BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএলে তাঁকে আরসিবির নেওয়ার সিদ্ধান্তে হতবাক হয়েছিলেন শাহবাজ আহমেদ

 আইপিএলে তাঁকে আরসিবির নেওয়ার সিদ্ধান্তে হতবাক হয়েছিলেন শাহবাজ আহমেদ

#image_title

Shahbaz Ahmed. (Photo Source: IPL/BCCI)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে গত দুই মরসুমেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন শাহবাজ আহমেদ। তাঁর পারফরম্যান্স দেখে আপ্লুত হয়েছেন সকলেই। খোদ বিরাট কোহলির মুখে শোনা গিয়েছিল এই তরুণ ক্রিকেটারের প্রশংসা। ২০২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গা্লুরুতে গিয়েছিলেন শাহবাজ আহমেদ। এখনও পর্যন্ত সেই ফ্র্যা়ঞ্চাইজিতেই রয়েছেন তিনি।  ২০২০ সালে যখন তিনি প্রথমবার আইপিেলে দল পেয়েছিলেন, সেই পরিস্থিতি নিয়েই এবার মুখ খুললেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে তাঁকে নিতে পারে সেটা নাকি ভাবতেই পারেননি এই তরুণ ক্রিকেটার।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তাঁকে নেওয়ার সিদ্ধান্ত নাকি শাহবাজ আহমেদকে একেবারে হতবাক করে দিয়েছিল। এই প্রসঙ্গেই তিনি জানিয়েছেন, “আমি কখনোই ভাবতে পারিনি যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আমায় আইপিএলের নিবাম থেকে নিতে পারে। এটা আমার কাছে সত্যিই একটা বড় চমক ছিল। সেই সময় আমার কাঁধে চোট ছিল। প্রত্যেক ক্রিকেটারই আইপিএল খেলার স্বপ্ন দেখেন এবং সেই সময় ঘরোয়া ক্রিকেটে আমি  ভাল পারফর্ম্যান্স দেখিয়েছিলাম। সেই ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে আমায় বারবার বলা হয়েছিল যে আমি নাকি সেই নিবাম থেকে দল পেতে পারি”।

২০২০ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গিয়েছিলেন শাহবাজ

শাহবাজ আহমেদ আরও জানিয়েছেন, “কিন্তু আমি কখনোই ভাবিনি যে আরসিবি আমায় এবার দলে নেবে। বরং সেই সময় আমি ভাবতে শুরু করেছিলাম যে কেউ যদি আমায় না নেয়, তবেই বেশ ভাল হয়। কারণ সেই আইপিএলের মঞ্চে কোনওরকম সমস্যার সম্মুখীন না হওয়ার পক্ষপাতী ছিলাম। যদি আমি সময়ের মধ্যে ফিট হয়ে না উঠতে পারি, তবে গোটা মরসুমটাই নষ্ট হয়ে যাবে”।

২০২০ সালের নিলামের প্রথম পর্বে অবশ্য তিনি বিক্রি হননি। সেই মুহূর্তে নাকি মনে মনে বেশ খুশিই হয়েছিলেন শাহবাজ আহমেদ। সেই সময় নাকি তিনি আইপিএলের নিলাম দে্খাও বন্ধ করে দিয়েছিলেন। যদিও শেষপর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই তুলে নিয়েছিল শাহবাজ আগমেদকে। সেই খবর নাকি বন্ধুদের থেকেই জানতে পেরেছিলেন শাহবাজ আহমেদ।

এই প্রসঙ্গেও তিনি জানিয়েছিলেন, “আমার সতীর্থ ঈশান পোড়েল প্রথমে পঞ্জাব কিংস শিবিরে যান। তারপরই ছিল আমার নাম। সেখানেই প্রথমে আমায় কেনেনি কোনও দল। সেই সময় আমি বেশ খুশিই হয়েছিলাম। সেই মুহর্তে টিভি বন্ধ করে দিয়েছিলাম এবং বেশ খুশিও হয়েছিলাম। কিন্তু নিলাম যখন শেষের পথে চিল সেই সময় আমার এক বন্ধ আমায় জানিয়েছিল যে আমি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে গিয়েছি। সকলেই সেই সময় যথেষ্ট খুশি ছিলেন”।

The post আইপিএলে তাঁকে আরসিবির নেওয়ার সিদ্ধান্তে হতবাক হয়েছিলেন শাহবাজ আহমেদ appeared first on CricTracker Bengali.

Exit mobile version