Mohammed Shami. (Image Source: IPL/BCCI)
এবারের আইপিএল শুরু হওয়ার াগে কেউই মহম্মদ সামিকে পার্পল ক্যাপ জয়ের দাবীদার হিসাবে ধরেননি। কিন্তু আইপিএলের শেষে গোটা ছবিটাই বদলে গিয়েছে। গুজরাত টাইটান্স আইপিএল চ্যাম্পিয়ন হতে পারকেনি ঠিকই। কিন্তু একের পর এক পুরস্কার গিয়েছে তাদের ঝুলিতেই। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। াইপিেলের ম়্চে গুজরাত টাইটান্সের হয়ে দুরন্ত বোলিং পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ সামি। সেইসঙ্গেই এবারের আইপিএলের পার্পল ক্যাপও উঠেছে ভারতীয় দলের এইঅ তারকা বোলারের মাথাতেই।
গুজরাত টাইটান্সের হয়ে গতবারই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মহম্মদ সামি। এবারের আইপিএলেও সেই পারফরম্যান্সের ধারা অব্যহত রেখেছেন মহম্মদ সামি। সেখানেই তাঁর দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্সের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেননি অন্যান্য দলের তারকা ব্যাটাররা। সেইসঙ্গেই এূারের আইপিএলের পার্পল ক্যাপ মাথায় তুলেছিলেন মহম্মদ সামি। ফাইনালের মঞ্চে অবশ্য উইকতেট তুলতে পারেননি তিনি। কিন্তু পার্পল ক্যাপ ধরে রাখতে পেরেছেন মহম্মদ সামি। এবারের আইপিএলে ২৮টি উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সামি।
গুজরাত টাইটান্সের হয়ে প্রতম থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেখানেই তাঁর ক্ষুরদার বোলিংয়ের ধারাও অবহ্যত রয়েছে। চলচি াইপিএলে দুবার ৪ উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সামি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাত্র ১১ রান দিয়ে ৪ উিকেট তুলে নিয়েছিলেন এই তারকা পেসার। যদিও এই পারফরম্যান্সেই থেমে থাকেননি মহম্মদ সামি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও ছিল মহম্মদ সামির দাপুটে পারফরম্যান্স। সেখানেই শেষপর্যন্ত ২১ রান দিয়ে একাই চার উইকেট তুলে নিয়েচিলেন এই তারকা ভারতীয় পেসার।
এবারের আইপিএলে ১৭টি ইনিংস খেলেছেন মহম্মদ সামি। সেখানেই তাঁর ঝুলিতে এসেছে ২৮টি উইকেট। মহম্মদ সামির রেকর্ড এবার কেউই ছুঁতে পারেননি। সেইসঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে েকাধিক সাফল্যও। গোটা আইপিএলে এবারে ৬৪ ওভার বোলিং করেছেন মহম্মদ সামি। সেইজন্য নিজের সর্বোচ্চ উইকেটের রেকর্ডও ধরে রাখতে পেরেছেন তিনি।
আইপিএলের শেষ দশ ওভারে মহম্মদ সামির পারফরম্যান্স
ফাইনাল – ০/২৯
কোয়ালিফায়ার ২ – ২/৪১
কোয়ালিফায়ার ১ – ২/২৮
ম্যাচ – ৭০ – ১/৩৯ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ম্যাচ ৬২ – ৪/২১ বনাম সানরাইজার্স হায়দরাবাদ
ম্যাচ ৫৭ – ০/৫৩ বনাম মুম্বই ইন্ডি্য়ান্স
ম্যাচ ৫১ – ১/৩৭ বনাম লখনউ সুপার জায়ান্টস
ম্যাচ ৪৮ – ১/২৭ বনাম রাজস্থান রয়্যালস
ম্যাচ ৪৪ – ৪/১১ বনাম দিল্লি ক্যাপিটালস
ম্যাচ ৩৯ – ৩/৩৩ বনাাম কলকাতা নাইট রাইডার্স
The post আইপিএলে পার্পল ক্যাপ জয়ী মহম্মদ সামি, দেখে নিন শেষ দশ ম্যাচে তাঁর পারফরম্যান্স appeared first on CricTracker Bengali.