BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩, ফাইনাল: সিএসকে বনাম জিটি, গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ

 আইপিএল ২০২৩, ফাইনাল: সিএসকে বনাম জিটি, গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ

#image_title

Gujarat Titans. (Photo Source: IPL/BCCI)

গত সংস্করণের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (জিটি) আইপিএলের ইতিহাসে তৃতীয় দল হিসেবে পরপর দুবার শিরোপা জয় থেকে মাত্র এক ধাপ দূরে। রবিবার, ২৮শে মে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৩ ফাইনালে চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর মুখোমুখি হবে তারা। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল কোয়ালিফায়ার ২-এ মুম্বাই ইন্ডিয়ান্স ৬২ রানে পরাজিত করে অর্থসমৃদ্ধ লিগে টানা দ্বিতীয়বারের জন্য ফাইনালে প্রবেশ করেছে।

জিটি ও সিএসকে এই বছরে দুবার একে অপরের মুখোমুখি হয়েছে। মরসুমের প্রথম ম্যাচে গুজরাত পাঁচ উইকেটে জয়ী হয়েছিল এবং তারপরে কোয়ালিফায়ার ১-এ সিএসকে ১৫ রানে জিতেছিল। এমএস ধোনির নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে নামার আগে দেখে নেওয়া যাক সিএসকের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।

১৬ ম্যাচে ৮৫১ রান করে শুবমান গিল টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং তাঁর হোম গ্রাউন্ডে অসামান্য ফর্মে রয়েছেন। বিগত চার ইনিংসে তিনটি সেঞ্চুরি রয়েছে তাঁর। গিলের ওপেনিং সঙ্গী হিসেবে দেখা যাবে ঋদ্ধিমান সাহাকে। বিগত কয়েক ম্যাচে বড় স্কোর না করলেও, পাওয়ারপ্লেতে আগ্রাসী সূচনা এনে দেওয়ার দায়িত্ব থাকবে তাঁর কাঁধে।

কোয়ালিয়াফায়ার ২-এর একাদশ অপরিবর্তিত রাখতে পারে জিটি

আগের ম্যাচে গিলের সঙ্গে ১৩৮ রানের দ্বিতীয় উইকেট পার্টনারশিপে জড়িয়েছিলেন সাই সুধারসান। রিটায়ার্ড আউট হওয়ার আগে ৩১ বলে ৪৩ রানের ইনিংস খেলেছিলেন। ফাইনালেও তিনে থাকবেন সুধারসান। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ব্যাটিং ক্রমের চার নম্বরে নামবেন। আগের ম্যাচে ১৩ বলে ২৮* রান করে ফিনিশারের ভূমিকায় সফল হয়েছিলেন।

চলমান সংস্করণের অন্যতম চমকপ্রদ ব্যাটার বিজয় শঙ্কর। অভিজ্ঞ ব্যাটার ৩০১ রান করেছেন ১৬০.১০ স্ট্রাইক রেটে এবং মিডল ওভারে স্পিনার ও পেসার, উভয়ের বিরুদ্ধেই সমান সাবলীল ব্যাটিং করেছেন। ফিনিশার হিসেবে ডেভিড মিলার ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। এখনও অবধি ২৫৯ রান করেছেন ১৪৫.৫০ স্ট্রাইক রেটে।

সাতে নেমে রাহুল তেওয়াটিয়া বেশ কিছু কার্যকর ইনিংস খেলেছেন। রাশিদ খানকে আটে নামানো হতে পারে। এই মরসুমের শেষের দিকে ব্যাট হাতে জ্বলে উঠেছেন এবং গত ম্যাচে তাঁকে পাঁচ নম্বর পজিশনে উন্নীত করা হয়েছিল। পেসার মহম্মদ শামি আসবেন নয় নম্বরে। ২৮ উইকেট নিয়ে এই মুহূর্তে পার্পল ক্যাপের অধিকারী তিনি।

আফগানিস্তানের তরুণ স্পিনার নূর আহমদ ও মোহিত শর্মা লোয়ার অর্ডারের দুটি পজিশনে থাকবেন। মোহিত এই মরসুমে অসামান্য প্রত্যাবর্তন করেছেন এবং ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় তিনে আছেন। বোলিংয়ের সময়ে ইমপ্যাক্ট সাব হিসেবে ব্যবহৃত হবেন জোশুয়া লিটল।

প্রথমে ব্যাটিং করলে সম্ভাব্য একাদশ: শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুধারসান, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, মহম্মদ শামি, নূর আহমদ, মোহিত শর্মা।

প্রথমে বোলিং করলে সম্ভাব্য একাদশ: শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, মহম্মদ শামি, নূর আহমদ, মোহিত শর্মা, জোশুয়া লিটল।

The post আইপিএল ২০২৩, ফাইনাল: সিএসকে বনাম জিটি, গুজরাত টাইটান্সের সম্ভাব্য একাদশ appeared first on CricTracker Bengali.

Exit mobile version