Justin Langer. (Photo Source: Twitter)
জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই চলছিল। অবশেষে সব জল্পনার অবসান। আগামী মরসুমে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক হিসাবে দেখা যেতে চলেছে জাস্টিন ল্যাঙ্গারের। এবারের আইপিলেও লখনউ সুপার জায়ান্টসের কোচের পদে ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। তাঁর সঙ্গে অবশ্য দুই মরসুমেরই চুক্তি হয়েছিল লখনউ সুপার জায়ান্টসের। এবারের আইপিএল শেষ হওয়ার পরই সেই চুক্তিও শেষ হয়েছে। অএরপরই অ্যান্ড ফ্লাওয়ারকে অব্হতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লখনফ সুপার জায়ান্টস কর্তারা। তাঁর জায়গাতেই এবার লখনউ সুপার জায়ান্টসের কোচের পদে এলেন জাস্টিন ল্যাঙ্গার।
এবারের আইপিএলেও প্লেঅপে পৌঁছেছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু ফাইনালের রাস্তা পরকিষ্কার করতে পারেনি তারা। একই ছবি দেখা গিয়েছিল গতবারও। সেবারও প্লেঅফেই থেমেছিল লখনউ সুপার জায়ান্টসের দৌড়়। এবারের আইপিএল শেষ হওয়ার পর থেকেই শুরু হয়েছিল লখনউ সুপার জায়ান্টসের নতুন কোচ বেছে নেওয়ার একটা জল্পনা। সেখানেই শেষপর্যন্ত শিলমোহর দিল লখনউ সুপার জায়ান্টস শিবির। আসন্ন মরসুমের জন্য লোকেশ রাহুলদের হেডস্যার পদে এলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা জাস্টিন ল্যাঙ্গার।
২০২২ সালে অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে সরে গিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার
২০১৮ সাল থেকে অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব উঠেছিল জাস্টিন ল্যাঙ্গারের হাতে। সেই থেকেই তাঁর তত্ত্বাবধানে সাফল্যের যাত্রা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার। জাস্টিন ল্যাঙ্গারের কোচিংয়ে যেমন ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজে ৪-০ ফলাফলে জিতেছিল। তেমনই জাস্টিন ল্যাঙ্গারের কোচিংয়েই প্রথমবার অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। যদিও ২০২২ সালেই জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছিল অস্ট্রেলিয়া শিবিরের। এই মুহূর্তে অ্যাশেজের ব্রডকাস্টারদের সঙ্গে রয়েছেন তিনি। শুক্রবারই তাঁর কোচট হওয়ার কথা ঘোষণা করেছে লখনউ সুপার জায়ান্টস। সেই নতুন দায়িত্ব পেয়ে আপ্লুত জাস্টিন ল্যাঙ্গার।
JUST IN: LANGER! 💙🙏 pic.twitter.com/UYu6XSfgIX
— Lucknow Super Giants (@LucknowIPL) July 14, 2023
লখনউ সুপার জায়ান্টসের তোচ হওয়ার পর তিনি জানিয়েছেন, “আইপিএলের মঞ্চে এক অসাধারণ গল্প তৈরি করার লক্ষ্যে এগিয়ে চলেছে লখনউ সুপার জায়ান্টস। সেই যাত্রায় আমাদের সকলেরই নিজস্ব নিজস্ব একটা ভূমিকা রয়েছে। এমন সামনের দিকে এগিয়ে চলা একটি দলের অংশ হতে পেরে আমি আপ্লুত”।
জাস্টিন ল্যাঙ্গারকে কোচ হিসাবে পেয়ে আপ্লুত লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। আগামী ২০২৪ সালে এই প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের কোচিংয়েই মাঠে নামতে চলেছে লখনউ সুপার জায়ান্টস। প্রথম দুবার তারা পারেনি। এই নতুন কোচের হাত ধরে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস ফের প্লেঅফের গন্ডী পেড়িয়ে ফাইনালের রাস্তায় পৌঁছতে পারে কিনা সেটাই এখন দেখার।
The post অ্যান্ডি ফ্লাওয়ারের পরিবর্তে আগামী মরসুমের জন্য লখনউ সুপার জায়ান্টস কোচ জাস্টিন ল্যাঙ্গারের appeared first on CricTracker Bengali.