BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএলের চ্যাম্পিয়নদের হাতে উঠবে ২০ কোটি টাকা, দেখে নেওয়া যাক আইপিএলের পুরষ্কার মূল্যের হিসাব

 আইপিএলের চ্যাম্পিয়নদের হাতে উঠবে ২০ কোটি টাকা, দেখে নেওয়া যাক আইপিএলের পুরষ্কার মূল্যের হিসাব

#image_title

CSK VS GT. ( Image Source: IPL )

আগামী রবিবার আইপিএলের মঞ্চে ফাইনালে নামতে চলেছে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। সেখানেই শেষপর্যন্ত কোন দলের মুখে হাসি ফুটবে তা জানতে হলে ম্যাচের শে, পর্যন্ত দেখতে হবে। প্রায় দুই মাস ধরে চলা  আইপিএল শেষ হতে চলেছে আগামী রবিবার। সেি ম্যাচ গিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ২৪ ঘন্টা পরই আইপিএলের মঞ্চে ফাইনালের মেগা লড়াইয়ে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। তার আগে জেনে নেওয়া যাক েবারের আইঅপিএলে পুরষ্কার মূল্য কত থাকছে।

২০২২ সালই ফের ঘরের মাঠে ফিরেছেন াইপিএল। সেবার তেকেি আবার ৮ দলের পরিবর্তে আইপিএল হয়েছুল ১০ে দলের। সেইসঙ্গে আইপিএলের পুরষ্কার মূল্যও যে বদলে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এবারের আইপিএলেও রয়েছে বিরাট অঙ্কের পুরষ্কার মূল্য।  গুজরাত টাইটন্স কিমবা চেন্নাই সুপার কিংস যে দলই জিতুক না কেন, সেই দলের পকেটেই আসবে বিরাট অঙ্কের টাকা। আইপিএলের চ্যাম্পিয়ন দল এবার পাবে ২০ কোটি টাকা। সেইসঙ্গে রানার্স দল পাবে ১৩ কোটি ৫০ লক্ষ টাকা।

আইপিএলের চ্যাম্পিয়ন দলের হাতে উঠবে এবার ২০ কোটি টাকা

গতবারের থেকে এবারের আইপিএলে পুরষ্কার মূল্যে খুব একট পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র আইপিএলের চ্য়াম্পিয়ন ও রানার্স দলই পুরষ্কার পাবে নমা। সেইসঙ্গে প্লে্পের মঞ্চে পৌঁছনো দলগুলোও তাদের পুরষ্কার পাবে এবার। তৃতীয় স্থানে শেষ করা মুম্বই ইন্ডিয়ান্স এবার পাবে ৭ কোটি  টাকা। সেইসঙ্গে চতুর্থ স্থানে সে, করা লখনু সুপার জায়ান্টস পাবেন ৬ কোটি ৫০ লক্ষ টাকা। এবারের আইপিএলে পুরষ্কার মূল্য  নির্ধারিত  হয়েছিল ৪৬ তোটি ৫০ লক্ষ টাকা। শুধু দল গোলুই নয়। ব্যক্তিগত স্তরে সেরা পারফরম্যান্স দেখানো ক্রিকেটাররাও পাবেন যথেষ্ট অর্থ।

যদিও লিগ পর্ব থেকে চিটকে যাওয়া দলেদের জন্য় এবারও কোনওরকম পুরস্কার অর্থ নেই। এবারের াইপিেলে অরেঞ্জ ক্য়াপ জয়ী ক্রিকেটার পাবেন ১৫ লক্, টাকা। সর্বোচ্চ ুইকেট নিয়ে পার্পল ক্যাপ জয়ী ক্রিকেটারের হাতেও উঠবে ১৫ লক্ষ টাকা।  তবে ইমার্জিং ক্রিকেটার কিন্তু খানিকটা বেশী টাকাই পাবেন। তাঁর হাতে উঠবে এবার ২০ লক্ষ টাকা।

প্রতিযোগিতার সর্বোচ্চ মূল্যবান ক্রিকেটারের হাতে উঠবে ১২ লক্ষ টাকা এবং সেরা পাওয়ার প্লেয়ারে দেওা হবে ১৫ লক্ষ টাকা। একইসঙ্গে সেরা গেম চেঞ্জার ক্রিকেটারকে দেওয়া হবে ১২ লক্ষ টাকা।

The post আইপিএলের চ্যাম্পিয়নদের হাতে উঠবে ২০ কোটি টাকা, দেখে নেওয়া যাক আইপিএলের পুরষ্কার মূল্যের হিসাব appeared first on CricTracker Bengali.

Exit mobile version