BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএলের খারাপ ফর্মের প্রভাব নিজের প্ৰথম অ্যাশেজ সিরিজে পড়বে না বলে মনে করছেন হ্যারি ব্রুক

 আইপিএলের খারাপ ফর্মের প্রভাব নিজের প্ৰথম অ্যাশেজ সিরিজে পড়বে না বলে মনে করছেন হ্যারি ব্রুক

#image_title

Harry Brook. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

১৬ই জুন, শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। আগেরবার যখন এই দুই দল অ্যাশেজ সিরিজে একে অপরের মুখোমুখি হয়েছিল তখন ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে পরাজিত করেছিল অস্ট্রেলিয়া। এইবার নিজেদের ঘরের মাঠে সেই পরাজয়ের বদলা অবশ্যই নিতে চাইবে ইংল্যান্ড।

সম্প্রতি ইংল্যান্ডের প্রতিভাবান ব্যাটার হ্যারি ব্রুক অ্যাশেজ সিরিজে তার খেলার ব্যাপারে মুখ খুলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এ সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) হয়ে ব্যাট হাতে খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি হ্যারি ব্রুক। একটি ম্যাচে শতরান করলেও ১১টি ম্যাচে শেষমেশ তার রান গিয়ে দাঁড়িয়েছিল ১৯০-এ। তার গড় এবং স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ২১.১১ এবং ১২৩.৩৮। ব্রুক মনে করছেন যে অ্যাশেজ সিরিজে তার এই আইপিএলের ফর্মের প্রভাব পড়বে না।

হ্যারি ব্রুক বলেন, “এটি একটি ভিন্ন ফরম্যাট, ভিন্ন পরিবেশ। আমি অনেকবার বলেছি যে এই পরিবেশটি আমার জন্য সেরা এবং আমি সেখানে গিয়ে নির্ভীকভাবে খেলতে চলেছি।”

তিনি আরও বলেন, “আমি সম্ভবত ভাবিনি যে আমি এইভাবে শুরু করতে চলেছিলাম, তবে আমি সপ্তাহের প্রতিটি দিন এটি গ্রহণ করব। এই ছয় মাস সত্যিই একটি ঘূর্ণিঝড়ের মতো ছিল, সেরা শীতকাল যা আমি কখনও চেয়েছিলাম এবং এটি যেন দীর্ঘকাল ধরে চলে।”

“অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে” – হ্যারি ব্রুক

হ্যারি ব্রুক আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে শুরুটা অসাধারণভাবে করেছেন। তিনি ৭টি টেস্ট ম্যাচ খেলে ইতিমধ্যেই ৮১৮ রানে পৌঁছে গিয়েছেন। এটিকে স্বপ্নের শুরু বললেও খুব একটা ভুল কিছু হবে না। তার গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ৮১.৮ এবং ৯৯। তার নামে তিনটি অর্ধশতরান এবং চারটি শতরান রয়েছে। নিজের প্ৰথম অ্যাশেজ সিরিজে তিনি কেমন পারফরম্যান্সের প্রদর্শন করেন সেটাই এখন দেখার বিষয়।

হ্যারি ব্রুক বলেন, “আমি অ্যাশেজের অপেক্ষায় আছি। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে এবং আমি সর্বদা বিশ্বের সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে চেয়েছিলাম এবং দেখতে চাই যে আমি সত্যিই কতটা ভাল। আমার বিরুদ্ধে তাদের যে পরিকল্পনাই হোক না কেন আমি সেই ছেলেদের মুখোমুখি হওয়ার এবং তাদের বিরুদ্ধে নিজেকে চ্যালেঞ্জ করার অপেক্ষায় আছি।”

The post আইপিএলের খারাপ ফর্মের প্রভাব নিজের প্ৰথম অ্যাশেজ সিরিজে পড়বে না বলে মনে করছেন হ্যারি ব্রুক appeared first on CricTracker Bengali.

Exit mobile version