BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩ঃ কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স – কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের রেকর্ড, পরিসংখ্যান ও পিচ রিপোর্ট

 আইপিএল ২০২৩ঃ কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স – কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের রেকর্ড, পরিসংখ্যান ও পিচ রিপোর্ট

#image_title

Eden Gardens. (Photo by Jan Kruger-ICC/ICC via Getty Images)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৩৯ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং গুজরাট টাইটান্স (জিটি) একে অপরের মুখোমুখি হবে। ২৯শে এপ্রিল, শনিবার কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই মরসুমে ইতিমধ্যেই জিটিকে একবার পরাজিত করেছে কেকেআর। আইপিএলে এই দুই দল এখনও পর্যন্ত মাত্র ২ বার একে অপরের মুখোমুখি হয়েছে এবং উভয়েই ১টি করে ম্যাচ জিতেছে।

পিচ কন্ডিশন

ইডেন গার্ডেন্সে বড় রান করা খুব একটা কঠিন নয়। ব্যাটাররা একবার এই পিচে সেট হয়ে গেলে খুব সহজেই রান করতে পারেন। তবে মিডিল ওভারগুলিতে স্পিনারদের বিরুদ্ধে একটু দেখেশুনে খেলতে হবে। এই পিচে ১৮০-১৯০ রান তোলা খুব একটা কঠিন নয়। এই মাঠে খুব ভালো ব্যাটিং করলে ২০০-এর বেশি রানও করা যেতে পারে।

ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের রেকর্ড ও পরিসংখ্যান

ইডেন গার্ডেন্সে এখনও অবধি ৮০টি আইপিএল ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে প্ৰথম ইনিংসে ব্যাটিং করা দল জিতেছে ৩৩ বার এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জিতেছে ৪৭ বার।

এই মাঠের সর্বোচ্চ স্কোর হল ২০ ওভারে ২ উইকেটে ২৩২ রান। আইপিএল ২০১৯-এ মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে এই স্কোর নথিভুক্ত করেছিল কেকেআর। এই মাঠের সর্বনিম্ন স্কোর হল ৯.৪ ওভারে ১০ উইকেটে ৪৯ রান। আইপিএল ২০১৭-তে কেকেআরের বিরুদ্ধে এই স্কোর নথিভুক্ত করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।

ইডেন গার্ডেন্সে সবচেয়ে বেশি রান করেছেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। তিনি ইডেন গার্ডেন্সে ৪৭টি ইনিংস খেলে ১৪০৭ রান করেছেন। এই মাঠে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান করার রেকর্ড রয়েছে রজত পতিদারের নামে। আইপিএল ২০২২-এর প্লেঅফসে কেএল রাহুলের নেতৃত্বাধীন দল লখনউ সুপার জায়ান্টাসের (এলএসজি) বিরুদ্ধে ৫৪ বলে ১১২* রান করেছিলেন তিনি। চোটের কারণে এই মরসুম থেকে ছিটকে গেছেন পতিদার।

ইডেন গার্ডেন্সে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সুনীল নারিন। তিনি ইডেন গার্ডেন্সে ৪৮টি ম্যাচ খেলে ৫৮টি উইকেট পেয়েছেন। এই স্টেডিয়ামে একটি ম্যাচের হিসেবে সেরা বোলিং পরিসংখ্যানের রেকর্ডও তার নামে রয়েছে। আইপিএলের পঞ্চম মরসুমে নারিন কিংস XI পঞ্জাবের (বর্তমানে পঞ্জাব কিংস) বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন।

জিটি গত মরসুমের প্লেঅফসে রাজস্থান রয়্যালসের (আরআর) বিরুদ্ধে ম্যাচটি ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে খেলেছিল। সেই ম্যাচে তারা আরআরকে ৭ উইকেটে পরাজিত করেছিল। আগামী ম্যাচটিতে তারা কেকেআরকে হারাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

The post আইপিএল ২০২৩ঃ কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স – কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের রেকর্ড, পরিসংখ্যান ও পিচ রিপোর্ট appeared first on CricTracker Bengali.

Exit mobile version