Eden Gardens. (Photo by Jan Kruger-ICC/ICC via Getty Images)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৩৩ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং চেন্নাই সুপার কিংস (সিএসকে) একে অপরের মুখোমুখি হবে। ২৩শে এপ্রিল, রবিবার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আইপিএলে এই দুই দল এখনও পর্যন্ত ২৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে, যার মধ্যে কেকেআর জিতেছে ১০ বার এবং সিএসকে জিতেছে ১৮ বার, একটি ম্যাচের কোনো ফলাফল পাওয়া যায়নি।
পিচ কন্ডিশন
ইডেন গার্ডেন্সে সাধারণত ব্যাটাররা বেশি সুবিধা পান। কিন্তু মিডিল ওভারগুলিতে স্পিনাররা এই মাঠে অনেক কার্যকরী হয়ে উঠতে পারেন। ব্যাটাররা ঠিকঠাকভাবে খেললে এই মাঠে ১৮০-১৯০ রান তোলা খুব একটা কঠিন নয়। টসজয়ী দল প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারেন। ইডেন গার্ডেন্সে প্ৰথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংসের রানের গড় হল যথাক্রমে ১৬১.৮ এবং ১৪৭.৫।
ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের রেকর্ড ও পরিসংখ্যান
ইডেন গার্ডেন্সে এখনও অবধি ৭৯টি আইপিএল ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে প্ৰথম ইনিংসে ব্যাটিং করা দল জিতেছে ৩৩ বার এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জিতেছে ৪৫ বার, একটি ম্যাচ পরিত্যক্ত হয়।
ইডেন গার্ডেন্সের সর্বোচ্চ স্কোর হল ২০ ওভারে ২ উইকেটে ২৩২ রান। আইপিএলের ১২ তম সংস্করণে মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে এই স্কোর নথিভুক্ত করেছিল কেকেআর। এই মাঠের সর্বনিম্ন স্কোর হল ৯.৪ ওভারে ১০ উইকেটে ৪৯ রান। আইপিএলের ১০ম সংস্করণে কেকেআরের বিরুদ্ধে এই স্কোর নথিভুক্ত করেছিল আরসিবি।
এই মাঠে সবথেকে বেশি রান করেছেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। তিনি ইডেন গার্ডেন্সে ৪৭টি ইনিংস খেলে ১৪০৭ রান করেছেন। এই মাঠে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান করার রেকর্ড রয়েছে রজত পতিদারের নামে। আইপিএল ২০২২-এর প্লেঅফসে লখনউ সুপার জায়ান্টাসের (এলএসজি) বিরুদ্ধে ৫৪ বলে অপরাজিত ১১২ রান করেছিলেন তিনি।
এই মাঠে সবথেকে বেশি উইকেট নিয়েছেন সুনীল নারিন। তিনি ইডেন গার্ডেন্সে ৪৭টি ম্যাচ খেলে ৫৮টি উইকেট পেয়েছেন। এই মাঠে একটি ম্যাচের হিসেবে সেরা বোলিং পরিসংখ্যানের রেকর্ডও তার নামে রয়েছে। আইপিএল ২০১২-তে নারিন কিংস XI পঞ্জাবের (বর্তমানে পঞ্জাব কিংস) বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন।
ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স ৯ বার একে অপরের মুখোমুখি হয়েছে। কেকেআরের ঘরের মাঠেও জয়ের পরিসংখ্যানে এগিয়ে আছে সিএসকে। ইডেনে তারা জিতেছে ৫টি ম্যাচ এবং কেকেআর জিতেছে ৪টি ম্যাচ।
The post আইপিএল ২০২৩ঃ কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস – কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের রেকর্ড, পরিসংখ্যান ও পিচ রিপোর্ট appeared first on CricTracker Bengali.