BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩-এ কিভাবে প্লেঅফসে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে কেকেআর? সেই ব্যাপারে বিস্তারিত জেনে নিন

 আইপিএল ২০২৩-এ কিভাবে প্লেঅফসে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে কেকেআর? সেই ব্যাপারে বিস্তারিত জেনে নিন

#image_title

Kolkata Knight Riders. (Photo by DIBYANGSHU SARKAR/AFP via Getty Images)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৫টি ম্যাচে জয় পেয়েছে। তাদের নেট রান রেট হল -০.৩৫৭। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা সপ্তম স্থানে রয়েছে। আগের ম্যাচটিতে রাজস্থান রয়্যালসের (আরআর) কাছে পরাজিত হওয়ার পর প্লেঅফসে যাওয়ার রাস্তা কেকেআরের জন্য খুবই কঠিন হয়ে গেছে। তাদের ভাগ্য এখন বাকি দলগুলির হাতে রয়েছে। এই মরসুমে গ্রুপ পর্যায়ে কেকেআরের আর দুটি ম্যাচ বাকি আছে।

কেকেআর যদি তাদের শেষ দুটি ম্যাচ যেতে তাহলে তাদের পয়েন্ট সংখ্যা হবে ১৪। রাজস্থান রয়্যালসের দুটি এবং লখনউ সুপার জায়ান্টাসের (এলএসজি) তিনটি ম্যাচ বাকি আছে। সেক্ষেত্রে এলএসজিকে কমপক্ষে একটি ম্যাচে এবং এলএসজিকে কমপক্ষে দুটি ম্যাচে হারতে হবে। এছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি), পাঞ্জাব কিংস (পিবিকেএস) এবং সানরাইজার্স হায়দ্রাবাদকেও (এসআরএইচ) কমপক্ষে দুটি ম্যাচে হারতে হবে। তাহলে কেকেআরের হাতে চার নম্বরে শেষ করার সুযোগ থাকবে। তবে এক্ষেত্রে তাদের নেট রান রেট ভালো রাখতে হবে।

আরসিবি এবং পিবিকেএস উভয় দলই ১১টি ম্যাচ খেলে ৫টি ম্যাচে জয় পেয়েছে। তবে আরসিবির নেট রান রেট পিবিকেএসের থেকে ভালো হওয়ায় তারা ষষ্ঠ স্থানে রয়েছে। পিবিকেএস সপ্তম স্থানে রয়েছে। যদি এই দুই দল তাদের শেষ তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে জিতে যায় তবে তাদের পয়েন্ট সংখ্যাও ১৪-তে গিয়ে দাঁড়াবে। এই ক্ষেত্রে নেট রান রেট একটি বড় ভূমিকা পালন করবে। মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) এই মুহূর্তে ১১ ম্যাচে ১২ পয়েন্টের সাথে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। যদি তারা নিজেদের শেষ তিনটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জেতে এবং দুটি ম্যাচে হারে তবে তাদেরও পয়েন্ট সংখ্যা হবে ১৪। সুতরাং, এক্ষেত্রেও নেট রান রেট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্লেঅফসে যাওয়ার জন্য কেকেআরকে দুটি ম্যাচে জিততেই হবে

কেকেআর যদি নিজেদের শেষ দুটি ম্যাচের মধ্যে একটি ম্যাচেও পরাজিত হয় তাহলে তারা কোনোভাবেই আর প্লেঅফসে খেলতে পারবে না। সুতরাং, শেষ দুটি ম্যাচ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

১৪ই মে, রবিবার, এমএ চিদাম্বরম স্টেডিয়ামে নিজেদের পরবর্তী ম্যাচে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।

The post আইপিএল ২০২৩-এ কিভাবে প্লেঅফসে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে কেকেআর? সেই ব্যাপারে বিস্তারিত জেনে নিন appeared first on CricTracker Bengali.

Exit mobile version