Sunrisers Hyderabad. (Photo Source: IPL/BCCI)
শনিবার আইপিএলের মঞ্চে সানরাইজার্স হায়দরাবাদের ঘরের মাঠে নামছে লখনু সুপার জাায়ান্টস। গত ম্য়াচে হারের পর লখনউ সুপার জায়ান্টসের আইপিএলের প্লেঅফে পৌঁছনোর আশা কার্যত শেষ হয়ে গিয়েছে। কিন্তু লখনউ সুপার জায়ান্টসের আশা এখনও রয়েছে। শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। তবে এই ম্যাচ যে লখনউ সুপার জায়ান্টসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। সেইভাবেই চলছে তাদের প্রস্তুতিও। গত ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে হেরে গিয়েছিল লখনউ সুপার জায়ান্টস।
এই মুহর্তে তাদের দলে লোকেশ রাহুল নেই। যদিও কুইন্টন ডিকক সেই জায়গায় ওপেনিং এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে রয়েছেন। গতম্যাচে গুতরাত টাইটান্সের বিরুদ্ধে ওপেনিংয়ে কুইন্টন ডিকক শুরুটা অসাধারণ ভাবেই করেছিলেন। যদিও শেষরক্ষা করতে পারেনি তারা। তবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেতে মরিয়া হয়ে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। গত ম্যাচের দল যে এই ্ময়াচেও খুব একটা পরিবর্তন হবে না তা বলাই চলে। এই মুহর্তে ১১ পয়েন্ট রয়েছে লখনউ সুপার জায়ান্টসের।
অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ৯ নম্বর স্থানে রয়েছে। মাত্র চার ম্যাচ জিতে তাদের পয়েন্ট আট। দলে নামের ভার থছাকলেও এবারের আইপিএলে সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। হ্যারি ব্রুক থেকে এডেন মার্করাম, রাহু ত্রিপাঠিরা কেউই সেভাবে নিজেদের ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেননি। তাদের আশাও একেবারেই ক্ষীণ রয়েছে এবার প্লেঅফে পৌঁছনোর জন্য। ঘরের মাঠেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। সেখানেই এই ম্যাচের পিচের দিকে নজর রয়েছে্ সকলের।
পিচ কন্ডিশন
রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পিচ বরাবরই ব্যাটারদের পক্ষে গিয়েছে। এখানে সবসময়ই পাটা ুইকতেট হতে দেখা গিয়েছে। সেইসঙ্গে রান রয়েছে এই পিচে। চবে ম্যাচ এগনোর সঙ্গে সঙ্গে স্লোয়ার বোলাররা খানিকটা হলেও সুবিধা পেতে পারে এই পিচ থেকে। স্পিনাররা অবশ্য এখানে বেশী সাফল্য পেয়েছে। সেইসঙ্গে মনে করা হচ্ছে টস জিতলে সেই দল ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তের পথেই হাঁটতে পারে।
সম্ভাব্য একাদশ
সানরাইজার্স হায়দরাবাদঃ আনমোলপ্রীত সিং, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, হেনরিখ ক্ল্যাসেন, এডেন মার্করাম, গ্লেন ফিলিপস, আব্দুল সামাদ, মার্কো য়্যানসেন, ময়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার।
লখনউ সুপার জায়ান্টসঃ কাইল মেয়ার্স, কুইন্টন ডিকক, দীপক হুডা, মার্কাস স্টয়নিস, নিকোলাস পুরান, আয়ূশ বাদোনি, স্বপ্নিল সিং, ক্রুণাল পান্ডিয়া, রবি বিষ্ণোই, যশ ঠাকুর, আভেশ খান।
হেড টু হেড
ম্যাচ – ২। সানরাইজার্স হায়দরাবাদ – ০। লখনউ সুপার জায়ান্টস – ২।
সম্প্রচার বিবরণী
ম্যাচের সময়ঃ ভারতীয় সময় দুপুর ৩.৩০
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ
The post আইপিএল ২০২৩, ম্যাচঃ ৫৮, এসআরএইচ বনাম এলএসজি, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড টু হেড ও সম্প্রচার বিবরণ appeared first on CricTracker Bengali.