্যাচে ৫৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন এবং দুই ম্যাচ খেলে মোট ৭৯ রান করেছেন ১৩১.৬৭ স্ট্রাইক রেটে।

গুজরাত জায়ান্টস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

রহমানউল্লাহ্‌ গুরবাজ (সহ-অধিনায়ক), শুবমান গিল, সাই সুধারসান, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, রশিদ খান (অধিনায়ক), মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।

The post আইপিএল ২০২৩, ম্যাচ ১৩: গুজরাত টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স appeared first on CricTracker Bengali.

Exit mobile version