Rashid Khan. (Photo by SAJJAD HUSSAIN/AFP via Getty Images)
প্রিভিউ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর কোয়ালিফায়ার ২-এ গুজরাত টাইটান্স (জিটি) ও মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) শুক্রবার (২৬শে মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে। জিটি দশ ম্যাচে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্লে-অফে পৌঁছলেও, প্রথম কোয়াইফায়ারে হেরে গিয়েছিল। মুম্বাই ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ হিসেবে প্লে-অফে যোগ্যতা পাওয়ার পরে এলিমিনেটরে জিতে এই ম্যাচে খেলতে নামছে। আগের ম্যাচে জিটি চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল। রুতুরাজ গায়কওয়াড় ও ডেভন কনওয়ের মধ্যে ৮৭ রানের উদ্বোধনী জুটির সাহায্যে সিএসকে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭২ রান করেছিল। জিটির হয়ে শুবমান গিল ৩৮ বলে ৪২ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হলেও, শেষ পর্যন্ত জিটি ২০ ওভারে মাত্র ১৫৭ রানে অল আউট হয়ে গিয়েছিল।
এমআই তাদের আগের ম্যাচে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। মিডল অর্ডারের কার্যকর অবদানের পরে ২০ ওভারে আট উইকেট হারিয়ে এমআই মোট ১৮২/৮ স্কোরে পৌঁছেছিল। এলএসজি ৬৯/২ স্কোরে থাকলেও, মিডল অর্ডার ধসে যাওয়ায়, মাত্র ১৬.৩ ওভারে ১০১ রানে অল আউট হয়ে গিয়েছিল। মুম্বাইয়ের ৮১ রানের জয়ে সবচেয়ে বড় অবদান ছিল আকাশ মাধওয়ালের। পেসার ৩.৩ ওভারে পাঁচ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন। এখনও পর্যন্ত জিটি ও এমআই আইপিএলে তিনবার মুখোমুখি হয়েছে। চলতি মরসুমে দুইবার দেখা হয়েছে তাদের। তাদের সাম্প্রতিকতম ম্যাচে জিটি ২৭ রানে হেরেছিল।
সম্ভাব্য একাদশ
শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুধারসান, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, মহম্মদ শামি, নূর আহমেদ, মোহিত শর্মা।
রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, পীযূষ চাওলা, ক্রিস জর্ডান, আকাশ মাধওয়াল, জেসন বেহ্রেন্ডর্ফ।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
শুবমান গিল – ১৫ ইনিংস খেলে দুটি সেঞ্চুরি ও চারটি হাফ-সেঞ্চুরিসহ ৭২২ রান করেছেন ১৪৯.১৭ স্ট্রাইক রেটে। অরেঙ্ক ক্যাপ জেতা থেকে মাত্র ৯ রান দূরে আছেন।
সূর্যকুমার যাদব – ১৫ ইনিংসে ৫৪৪ রান করেছেন ১৮৩.৭৮ স্ট্রাইক রেটে এবং অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে সপ্তম স্থানে আছেন।
অলরাউন্ডার
হার্দিক পান্ডিয়া – ১৪ ম্যাচে ২৯৭ রান করেছেন ১৩০.২৬ স্ট্রাইক রেটে। ৩টি উইকেটও নিয়েছেন টাইটান্স অধিনায়ক।
ক্যামেরন গ্রিন – লিগ পর্বে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ান ১৫ ম্যাচে ৪২২ রান করেছেন ১৬১.০৬ স্ট্রাইক রেটে এবং বল হাতে ৬ উইকেট নিয়েছেন।
বোলার
রাশিদ খান – ১৫ ম্যাচে খেলে লেগ-স্পিনার ২৫ উইকেট নিয়েছেন ৭.৯১ ইকোনমি রেটে। টুর্নামেন্টের একমাত্র হ্যাট-ট্রিকের অধিকারও তিনি।
আকাশ মাধওয়াল – গত ম্যাচে ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে এই মরসুমের সেরা বোলিং পরিসংখ্যানের রেকর্ড করা পেসার ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন।
উইকেটকিপার
ঈশান কিষান – ১৫ ইনিংসে ১৪২.৭৬ স্ট্রাইক রেটে ৪৫৪ রান করেছেন এবং দশটি ক্যাচ নিয়েছেন ও দুটি স্টাম্প করেছেন।
গুজরাত টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
ঈশান কিষান, শুবমান গিল, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া, ক্যামেরন গ্রিন, রাশিদ খান (অধিনায়ক), পীযূষ চাওলা, মহম্মদ শামি, মোহিত শর্মা, আকাশ মাধওয়াল।
The post আইপিএল ২০২৩, কোয়ালিফায়ার ২: গুজরাত টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স appeared first on CricTracker Bengali.