BJ Sports – Cricket Prediction, Live Score

অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টেও ডেভিড ওয়ার্নার প্ৰথম একাদশে থাকবেন, বিশ্বাস মার্কাস হ্যারিসের

 অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টেও ডেভিড ওয়ার্নার প্ৰথম একাদশে থাকবেন, বিশ্বাস মার্কাস হ্যারিসের

#image_title

David Warner. (Photo Source: Twitter)

১৯শে জুলাই, বুধবার থেকে ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজ সিরিজ ২০২৩-এর চতুর্থ টেস্ট ম্যাচটি শুরু হবে। অস্ট্রেলিয়া এই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল প্ৰথম দুটি টেস্ট ম্যাচে জয় পাওয়ার পর তৃতীয় টেস্ট ম্যাচটিতে ৩ উইকেটে হেরেছিল। ম্যানচেস্টার টেস্টে তারা অবশ্যই কামব্যাক করতে চাইবে।

অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি চলতি অ্যাশেজ সিরিজে মাত্র একবার অর্ধশতরানের গন্ডি পার করতে পেরেছেন। তৃতীয় টেস্ট ম্যাচে দুটি ইনিংস মিলিয়ে তিনি মাত্র ৫ রান করতে সক্ষম হয়েছিলেন। চতুর্থ টেস্টে তিনি প্ৰথম একাদশে জায়গা পাবেন কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে।

অস্ট্রেলিয়ার কাছে ২০০১ সালের পর আবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতার সুযোগ রয়েছে। এছাড়াও এই টেস্ট সিরিজটি জিতে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লুটিসি) ২০২৩-২৫ চক্রে শুরুটা ভালোভাবে করতে চাইবে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল।

দ্য সিডনি মর্নিং হেরাল্ড মার্কাস হ্যারিসের বক্তব্যকে উদ্ধৃত করেছে, “আপনি যে বড় রান পেতে চান তা না পেলেও, আপনি যদি এখনও কোনওভাবে দলের জন্য অবদান রাখতে পারেন, সেটা অভিজ্ঞতা দিয়ে হোক কিংবা ইতিবাচক মানসিকতা দিয়ে, তাহলে আমি মনে করি আপনি একটি কাজ করছেন।”

অ্যাশেজ সিরিজ ২০২৩-এ এখনও পর্যন্ত মাত্র ১৪১ রান করেছেন ডেভিড ওয়ার্নার

দ্বিতীয় টেস্ট ম্যাচের প্ৰথম ইনিংসে ৮৮ বলে ৬৬ রানের একটি সুন্দর ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। এটিকে বাদ দিয়ে বাকি ৫টি ইনিংস মিলিয়ে তিনি মাত্র ৭৫ রান করেছেন। পরের ম্যাচে অস্ট্রেলিয়া চাইলে উসমান খাওয়াজার সাথে মার্নাস ল্যাবুশেনকে ওপেন করতে পাঠাতে পারে। তিন নম্বরে খেলতে পারেন ক্যামেরন গ্রিন। মিচেল মার্শ এবং ট্র্যাভিস হেড আগের মতোই মিডিল অর্ডারে থাকতে পারেন।

এই সিরিজে মার্নাস ল্যাবুশেনও খুব বেশি রান করতে পারেননি। তিনি ৬টি ইনিংস খেলে মাত্র ১৪৪ রান করেছেন। তিনি এখনও পর্যন্ত একবারও অর্ধশতরানের গন্ডি পার করতে পারেননি। চতুর্থ টেস্টে তিনি অবশ্যই ফর্মে ফিরতে চাইবেন।

আগের ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি ক্যামেরন গ্রিন। তার জায়গায় দলে সুযোগ পেয়েছিলেন মিচেল মার্শ। তিনি এই ম্যাচে খুব ভালো পারফরম্যান্সের প্রদর্শন করেছিলেন। যদি অস্ট্রেলিয়া পরের ম্যাচে গ্রিনকে খেলায় তাহলে দল থেকে বাদ পড়তে পারেন ডেভিড ওয়ার্নার।

The post অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টেও ডেভিড ওয়ার্নার প্ৰথম একাদশে থাকবেন, বিশ্বাস মার্কাস হ্যারিসের appeared first on CricTracker Bengali.

Exit mobile version