BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩, ম্যাচ ১২: এমআই বনাম সিএসকে ম্যাচের পরে পরিবর্তিত পয়েন্ট তালিকা

 আইপিএল ২০২৩, ম্যাচ ১২: এমআই বনাম সিএসকে ম্যাচের পরে পরিবর্তিত পয়েন্ট তালিকা

#image_title

Ajinkya Rahane. (Photo Source: IPL/BCCI)

এমএস ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (সিএসকে) ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত আইপিএলের ‘এল ক্লাসিকো’-তে একতরফাভাবে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)-কে হারিয়েছে। মুম্বাইয়ের স্থানীয় ছেলে আজিঙ্ক্যা রাহানে সিএসকের হয়ে আইপিএল অভিষেকে একটি বিস্ফোরক অর্ধশতকের মাধ্যমে চারবারের চ্যাম্পিয়নদের সাত উইকেটের জয় এনে দিয়েছেন।

ওপেনার ডেভন কনওয়ে প্রথম ওভারে শূন্য রানে বিদায় নেওয়ার পরে সিএসকের ইনিংসকে বেসামাল হওয়া থেকে আটকান রাহানে। ইনিংসের চতুর্থ ওভারে আরশাদ খানের বিরুদ্ধে চারটি চার ও একটি ছক্কাসহ রাহানে ২৩ রান করে সিএসকেকে দুর্দান্ত গতি দেন। এরপরে মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে চলমান আইপিএলের দ্রুততম হাফ সেঞ্চুরি করার রেকর্ড গড়েন রাহানে।

৩৪ বছর বয়সী চোখ-ধাঁধানো ইনিংস খেলে মাত্র ২৭ বলে ৬১ রান করে আউট হন। সেখান থেকে ইয়েলো আর্মির ইনিংস এগিয়ে নিয়ে যান চলমান আইপিএলের অরেঞ্জ ক্যাপ অধিকারী রুতুরাজ গায়কওয়াড়। ওপেনার ৩৬ বলে ৪০ রানে অপরাজিত ছিলেন।

সিএসকের স্পিনারদের জাদুতে লাইনচ্যুত মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস

ম্যাচের শুরুতে ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংস টস জিতে রোহিত শর্মার দলকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিল। রোহিত শর্মা ও ঈশান কিষান প্রথম উইকেটে দ্রুত ৩৮ রানের পার্টনারশিপ গড়ার পরে আয়োজক দল শুরুটা ভালো করেছিল। তবে পাওয়ারপ্লের চতুর্থ ওভারে তুষার দেশপান্ডের একটি অসাধারণ ডেলিভারি মুম্বাইয়ের অধিনায়কের স্টাম্পে আঘাত করলে প্রাথমিক ধাক্কা খায় তারা।

রোহিত আউট হওয়ার পরেও কিষান বড় শট খেলতে থাকেন। তবে পাওয়ারপ্লে শেষ হওয়ার পরে ফিল্ডাররা বাউন্ডারির কাছাকাছি যেতেই ঈশানের ইনিংস সমাপ্ত হয়ে যায়। রবীন্দ্র জাডেজার ডেলিভারিতে লং অনে দাঁড়ানো ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। এরপরে জাডেজা আরও দুটি উইকেট শিকার করেন। ক্যামেরন গ্রিনকে আউট করার ক্ষেত্রে নিজের বলেই অসামান্য একটি ক্যাচ নেন তিনি। চার ওভারের স্পেল শেষে জাডেজা ৩ উইকেট নেন ২০ রান দিয়ে।

পিচের স্পিনকে কাজে লাগিয়ে মিচেল স্যান্টনারও দুর্দান্ত বোলিং করতে থাকেন। বাঁ-হাতি স্পিনারের শিকার হন সূর্যকুমার যাদব ও আরশাদ খান। দুই স্পিনার তাঁদের সম্মিলিত আট ওভারে পাঁচ উইকেট নেওয়ায় ছিন্নভিন্ন হয়ে যায় মুম্বাইয়ের ব্যাটিং। শেষের দিকে টিম ডেভিড ৩১ রান করে ইনিংস পুনরুদ্ধারের চেষ্টা করলেও ১৫৭ রানের বেশী এগোতে পারেনি এমআই।

১১ বল বাকী থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতার পরে সিএসকে এখন চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সপ্তম থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে। এখনও পয়েন্ট অর্জন করতে ব্যর্থ হওয়া মুম্বাই ইন্ডিয়ান্স অষ্টম স্থানেই রয়ে গেছে। তাদের নীচে অবস্থান করছে আরও দুই পয়েন্টহীন দল দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ।

আইপিএল ২০২৩-এর ম্যাচ ১২-র পরে পয়েন্ট তালিকা

স্থান
দল
ম্যাচ
জয়
হার
পয়েন্ট
নেট রান রেট

রাজস্থান রয়্যালস




+২.০৬৭

লখনউ সুপার জায়ান্টস




+১.৩৫৮

গুজরাত টাইটান্স




+০.৭০০

চেন্নাই সুপার কিংস




+০.৩৫৬

পাঞ্জাব কিংস




+০.৩৩৩

কলকাতা নাইট রাইডার্স




+২.০৫৬

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর




-১.২৫৬

মুম্বই ইন্ডিয়ান্স




-১.৩৯৪

দিল্লি ক্যাপিটালস




-২.০৯২
১০
সানরাইজার্স হায়দরাবাদ




-২.৮৬৭

The post আইপিএল ২০২৩, ম্যাচ ১২: এমআই বনাম সিএসকে ম্যাচের পরে পরিবর্তিত পয়েন্ট তালিকা appeared first on CricTracker Bengali.

Exit mobile version