Skip to main content

আইপিএল ২০২৩: কেকেআরের যে ৫ ভারতীয় তারকার দিকে নজর থাকবে

 আইপিএল ২০২৩: কেকেআরের যে ৫ ভারতীয় তারকার দিকে নজর থাকবে

Kolkata Knight Riders. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০১২ ও ২০১৪ সংস্করণের শিরোপাজয়ী কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) গত আইপিএল সংস্করণে একেবারেই ধারাবাহিক ছিল না। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অধীনে দলটি নকআউট পর্যায়ের জন্য যোগ্যতা অর্জন করতে পারেন এবং ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ছয়টি জিতেছিল। বারো পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে লিগ শেষ করার পরে এই বছর কেকেআর চায়বে নয় বছরের খরা কাটিয়ে তৃতীয়বারের জন্য মর্যাদাপূর্ণ ট্রফি তুলে নিতে।

গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে নিয়মিত অধিনায়ক শ্রেয়াস চোট পান এবং আসন্ন মরসুমের প্রথমার্ধ থেকে তিনি বাদ পড়ে গিয়েছেন। এই মরসুমে তিনি আদৌ খেলার মতো জায়গায় আসতে পারবেন কিনা তা অনিশ্চিত। শ্রেয়াসের অবর্তমানে দলের অধিনায়কত্বর দায়িত্ব সামলাবেন নীতীশ রানা। শ্রেয়াসের অনুপস্থিতির ফলে স্কোয়াডের ভারতীয় সদস্যদের উপর বাড়তি দায়িত্ব থাকবে পারফর্ম করার। এখানে আলোচনা করা হল এমন পাঁচ ভারতীয় ক্রিকেটারকে নিয়ে যাঁরা আইপিএল ২০২৩-এ নজর কাড়তে পারেন।

আইপিএল ২০২৩-এ কেকেআরের সেরা পাঁচ ভারতীয় তারকা

৫) শার্দূল ঠাকুর

Shardul Thakur. (Image Source: BCCI)

আইপিএলে প্রথমবারের মতো শার্দূল ঠাকুরকে কেকেআর জার্সিতে দেখা যাবে। কলকাতা-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি তাঁকে ট্রেডিং উইন্ডোতে দিল্লি ক্যাপিটালস (ডিসি) থেকে অধিগ্রহণ করেছে। ৩১ বছর বয়সী অলরাউন্ডার তাঁর ব্যতিক্রমী বোলিং দক্ষতা দিয়ে কেকেআরের শক্তি বৃদ্ধি করার ক্ষমতা রাখেন। গত আইপিএল মরসুমে তিনি ডিসির হয়ে ১৪ ম্যাচে ৯.৭৯ ইকোনমি রেটে ১৫ উইকেট নিয়েছিলেন।

এই বছরে তিনি ইকোনমি রেটের দিকে নজর দিতে চায়বেন এবং কেকেআরের হয়ে খেলার সময়ে আরও উন্নত পরিসংখ্যানের প্রত্যাশা করবেন তিনি। টিম সাউদি, উমেশ যাদব, লকি ফার্গুসন, আন্দ্রে রাসেলের মতো মানসম্পন্ন পেসারদের সঙ্গে তিনি নাইট রাইডার্সের ফাস্ট-বোলিং ইউনিটকে তীক্ষ্ণ করবেন।

বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাটিংয়েও তাঁর দলকে ডেথ ওভারে গুরুত্বপূর্ণ রান এনে দেওয়ার ক্ষমতা রাখেন শার্দূল। অতীতে শার্দূল জাতীয় দলের হয়ে বেশ কয়েকবার আগ্রাসী ইনিংস খেলে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন। টি-২০ আন্তর্জাতিকে শার্দূলের স্ট্রাইক রেট ১৮০-র বেশী। ফলে কেকেআরের লোয়ার অর্ডার ব্যাটিং মজবুত হবে শার্দূলের অন্তর্ভুক্তিতে।

৪) উমেশ যাদব

Umesh Yadav. (Photo Source: IPL/BCCI)

আইপিএল ২০২২ মেগা-নিলামে প্রাথমিকভাবে অবিক্রিত থাকার পরে উমেশ যাদবকে ২ কোটি টাকার বেস প্রাইসে কিনেছিল কেকেআর। গত মরসুমের শুরু থেকেই উমেশ ঝাঁঝালো বোলিং করে পাওয়ারপ্লেতে কেকেআরকে দুরন্ত সূচনা এনে দিয়েছিলেন। আইপিএল ২০২২ মরসুমে ১২ ম্যাচে উমেশ ১৬ উইকেট নিয়েছিলেন ৭.০৬ ইকোনমি রেটে।

গত সংস্করণের প্রথম ম্যাচেই বিদর্ভের পেসার উমেশ বিধ্বংসী মেজাজে ছিলেন এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চার ওভারে ২/২০ পরিসংখ্যানের কারণে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন। প্রচণ্ড গতিতে তাঁর সুইং করানোর ক্ষমতার কারণে ইনিংসের শুরুর দিকে উমেশ অত্যন্ত ভয়ংকর হয়ে ওঠেন।

বিগত আইপিএলের পাওয়ারপ্লেতে ১২ ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন ৬.৪১-এর অসামান্য ইকোনমি রেটে। আইপিএলে ভালো পারফর্ম করার পরে উমেশ ভারতের টি-২০ দলেও প্রত্যাবর্তন করেছিলেন তিন বছর পরে। আগামী আইপিএলেও পাওয়ারপ্লের ওভারগুলিতে উমেশই হতে চলেছেন কেকেআরের প্রধান অস্ত্র।

৩) বরুণ চক্রবর্তী

Varun Chakravarthy. (Photo Source: IPL/BCCI)

আইপিএল ২০২২-এর আগে কেকেআর যে দুই ভারতীয় খেলোয়াড়কে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল, তার মধ্যে অন্যতম বরুণ চক্রবর্তী। তামিল নাড়ুর স্পিনার পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে আত্মপ্রকাশ করলেও কেকেআরে এসে পরিচিত নাম হয়ে ওঠেন। স্পিন বোলিংয়ের ক্ষেত্রে তাঁর দক্ষতার কারণে রহস্য স্পিনার হিসেবে কেকেআরের একাদশে পাকাপাকিভাবে জায়গা করে নেন বরুণ।

আইপিএলের ২০২০ ও ২০২১ মরসুমে তাঁর এমনই দাপট ছিল যে জাতীয় দলে খেলা স্পিনার কুলদীপ যাদবকে সরিয়ে কেকেআরের একাদশে নিয়মিত খেলানো হতে থাকে বরুণকে। ওই দুই মরসুমে বরুণ ৩০ ম্যাচে ৩৫ উইকেট নিয়েছিলেন এবং ইকোনমি রেট দুটি মরসুমেই ৭-এর নীচে ছিল।

যদিও আইপিএল ২০২২-এ তিনি প্রত্যাশিত পারফর্ম্যান্স দেখাতে পারেননি। ১১ ম্যাচে মাত্র ৬ উইকেট নিয়েছিলেন ৮.৫১ ইকোনমি রেট ও ৫৫.৩৩ গড়ে। আগামী মরসুমে তিনি ভুল শুধরে বলিষ্ঠ প্রত্যাবর্তন করতে চায়বেন। আইপিএল ২০২৩-এ যেহেতু ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম এসেছে, তাই কেকেআরের বোলিংয়ের সময়ে বরুণকে একজন ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে বাছাই করতে পারে চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশিক্ষণাধীন দল।

২) ভেঙ্কটেশ আইয়ার

Venkatesh Iyer. (Image Source: IPL/BCCI)

বরুণ চক্রবর্তী ছাড়া আরও যে একজন ভারতীয়কে কেকেআর গত মরসুমের নিলামের আগে ধরে রেখেছিল তিনি হলেন ভেঙ্কটেশ আইয়ার। মধ্য প্রদেশের ব্যাটার আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্বে একাদশে জায়গা করে নিয়েছিলেন এবং ওপেনার হিসেবে দুর্দান্ত পারফর্ম করে দলকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন।

কেকেআরের হয়ে ভালো পারফর্ম্যান্সের সুবাদে ভেঙ্কটেশ ভারতের টি-২০ দলেও জায়গা করে নিয়েছিলেন। ভারতের ৯টি টি-২০ খেলে ভেঙ্কটেশ ১৩৩ রান করার পাশাপাশি ৫ উইকেট নিয়েছিলেন। তবে সেই পারফর্ম্যান্স তিনি আইপিএল ২০২২-এর পুনরাবৃত্ত করতে পারেননি এবং ১২ ইনিংসে মাত্র ১৮২ রান করেছিলেন ১০৭.৬৯ স্ট্রাইক রেটে।

১লা এপ্রিল যখন কেকেআর তাদের উদ্বোধনী ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে তখন ভেঙ্কটেশের লক্ষ হবে আইপিএল ২০২১-এর আগ্রাসী মেজাজ ফিরিয়ে আনার। ২০২২-২৩ ঘরোয়া মরসুমে মধ্য প্রদেশের খেলার সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন ভেঙ্কটেশ। এখন তিনি সম্পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছেন এবং আশা করা যায় কেকেআরের টপ অর্ডারে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারবেন তিনি।

১) নীতীশ রানা

Nitish Rana. (Image Source: IPL/BCCI)

শ্রেয়াস আইয়ারের অবর্তমানে নীতীশ রানাকে চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশিক্ষণাধীন দল অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে। বাড়তি দায়িত্বের ফলে নীতীশ আরও জোরদার পারফর্ম্যান্স করবেন বলে আশা করা যায়। ২০১৮-তে কেকেআরে আসার পরে দীর্ঘ পাঁচ মরসুম এই দলের হয়ে খেলার ফলে নীতীশ কলকাতা-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির সংস্কৃতির সম্বন্ধে অবগত এবং জানেন দলের কাছ থেকে কীভাবে সেরা পারফর্ম্যান্স বার করে আনতে হবে।

২০১৮-র মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্স নীতীশের উপর ভরসা রাখার পর থেকে নীতীশ ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। পার্পল জার্সির দলের হয়ে পরবর্তী পাঁচ মরসুমের প্রতিটিতেই নীতীশ ৩০০ রানের বেশী করেছেন। গত মরসুমে তাঁর ব্যাট থেকে ৩৬১ রান এসেছিল ১৪৩.৮২ স্ট্রাইক রেটে।

নীতীশ দলের প্রয়োজনে যে কোনো পজিশনে ব্যাটিং করতে পারেন। তাই তাঁকে ওপেনিং পজিশনে দেখা যায়, আবার মিডল অর্ডারেও খেলেন তিনি। পরিস্থিতি বুঝে খেলতে পারার দক্ষতার কারণে কেকেআরের ব্যাটিং ক্রমের অন্যতম সম্পদ নীতীশ। ২০২২ সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দিল্লির হয়ে খেলে নীতীশ ৩১৭ রান করেছিলেন এবং টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান-সংগ্রাহক ছিলেন।

The post আইপিএল ২০২৩: কেকেআরের যে ৫ ভারতীয় তারকার দিকে নজর থাকবে appeared first on CricTracker Bengali.

আরো আইপিএল সংবাদ

সাদা বলের ক্রিকেটে বিরাটই সেরা, বলে দিলেন ফিঞ্চ

Virat Kohli. (Photo Source: Twitter)টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে বিরাট কোহলির থাকা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে জল্পনা তুঙ্গে। যদিও পুরোটাই আবর্জনার বোঝা, এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রাক্তন অস্ট্রেলিয়...

‘তবে এখনও মনে হয় আমার টি-টোয়েন্টি ক্রিকেটকে কিছু দেওয়ার বাকি আছে’, কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরাট কোহলি

Virat Kohli join RCB 2024 (Photo Source: X)আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিভ্রান্তিকর গুঞ্জন ছড়িয়েছিল আগেই। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ক্রমাগত ক্ষীণ হচ্ছিলো টি-টোয়েন্টি দলে তাঁর থাকার সম্ভাবনা। যাবতীয় প্রশ্নের...

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত

Bangladesh Test Team. (Photo by MARCO LONGARI/AFP via Getty Images)ধনঞ্জয় দি সিলভার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এই ম্যাচে হারের পর...

ম্যাচের সেরা হয়ে ধোনির রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

VIRAT KOHLI. ( Image Source: IPL )দীর্ঘ দু মাসের বিরতি কাটিয়ে ফের বাইশগজে ফিরেছেন বিরাট কোহলি। আইপিএল দিয়েই ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন বিরাট কোহলি। প্রথম ম্যাচে ভাল পারফরম্যান্স দেখাতে না...