BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩-এ সেরা পাঁচ সফল পারফর্মার

 আইপিএল ২০২৩-এ সেরা পাঁচ সফল পারফর্মার

#image_title

Shubman gill & Mohit Sharma. ( Image Source: IPL )

আইপিএলের মঞ্চে এবার রেকর্ডের ছড়াছড়ি। লিগ পর্বের প্রথম ম্যাচ থেকেই এবারের আইপিএল ঘিরে ছিল একের পর এক চমক। যদিও শেষপর্যন্ত আইপিএলের ফাইনালে উঠেছিল এবার চেন্নাই সুপার কিংস এহং গুজরাত টাইটান্স। সেখানেই গুজরাত টাইটান্সকে হারিয়ে এবারের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। যদিও গোটা আইপিএল জুড়ে েবার নানান রেকর্ড গড়েছেন তারকা ক্রিকেটাররা। ব্যাটিং থেকে বোলিংয়ে নানান সেরা পারফরম্যান্স দেখা গিয়েছে এবার। এই প্রতিবেদনে তেমন সেরা পাঁচ পারফর্মারকে নিয়ে আলোচনা করব আমরা।

এবারের আইপিএলে সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল.। তাঁর ব্যাটের জাদুেতে এবার মুগ্ধ হয়েছেন সকলেই। সেইসঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফাফ ডুপ্লেসিও  একেবারেই পিছনে নেই কারোর। বয়স যে একটা সংখ্যা মাত্র সেটা এবারের আইপিএলে প্রমাণ করেছেন এঅ তারকা ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যদি প্লেঅফে পৌঁছতে পারত তবে তিনিও অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকতেন।

এবারের আইপিএলে বেশীরভাগ সেরা পারফরম্যান্স এসেছে গুজরাত টাইটান্স শিবিরের তরফ থেকেই। মহম্মদ সামি এারের আইপিেলের সর্বোচ্চ উইকেট নিয়েছেন। সেখানেই গোটা আইপিএলে ৬৪ ওভার বোলিং করেছেন মহম্মদ সামি। যদিও শেষপর্যন্ত তাঁর মথাতেই উঠেছে এবারের পার্পল ক্যাপ। তাঁর সঙ্গেই এবার দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মোহিত শর্মাও। আইপিএলের মঞ্চ দিয়ে যেন এক স্বপ্নের প্রত্যাবর্তন হয়েছে তাঁরও।

চলতি আইপিএলে সেরা পারফরম্যান্স দেখিয়েছেন যারা

১. শুভমন গিল

Shubman Gill. (Photo Source: BCCI/IPL)

এবারের আইপিএলে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন শুভমন গিল। আইপিএলের ম়্চে সময় যত এগিয়েছে ততই নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তাঁর ব্যাটেই এবারের আইপিএলে সর্বোচ্চ রান এসেছে। গুজরাত টাইটান্সের ফাইনালের মঞ্চে পৌঁছনোর অন্যতম কারিগড় যে এই তারকা ক্রিকেটার ছিলেন তা বলার অপেক্ষা রাখে না। সদ্য শেষ হওয়া আইপিএলে এবার ৭৯০ রান করে অরেঞ্জ ক্যাপও মাথায় তুলেছেন শুভমন গিল।

শুধুমাত্র তাই নয়, এবারের আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরীও করেছেন তিনি। তিনটি সেঞ্চুরী এসেছে শুভমন গিলের ব্যাট থেকে। লিগ পর্বের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। এরপর আইপিএলের কোয়ালিফায়ার টু-তেও তাঁর ব্যাটে দেখা গিয়েছিল রানের ঝলক। গোটা আইপিএলে সর্বোচ্চ ওভার বাউন্ডারি হাঁকানোর রেকর্ডও রয়েছে এই তারকা ক্রিকেটারের ঝুলিতে। ৩৩টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

২. ফাফ ডুপ্লেসি

Faf Duplessis. ( Image Source: IPL )

গতবার থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্ব নিয়েছেন ফাফ ডুপ্লেসি। এবারে আইপিএলেও সেই তারকা ক্রিকেটারের ব্যাটে চিল রানের ঝড়। বয়সটা যে একটা সংখ্যা মাত্র তা  ফাফ ডুপ্লেসিকে দেখলেই বোঝা যায়। আইপিএলের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবারের আইপিঅএলে সর্বোচ্চ রান করেছেন। সেইলসঙ্গে অরেঞ্জ ক্য়াপের তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছেন ফাফ ডুপ্লেসি। প্লে্পে পৌঁছতে পারলে যে তিনি শুভমন গিলকে ্রেঞ্জ ক্যাপ জয়ের লক্ষ্যে কঠিন লড়াই ছুঁড়ে দিতেন তা বলার অপেক্ষা রাখে না।

এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৪ ম্যাচ খেলে ৭৩০ রান করেছেন পাফ ডুপ্লেসি। তাংর ব্যাটে এবার সেঞ্চুরীর ঝলক দেখা  যায়ন ঠিকই। কিন্তু এবারের আইপিএলে সর্বোচ্চ অর্ধশতরান করার রেকর্ড গড়েছেন েই তারকা ক্রিকেটার। এই  মরসুমে ফাফ ডুপ্লেসির ব্যাটে এসেছে ৮টি অর্ধশতরান। আর তাতেই  আপ্লুত হয়েছেন সকলে।

শুধুমাত্র তাই নয় এবারের আইপিএলে ফাফ ডুপ্লেসির সর্বোচ্চ স্কোর ৮৪। গোটা আইপিএলে এবার ফাপ ডুপ্লেসি হাঁকিয়েছেন ৬০টি চার ও ৩৬টি ওভার বাউন্ডারি।

৩. যশস্বী জয়সওয়াল

Yashasvi Jaiswal. (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএলের মঞ্চে অন্যতম নজরকাড়া পারফম্যান্স এসেছে যশস্বী জয়সওয়ালের ব্যাট থেকে। রাজস্থান রয়্যালস  আইপিএলের প্লে্পের ৌপঁছতে পারেনন ঠিকই। কিন্তু নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন যশস্বী জয়সওয়াল। সেইসঙ্গে ভারতীয় দলেও সুযোগ পাওয়ার অন্যতম দাবীদার হয়ে উঠেছেন তিনি।আইপিএলের মঞ্চে তাঁর পারফরম্যান্স দেখে আপ্লুত হয়েছেন সকলে।

সদ্য শেষ হওয়া আইপিএলে  একটি সে়ঞ্চুরী রয়েছে যশস্বী জয়সওয়ালের। আরেকটি সেঞ্চুরী হতেই পারত তাঁর। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। সেই ম্যাচে সেঞ্চুরী পেতেই পারতেন যশস্বী জয়সওয়াল। এবারের আইপিেলে তাঁর সর্বোচ্চ স্কোর ১২৪ রান। সেখানেই গোটা আইপিেলে যশস্বী জয়সওয়ালের ব্যাটে এসেছে ৫টি অর্ধশতরান। একইসঙ্গে এবারের আইপিএলে তিনি করেছেন ১৪ ম্যাচে ৬২৫ রান।

৪. মহম্মদ সামি

Mohammed Shami. (Photo Source: BCCI/IPL)

এবারের আইপিএল শুরু হওয়ার াগে কেউই মহম্মদ সামিকে পার্পল ক্যাপ জয়ের দাবীদার হিসাবে ধরেননি। কিন্তু আইপিএলের শেষে গোটা ছবিটাই বদলে গিয়েছে। গুজরাত টাইটান্স আইপিএল চ্যাম্পিয়ন হতে পারকেনি ঠিকই। কিন্তু একের পর এক পুরস্কার গিয়েছে তাদের ঝুলিতেই। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। াইপিেলের ম়্চে গুজরাত টাইটান্সের হয়ে দুরন্ত বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ সামি। সেইসঙ্গেই এবারের আইপিএলের পার্পল ক্যাপও উঠেছে ভারতীয় দলের এইঅ তারকা বোলারের মাথাতেই।

এবারের আইপিএলে ১৭টি ইনিংস খেলেছেন মহম্মদ সামি। সেখানেই তাঁর ঝুলিতে এসেছে ২৮টি উইকেট। মহম্মদ সামির রেকর্ড এবার কেউই ছুঁতে পারেননি। সেইসঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে েকাধিক সাফল্যও। গোটা আইপিএলে এবারে ৬৪ ওভার বোলিং করেছেন মহম্মদ সামি। সেইজন্য নিজের সর্বোচ্চ উইকেটের রেকর্ডও ধরে রাখতে পেরেছেন তিনি।

৫. মোহিত শর্মা

Mohit Sharma. (Photo Source: IPL/BCCI)

এবারের আইপিএলে স্বপ্নের প্রত্যাবর্তন হয়েছে মোহিত শর্মার। গুজরাত টাইটান্স শিবিরে থাকলেও প্রথম তিনটি ম্যাাচে দেখা যায়নি এই ক্রিকেটারকে। গুজরাত টাইটান্সের চতুর্থ ম্যাচ থেকেই মাঠে নেমেছিলেন তিনি। তাঁর ওপর ভরসা করে যে গুজরাত টাইটান্স টিম ম্যানেজমেন্ট খুব একটা ভুল করেনি তা বলার অপেক্ষা রাখে না। প্রতম দিকে তাঁর নাম নিয়ে সেভাবে আলোচনা না হলেও, প্রতিযোগিতা এগনোর সঙ্গে সঙ্গে মোহিত শর্মা নিজের পারফরম্যান্স দেখিয়ে সকলকে মুগ্ধ করেছিলেন।

ফাইনাল পর্যন্ত গুজরাত টাইটান্সের  অন্যতম সেরা পারফর্মার এই তারকা বোলার। শুধুমাত্র গুজরাত টাইটান্সই নয়। এবারের আইপিএলেরই অন্যতম সেরা বোলিং পারফরম্যান্সের মালিক মোহিত শর্মা।  এই আইপিেলে ১৪টি ম্যাচ খেলেছেন মোহিত শর্মা। সেখানেই  তাঁর ঝুলিতে এসেছে ২৭টি উইকেট। মহম্মদ সামির থেকে মাত্র এক উইকেট পিছনে রয়েছেন তিনি। ফাইনালের মঞ্চেও তিনটি উইকেট তুলে নিয়েছিলেন মোহিত শর্মা। এছাড়াও এবারের আইপিএলে দুবার চার উইকেট পেয়েছেন মোহিত শর্মা।

এবারের আইপিএলে মোহিত শর্মার সেরা পারফরম্যান্স মাত্র ১০ দিয়ে ৫ উইকেট তুলে নেওয়া। ১৪টি ম্যাচ খেলে ৩৬১ রান দিয়ে ২৭ উইকেট তুলে নিয়েছেন এবার মোহিত শর্মা।

The post আইপিএল ২০২৩-এ সেরা পাঁচ সফল পারফর্মার appeared first on CricTracker Bengali.

Exit mobile version