Steve Smith. (Photo by WILLIAM WEST/AFP via Getty Images)
আইপিএলের সময় যত এগোচ্ছে ততই যেন উত্তেজনার পরদ চড়তে শুরু করেছে। সেই উত্তেজনাই এবার আরও খানিকটা বাড়িয়ে দিলেন স্টিভ স্মিথ। মিনি নিলামেও এবার কোনও দল পাননি তিনি। কিন্তু সপ্তাহের শুরুতে এক বিশেষ ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ। আ ২০২৩ সালের আইপিএলের মঞ্চে দেখা যেতে চলেছে তাঁকে। সোমবারই সোশ্যাল মিডিয়াতে সেই কথা জানেিয়েছেন স্টিভ স্মিথ। কিন্তু আইপিএলের মঞ্চে কোন ভূমিতায় তাঁকে দেখা যেতে পারে, সেই কথা কিন্তু স্পষ্ট করে জাননি তিনি। আর তা নিয়েই শুরু হয়েছে নচুন জল্পনা।
আগামী ৩১ মার্চ তেকে শুরু হতে চলেছে এবারের আইপিেল। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত এখন প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই। সেই মুহূর্তেই স্টিভ স্মিথের এমন বার্তা খানিকটা হলেও যে সকলের কৌতুবল বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। তবে স্টিভ স্মিথকে কোন ভূমিকায় এবারের আইপিএলে দেখা যাবে তা নিয়ে কিন্তু বেশ ধোঁয়াশা রেখে দিয়েছেন তিনি। শুধু মাত্র একটি ভাল েদলে যাচ্ছেন সেই কথাই শোনা গিয়েছে স্টিভ স্মিথের মুখ থেকে।
শেষ দুটো নিলামেই স্টিভ স্মিথকে নেওয়ার আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি
শোনাাযাচ্ছে স্টিভ স্মিথকে নাকি এবার আইপিএলের ধারাভাষ্য হিসাবে দেখা যেতে পারে। যদিও স্টিভ স্মিথ এমন কিছুই জানাননি। গতবারের মেগা নিলামে কোনো দল পাননি অস্ট্রেলিয়ার েই তারকা ক্রিকেটার। এবারের মিনি নিলামে তাঁর নাম উঠলেও শেষপর্যন্ত কোনও দলই স্টিভ স্মিথকে নেওয়ার গ্রহ সেখানে দেখায়নি। আইপিএল শুরু হতে বাকি রয়েছে আর মাত্র কয়েকটা দিন। তার আগেই এই তারকা ক্রিকেটারের এমন ঘোষণা কিন্তু সকলকে বেশ কৌতূহলী করে তুলছে। স্টিভ স্মিথ কী কোনও দলের সদস্য হবেন নাকি অন্য কোনও ভূমিকায় দেখা যাবে তাঁকে, সেটা নিয়েই এখন চলছে নানান জল্পনা।
pic.twitter.com/NoU1ZAtZzF
— Steve Smith (@stevesmith49) March 27, 2023
সোমবার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করছেন স্টিভ স্মিথ। সেখানেই তিনি জানিয়েছেন, “নমস্কার ভারত। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এবারের আইপিএলে আমি রয়েছি। হ্যাঁ আমি নিশ্চিত করেই বলছি যে আমি রয়েছি এবারের আইপিএলে। একটি ভাল দলের সঙ্গেই এবারের আইপিএলে রয়েছি আমি”।
এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ১০৩টি ম্যাচ খেলেছেন স্টিভ স্মিথ। সেখানে স্টিভ স্মিথের ঝুলিতে রয়েছে ২৪৮৫ রান। ২০১২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তাঁর আইপিএল কেরিয়ারে একটি সেঞ্চুরীও রয়েছে। এবারের আইপিএলে তাঁকে কী ভূমিকায় দেখা যায় সেটাই দেখার।
The post আইপিএলের মঞ্চে এবার দেখা যাবে স্টিভ স্মিথকে appeared first on CricTracker Bengali.