KL Rahul. ( Photo Source: BCCI/IPL )
এবারের আইপিএলে চারটি ম্যাচ খেলা হয়ে গেলেও বড় রান করতে ব্যর্থই হয়েছিলেন লোকেশ রাহুল। অবশেষে পঞ্জাব কিংসের বিরুদ্ধেই দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধেই এবারের আইপিএলে প্রথম অর্ধশতরান পেয়েছেন লোকেশ রাহুল। সেইসঙ্গেই আইপিএলের মঞ্চে নতুন রেকর্ডের মালিক ভারতীয় তারকা ক্রিকেটার। ভেঙে দিলেন ইউনিভার্স বসের রেকর্ডও। আইপিএলের মঞ্চে দ্রুততম ক্রিকেটার হিসাবে ৪০০০ রান সম্পূর্ণ করার রেকর্ড গড়লেন তিনি। ক্রিস গেইলের আসনে বসলেন লখনফ সুপার জায়ান্টস অধিনায়ক।
২০১৯ সালে েই রেকর্ড গড়েছিলেন ক্রিস গেইল। আইপিএলের মঞ্চে শেষ তিন বছর ধরে দ্রুততম ৪০০০ রান করার রেকর্ড নিজের কাছেই রেখেছিলেন ক্রিস গেইল। শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে এবারের াইপিএলে প্রথম অর্ধশতরান করেছেন তিনি। সেখানেই ৫৬ বলে ৭৪ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছেন এই তারকা ক্রিকেটার। সেই রানের সঙ্গেই একাধিক রেকর্ডের মালিকো এদিন হয়ে গিয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। ক্রিস গেইলের পাশাপাশি বিরাট কোহলির রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫৬ বলে ৭৪ রানের ইনিংস খেলেছেন লোকেশ রাহুল
২০১৯ সালে ১১২ ইনিংস খেলে ৪০০০ রানের মালিক হয়েছিলেন ক্রিস গেইল। এদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১০৫ ইনিংস খেলেই আইপিএলের ম়্চে চার হাজার রান সম্পূর্ণ করেছেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে এতদিন ভারতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে দ্রুততম ৪০০০ রানের মালিক ছিলেন বিরাট কোহলি। এদিন তাঁর রেকর্ডও ভেঙে দিয়েছেন লোকেশ রাহুল। ১২৮ ম্যাচ খেলে ৪০০০ রান করেছিলেন প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৭৪ রানের ইনিংস খেলেছিলেন লোকেশ রাহুল।
গতবারই আইপিএলের মঞ্চে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হয়েছিলেন লোকেশ রাহুল। এর আগে পঞ্জাব কিংসকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ডেভিড ওয়ার্নারের পরই দ্বিতীয় অধিনায়ক হিসাবে আইপিএলের মঞ্চে দ্রুততম ২০০০ রানও সম্পূর্ণ করেছেন লোকেশ রাহুল। পঞ্জাব কিংসের বিরুদ্ধে এদিন একটি অর্ধশতরান করেই একাধিক রেকর্ডের মালিক হয়ে গিয়েছেন লোকেশ রাহুল। অধিনায়ক হিসাবে ৪৭ ইনিংস খেলেই ২০০০ রান সম্পূর্ণ করলেন তিনি। তাঁর ওপরেই রয়েছেন ডেভিড ওয়ার্নার।
গতবারের মরসুমে লোকেশ রাহুলের ব্যাটে ছিল রানের ফোয়ারা। ভারতীয় ক্রিকেটার হিসাবে সেবার সর্বোচ্চ রান করেছিলেন তিনি। শুধু তাই নয় তাঁর ব্যাটে এসেছি জোড়া সেঞ্চুরী। কিন্তু এবারের আইপিএলে লোকেশ রাহুলের ব্যাট থেকে সেই রানের ঝলক ছিল না। পঞ্জাবের বিরুদ্ধেই এবার প্রথম অর্ধশতরান পেয়েছেন লোকেশ রাহুল। এদিন লোকেশ রাহুলের ৭৪ রানের ইনিংস জুড়ে রয়েছে ৮টি চার ও একটি ছয়।
The post আইপিএলের মঞ্চে ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন লোকেশ রাহুল appeared first on CricTracker Bengali.