Skip to main content

আইপিএল ২০২৩, ফাইনাল: চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

 আইপিএল ২০২৩, ফাইনাল: চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

Chennai Super Kings VS Gujarat Titans. (Image Source: IPL/BCCI)

প্রিভিউ

রবিবার (২৮শে মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও গুজরাত টাইটান্স (জিটি) মুখোমুখি হবে আইপিএল ২০২৩-এর ফাইনালে। দুই দলের মধ্যে এটি হবে মরসুমের তৃতীয় ম্যাচ এবং এর আগে উভয় দল একবার করে জিতেছে। আইপিএলে সামগ্রিকভাবে এখনও পর্যন্ত দুই দলের মধ্যে হওয়া চারটি ম্যাচের মধ্যে জিটি মোট তিনটি ম্যাচে জয় পেয়েছে। আইপিএল ২০২৩-এর প্রথম কোয়ালিফায়ারে জিটিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল সিএসকে। প্রথমে ব্যাটিং করে হলুদ জার্সির দল ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭২ রান করেছিল। দুই ওপেনার ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কওয়াড় প্রথম উইকেটে ৮৭ রান যোগ করেন। জবাবে জিটি মাত্র ১৫৭ রান করেছিল এবং ১৫ রানে খেলা হেরে যায়।

শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জিটি দ্বিতীয় কোয়ালিফায়ারে টস হেরে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পেয়েছিল। শুবমান গিল এই মরসুমে তাঁর তৃতীয় সেঞ্চুরি করেন এবং ফাফ ডু প্লেসিকে ছাড়িয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হন। ২১৫-এর বিশাল স্ট্রাইক রেটে ৬০ বলে ১২৯ রান করেন এবং জিটি তিন উইকেট হারিয়ে মোট ২৩৩ রান তোলে। জবাবে পাওয়ারপ্লেতে তিন উইকেট হারিয়েছিল এমআই। তবে, তিলক ভার্মা, ক্যামেরন গ্রিন ও সূর্যকুমার যাদবের আগ্রাসী ইনিংস মুম্বাইকে ম্যাচে ফিরিয়ে এনেছিল। ১৫তম ওভারে সূর্যকুমার আউট হওয়ার পরে অন্য ব্যাটাররা বিশেষ কিছু করতে পারেনি। শেষ পর্যন্ত মুম্বাই ১৮.২ ওভারে ১৭১ রানে অল আউট হয়ে যাওয়ায় ৬২ রানে জিতেছিল টাইটান্স।

সম্ভাব্য একাদশ [ইমপ্যাক্ট সাবসহ]

চেন্নাই সুপার কিংস

রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, পীযূষ চাওলা, ক্রিস জর্ডান, আকাশ মাধওয়াল, জেসন বেহ্‌রেন্ডর্ফ।

গুজরাত টাইটান্স

শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুধারসান, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, মহম্মদ শামি, নূর আহমেদ, মোহিত শর্মা, জোশুয়া লিটল

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

রুতুরাজ গায়কওয়াড় – ১৪ ইনিংসে ৫৬৪ রান করেছেন ১৪৬.৮৭ স্ট্রাইক রেটে এবং অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে সপ্তম স্থানে আছেন।

শুবমান গিল – ১৬ ইনিংস খেলে তিনটি সেঞ্চুরি ও চারটি হাফ-সেঞ্চুরিসহ ৮৫১ রান করেছেন ১৫৬.৪৩ স্ট্রাইক রেটে এবং বর্তমানে অরেঞ্জ ক্যাপ দখলে রেখেছেন।

অলরাউন্ডার

রবীন্দ্র জাডেজা – ১১ ইনিংসে ১৭৫ রান করেছেন ১৩৭.৭৯ স্ট্রাইক রেটে এবং বল হাতে ১৫ ম্যাচে ১৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় অষ্টম স্থানে আছেন।

হার্দিক পান্ডিয়া – ১৫ ম্যাচে ৩২৫ রান করেছেন ১৩৪.৮৫ স্ট্রাইক রেটে। ৩টি উইকেটও নিয়েছেন টাইটান্স অধিনায়ক।

বোলার

তুষার দেশপান্ডে – ১৫ ম্যাচে ২১ উইকেট নিয়ে এই মরসুমে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় ষষ্ঠ স্থানে আছেন।

রাশিদ খান – ১৬ ম্যাচে খেলে লেগ-স্পিনার ২৭ উইকেট নিয়েছেন ৭.৯৩ ইকোনমি রেটে। টুর্নামেন্টের একমাত্র হ্যাট-ট্রিকের অধিকারও তিনি।

উইকেটকিপার

ডেভন কনওয়ে – উইকেটকিপিংয়ের সুযোগ না পেলেও, ১৪ ইনিংসে ৬টি হাফ-সেঞ্চুরিসহ ৬২৫ রান করেছেন।

চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

শুবমান গিল (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে (সহ-অধিনায়ক), শিবম দুবে, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, রাশিদ খান, মহম্মদ শামি, মোহিত শর্মা, তুষার দেশপান্ডে।

The post আইপিএল ২০২৩, ফাইনাল: চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স appeared first on CricTracker Bengali.

আরো আইপিএল সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...