BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএলে এখনও তাঁর সেরা পারফরম্যান্স আস বাকি রয়েছে, জানালেন অজিঙ্ক রাহানে

 আইপিএলে এখনও তাঁর সেরা পারফরম্যান্স আস বাকি রয়েছে, জানালেন অজিঙ্ক রাহানে

#image_title

Ajinkya Rahane. ( Image Source : BCCI/IPL )

আইপিএলের মঞ্চে যেন এক নতুন অজিহ্ক রাহানেকে দেখা যাচ্ছে। যে অজিঙ্ক রাহানে কয়েকদিন বিসিসিআইয়ের চুক্ত থেকে বাদ পড়েছেন, সেই রাহানেই যেন ংহেন্দ্র সিং দোমির দলে গিয়ে সম্পূর্ণ এলাদা এক ক্রিকেটার। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে অন্যতম সেরা তারকা ক্রিকেটার হয়ে উঠেছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে অজিঙ্ক রাহানের রানের ঝড়ের সামনে কার্যত বিধ্বস্ত হতে দেখা গিয়েছছিল নাইট রাইডার্স বোলারদের। ম্যাচের সেরার ইউপহারকও ছিনিয়ে নিয়েছেন তিনি।

যদিও অজিঙ্ক রাহানে কিন্তু এখনও পুরোপুরি সন্তুষ্ট নন। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেললেও এই পারফরম্যান্স যে তাঁর সেরা এখনই তা মেনে নিচ্ছেন না অজিঙ্ক করাহনে। বরং এখনও তাংর সেরা পারফরম্যান্স বাকি রয়েছে বলেই মনে করছেন তিনি। আইপিএলের মঞ্চেই য়ে সমস্তরকম সমালোতনার জবাব দিতে প্রস্তুত হয়েছে রয়েছেন এই তারকা ক্রিকেটার তা বলার অপেক্ষা রাখে না। এমএস ধোনির নেতৃত্বে অজিঙ্ক রাহানে যে নিজেকে ফের নতুন ভাবে  মেলে ধরতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২৯ বলে ৭১ রান করেছিলেন অজিঙ্ক রাহানে

শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪৯ রানে জিতেছে চেন্নাই সুপার কিংস। সেখানেই ম্যাচের সেরার পুরষ্কার উঠেছে অজিঙ্ক রাহানের হাতে। গত মরসুমে এই নাইচট রািডার্স শিবিরেই ছিলেন অজিঙ্ক রাহানে। কিন্তু সেভাবে সুযোগ পাননি. সেই নাইট রাইডার্সের বিরুদ্ধেই এদিন ইডেন গার্ডেন্সে জ্বলে উঠেছিলেন তিনি। আর তাতেই যে ম্যাচের ভাগ্য নিশ্চিত হয়ে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।  অএবারের আইপিএলে নিজের সেরা পারফর্ম্যান্স দেখানোর অপেক্ষাতেই রয়েছেন অজিঙ্ক রাহানে।

ম্যাচ শেষে অজিঙ্ক রাহানে জানিয়েছেন, “এদিন আমি সত্যিই আমার এই পারফরম্যান্স উপভোগ করেছি। যদিো আমি মনে করি যে আমার সেরা পারফরম্যান্সটা এখনও আসা বাকি রয়েছে। এই পারফর্ম্যান্সের ধারা ্ব্যহত রাখাই এখন আমার লক্ষ্য। অবশেষে এখন আমি খেলার সুযোগ পাচ্ছি। যদি শেষ দুই মরসুমের দিকে তাকানো যায়, তবে দেখাযাবে সেভাবে আমি কিন্তু কেলার সুযোগ পাইনি। যদি ধারাবাহিকভাবে খেলার সুযোগ না পাই, তাহলে কেমনভাবে নিজের খেলা প্রদর্শন করব”।

রবিবার নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ২৯ বলে ৭১ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন অজিঙ্ক রাহানে। তাঁর ব্যাট থেকে ছিল শুধুই চার ও ছয়ের বন্যা। বিশেষ করে রাহানের ব্যাট থেকে রিভার্স স্কুুপ শট দেখে কার্যত হতবাক হয়েছিলেন সকলে। এখনও চেন্নাই.য়ের জার্সিতে বহু ম্যাচ খেলা বাকি রয়েছে তাঁর।  অজিঙ্ক রাহানের সঙ্গে তাঁর সেরা পারফরম্যান্স দেখার অপেক্ষাতে এখন সকলেই রয়েছেন।

The post আইপিএলে এখনও তাঁর সেরা পারফরম্যান্স আস বাকি রয়েছে, জানালেন অজিঙ্ক রাহানে appeared first on CricTracker Bengali.

Exit mobile version