BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএলে নতুন নিয়ম, টসের ফলাফল দেখে বাছাই করা যাবে একাদশ

 আইপিএলে নতুন নিয়ম, টসের ফলাফল দেখে বাছাই করা যাবে একাদশ

#image_title

IPL Trophy. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম সংস্করণ শুরু হতে এখন আর দশ দিনও নেই এবং সমর্থকরা অধীর আগ্রহে টুর্নামেন্ট শুরু হওয়ার জন্য অপেক্ষা করছেন। গুজরাত টাইটান্স (জিটি) ও চেন্নাই সুপার কিংস (সিএসকে) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৩১শে মার্চ ২০২৩ মরসুমের উদ্বোধনী ম্যাচে লড়াই করবে। উল্লেখ্য, বহুল প্রতীক্ষিত ক্রিকেট টুর্নামেন্টটি তিন বছর পরে আবার হোম ও অ্যাওয়ে ফর্ম্যাটে ফিরবে।

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) একটি বিশাল নিয়ম পরিবর্তনের ঘোষণা করেছে, ফলে এই বছর টুর্নামেন্টটি ভিন্নভাবে খেলা হবে। বর্তমানে আইপিএলে টসের আগে অধিনায়কদের দল ঘোষণা করতে হয়। তবে এই নিয়মটি পরিবর্তন করা হয়েছে এবং ফ্র্যাঞ্চাইজিগুলিকে এখন টসের পরে তাদের প্লেয়িং একাদশ ঘোষণা করতে হবে। এর ফলে প্রথমে ব্যাটিং বা বোলিংয়ের ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজিরা তাদের সেরা একাদশ বেছে নিতে পারবে।

“বর্তমানে টসের আগে অধিনায়কদের দল বিনিময় করতে হয়। তবে এখন এটি পরিবর্তিত হয়ে টস হওয়ার পরে দল বিনিময় করা হবে, যাতে দলগুলি প্রথমে ব্যাটিং বা বোলিংয়ের উপর নির্ভর করে সেরা একাদশ বেছে নিতে পারে। এটি ইমপ্যাক্ট প্লেয়ারের জন্য পরিকল্পনা করার ক্ষেত্রে দলগুলিকে সহায়তা করবে,” ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে বিসিসিআইয়ের প্রতিনিধি বলেছেন।

ওভার-রেটের নিয়মেও পরিবর্তন

এই নতুন নিয়মটি কার্যকর করা দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হবে আইপিএল। এর আগে দক্ষিণ আফ্রিকার SA20 লিগে টসের পরে একাদশ ঘোষণা করা যেত। উদ্বোধনী SA20-তে দলগুলি টসের পরে তাদের চূড়ান্ত একাদশ ঘোষণা করার আগে মোট ১৩জন খেলোয়াড় বাছাই করে রাখতে পারত।

আইপিএলের নতুন মরসুমের আগে আরও বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইনিংস সম্পন্ন না হলে প্রতিটি ওভারের বিলম্বের জন্য ওভার-রেটের শাস্তি হিসেবে ৩০ গজের বৃত্তের বাইরে শুধুমাত্র চারজন ফিল্ডার রাখার অনুমতি দেওয়া হবে। আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ম চালু থাকলেও, আইপিএলে প্রথমবারের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। একজন ফিল্ডার বা উইকেটকিপার অন্যায্যভাবে নড়লে সেটি ডেড বল ঘোষণা করা হবে এবং ৫ পেনাল্টি রান হবে।

The post আইপিএলে নতুন নিয়ম, টসের ফলাফল দেখে বাছাই করা যাবে একাদশ appeared first on CricTracker Bengali.

Exit mobile version