Sachin Tendulkar (Photo by Stu Forster-ICC/ICC via Getty Images)
দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে এবারের আইপিএলে। অবশেষে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এবারের আইপিএলে অভিষেক হয়েছে অর্জুন তেন্ডুলকরের। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই এবারের আইপিএলে অভিষেক হয়েছিল তাঁর। কিন্তু সেই ম্যাচে অর্জুন তেন্ডুলকরের ঝুলিতে কোনও উইকেট আসেনি। মঙ্গলবাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছিল সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর। সেই ম্যাচেই একেবারে শেষ মুহূর্তে উইকেট এসেছিল তাঁর হাতে। আর তাতেই আপ্লুত সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানাতে ভোলেননি মাস্টার ব্লাস্টার।
থেলের অভিষেক মঞ্তে সতিন তেন্ডুলকর যে কতটা খুসি হয়েছিলেন সেই কথা জানাতে দ্বিধা করেননি তিনি। সেইসঙ্গে মনেমনে কতটা উত্তেজিত ছিলেন সেই কথাও বলেছিলেন সচিন তেন্ডুলকর। মুম্বি ইন্ডিয়ান্সের হয়ে অর্জুন তেন্ডুলকরের ্ভিষেক হওয়ার পর ডাগ আউটে ছিলেন না মাস্টার ব্লাস্টার। ড্রেসিংরুমে গিয়েই ছেলের খেলা দেখে ছিলেন তিনি। অর্জুন তেন্ডুলকর মাঠে থাকাকালীন কেন তিনি ড্রেসিংরুমে থাকেননি সেই কথা অবস্য প্রথম ম্যাচ শেষেই জানিয়েছিলেন সচিন তেন্ডুলকর। খেলার ক্ষেত্রে অর্জুনের ওপর যাতে কোনওরকম বিশেষ চাপ তৈরি না হয় সেই কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
২.৫ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ১ উইকেট অর্জুন তেন্ডুলকরের
মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। অভিষেক ম্যাচে উইকেট না পেলেও, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেই আইপিএল কেরিয়ারের প্রথম উইকেট তুলে নিয়েছেন অর্জুন তেন্ডুলকর। শেষ মুহর্তে ভিুবনেশ্বর কুমারের ুইকেট পেয়েছিলেন তিনি। আইপিএলের ম়্চে ছেলের প্রথম উইকেট দেখেই উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর। সেই কথাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন মাস্চার ব্লাস্টার। অবশেষে আইপিএলে একজন তেন্ডুলকরের ঝুলিতেও এবার উইকেট এসেছে।
ম্যাচ শেষে সচিন তেন্ডুলকর টুইট করে লিখেছেন, “আবারও মুম্বই ইন্ডিয়ান্সের একটা অসাধারণ অল রাউন্ড পারফর্ম্যান্স। ক্যামেরণ গ্রীণ তাঁর ব্যাটিং এবং বোলিং পারফর্ম্যান্স দিয়ে সকলকে সকলকে মুগ্ধ করেছেন। ঈশান কিষাণ এবং তিলক বর্মারাও তাদের মতোই সেরা ব্যাটিং পারফরকম্যান্স দেখিয়েছেন। যত দিন এগোচ্ছে ততই ইন্টারেস্টিং হয়ে ইঠছে আইপিএল। এভাবেই এগিয়ে চলো। আর সবশেষে একজন তেন্ডুলকরের ঝুলিতে আইপিএলের উইকেট”।
মুম্বই ইন্ডিয়ান্সের েহয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অভিষেক হলেও শেষপর্যন্ত খালি হাতেই ফিরতে হয়েছিল সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরকে। সেই ম্যাচে মাত্র দুই ওভারই বোলিং করেছিলেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। এদিন ২.৫ ওবারে ১৮ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছিলেন অর্জুন তেন্ডুলকর। আর ছেলের প্রথম উইকেট দেখে আপ্লুত সচিন তেন্ডুলকর।
The post আইপিএলে অর্জুন তেন্ডুলকরের প্রথম উইকেটে দেখে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর appeared first on CricTracker Bengali.