Ms Dhoni. ( Photo Source: BCCI/IPL )
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস করতে মাঠে নামার অপেক্ষাটাই ছিল শুধু। আইপিঅলেরক মঞ্চে এক নতুন ইতিহাস তৈরি করলেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসাবে চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ক্যাপ্টেন কুল। চিপকের বাইশগজে বল গড়ানোর আগেই মহেন্দ্র সিং ধোনির মুকুটে উঠল নতুন পালক। আর তাতেই অগুন্তী ধোনিভক্তদের মধ্যে উচ্ছাস। আইপিএলের মঞ্চে প্রথম অধিনায়ক হিসাবে কোনও একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০০টি ম্যাচ খেলে ইতিহাস তৈরি করলেন মহেন্দ্র সিং ধোনি।
বুধবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে নেমেছে চেন্নাই সিপার কিংস। সেই ম্যাচেই মহেন্দ্র সিং ধোনি সামনে ছিল এক নতুন মাইলস্টোনের হাতছানি। রাজস্থানের বিরুদ্ধে টস করতে নামার সঙ্গেই আইপিএলের মঞ্চে নতুন ইতিহাস গড়লেন তিনি। এখনও পর্যন্ত আইপিেলের মঞ্চে একটি ফ্র্যাঞ্চাইজির ২০০ ম্যাচ নেতৃত্ব দেওয়ার রেকর্ড কোনও ক্রিকেটারের কাছেই নেই। বুধবার আইপিএলে ধোনির মুকুটে উঠল সেই নয়া পালক। গতবছরই এই রেকর্ড গড়তে পারতেন তিনি। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি।
আইপিএলের মঞ্চে ৫০০৪ রানের মালিক মহেন্দ্র সিং ধোনি
২০০৮ সালে পঞ্জাব কিংসের বিরুদ্ধে চেন্নাি সুপার কিংসের অধিনায়ক হিসাবে অভিষেক হয়েছিল মহেন্দ্র সিং ধোনির। সেই থেকেই সাফল্যের সহ্গে আইপিএলের মঞ্চে পথ চলা সুরু তাঁর। এমএস ধোনির হাত ধরেই চারবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। গতবছরই ধোনিরক সামনে ছিল এই নতুন রেকর্ড হড়ার হাতছানি। কিন্তু আইপিএল সুরু হোয়ার আগেই নেতৃত্ব ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন আরেক সতীর্থ রবীন্দ্র জাদেজার হাতে। যদিও মরসুমের মাঝপথেই ফের সেই দায়িত্ব ফিরে এসেছিল মহেন্দ্র সিং ধোনির হাতেই।
A special one to celebrate the super one! #Thala200 #WhistlePodu #Yellove 🦁💛pic.twitter.com/B99w8GLuig
— Chennai Super Kings (@ChennaiIPL) April 12, 2023
এবারও তাঁর নেতৃ্ত্বেই মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস। প্রখম ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে হারলেও, এরপর থেকেই ঘুরে দাঁড়িয়েছে তারা। পরপর দুই ম্যাচ জিতে আইপিএলের পয়েন্ট টেবিলে ওপরের দিকেই উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালসকে হারাতে পারলে স শীর্ষস্থানেও ওঠার হাতছানি রয়েছে চেন্নাই সুপার কিংসের সামনে। সেই ম্যাচে নামার আগেই নয়া রেকর্ডের মালিক মহেন্দ্র সিং ধোনি।
চেন্নাই সুপার কিংস নির্বাসিত হওয়ার সময় দুই মরসুম রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপরই ফের তাঁর প্রিয় ফ্র্যাঞ্চাইজিতে প্রত্যাবর্তন হয় ক্যাপ্টেন কুলের। এল শ্রীনিবাসনের হাত থেকেই কেরিয়ারের নতুন মাইলস্টোনের ফলক তুলে নিলেন মহেন্দ্র সিং ধোনি।
The post আইপিএলের মঞ্চে চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০ ম্যাচ নেতৃত্ব দেওয়ার রেকর্ড মহেন্দ্র সিং ধোনির appeared first on CricTracker Bengali.