BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএলকেই বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসাবে বেছে নেবেন বিরাট কোহলি, মনে করছেন ম্যাথু হেডেন

 আইপিএলকেই বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসাবে বেছে নেবেন বিরাট কোহলি, মনে করছেন ম্যাথু হেডেন

#image_title

Virat Kohli. (Image Source: BCCI)

এই বছরই ঘরের মাঠে একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপের আসর। আগামী অক্টোবর থেকে শুরু হবে এবারের একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপ। সেখানেই বিরাট কোহলির দিকে যে সকলের নজর রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই প্রসঙ্গেই এবার বিরাট কোহলির প্রস্তুতি নিয়ে মুখ খুললেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ম্যাথু হেডেন। তাঁর মতে আসন্ন বিশ্বকাপের আগে এবারের আইপিএলের মঞ্চেই বিরাট কোহলির কাছে প্রস্তুতি মঞ্চ হচে চলেছে। এখানেই বিরাট কোহলি নিজেকে প্রস্তুত করবেন বলে আশাবাদী ম্যাথু হেডেন।

এই মুহূর্তে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছে ভারতীয় দল। সেখানে যদিও প্রথম তিন টেস্টে একেবারেই ভাল ফর্মে নেই প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পাঁচ ইনিংসেই বড় রান করতে ব্যর্থ হয়েছেন তিনি। শেষ বড় রানে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন তিনি। সেই ম্যাচ চলাকালীনই বিরাট কোহলিকে নিয়ে বিরাট বার্তা দুবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ম্যাথু হেডেন। এই আইপিএলেরক মঞ্চেই বিরাট কোহলি নিজেকে প্রস্তুত করবেন বলে মনে করছেন তিনি।

এই বছরই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআইতে জোড়া সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি

গত দুই মরসুমে আইপিএলটা একেবারেই ভাল যায়নি বিরাট কোহলির। যদিও গত বছরের শেষ থেকেই সাদা বলের ফর্ম্যাটে ছন্দে ফিরেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। নতুন বছরেও সেই জারা অব্য়হত রেখেছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে বিরাট কোহলির ব্যাটে দেখা গিয়েছিল জোড়া সেঞ্চুরী। এার সামনে রয়েছে আজ্ঞইপিএল। সেই মঞ্চকে যে তিনি নিজের প্রস্তুতি মঞ্চ হিসাবে বেছে নেবেন তা নিয়ে ম্যাথু হেডেনের কোনও দ্বিধা নেই।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “২০১৬ মরসুমনের আইপিএল বিরাট কোহলির জন্য একটা সেরা মঞ্চ ছিল। এই আইপিেলের মঞ্চই ফের বিরাট কোহলিকে আসন্ন বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে। এর থছেকে বড় মঞ্চ আর বোধহয় কিছুই হতে পারে না। একজন ক্রিকেটার হিসাবে এমন বড় প্রতিযোগিতায় নামার জন্য এমন প্রতিযোগিতাকেই প্রস্তুতি মঞ্চ হিসাবে বেছে নেবেন সকলে। সেজন্যই কেন ভা ফর্মে ফিরতে চাইবেন না একজন ক্রিকেটার”।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই এই টেস্ট ম্যাচে ঘরের মাঠে ৪০০০ রান সম্পূর্ণ করার নজির গড়েছেন বিরাট কোহলি। সবকিছু ঠিকঠাক চলে এই ম্যাচেই যে তিনিও বড় রানের রাস্তায় হাঁটতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না। শেষবার ২০১৯ সালে ঘরের মাঠে টেস্টে সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। সেই রানের খরা কাটে কিনা তা দেখার অপেক্ষাতেই এখন সকলে।

The post আইপিএলকেই বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসাবে বেছে নেবেন বিরাট কোহলি, মনে করছেন ম্যাথু হেডেন appeared first on CricTracker Bengali.

Exit mobile version