বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স করার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন মহম্মদ সামি। এই আইপিএলেও কার্যত তাঁর মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। যদিও শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। কয়েকদিন আগেই পায়ে অস্ত্রোপচার হয়েছে ভারতীয় দলের এই তারকা পেসারের। সেই মহম্মদ সামির উদ্দেশ্যেই এবার বিশেষ বার্তা দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রা। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনকে দেখেই তাঁর শেখা উচিত্ বলে মনে করছেন গ্লেন ম্যাকগ্রা। বয়স বারার সঙ্গে সঙ্গে কেমনভাবে নিজেকে সামাল দিতে হয় সেটা জেমস অ্যান্ডারসনকেই অনুকরণ করার কথা শোনা গেল গ্লেন ম্যাকগ্রার মুখে।
এবারের ওডিাই বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মহম্মদ সামি। প্রথম দিক থেকে প্রতিটা ম্যাচ খেলেননি তিনি। কিন্তু মাত্র ৬ ম্যাচ খেলেই এবারের বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই পারফরম্যান্স দেখার পর থেকেউ মহম্মদ সামিকে নিয়ে ক্রিকেট মহলে চলছে হৈচৈ। যদিও এরপরই মাঠে বাইরে ছিটকে গিয়েছেন মহম্মদ সামি। পায়ের চোটের সমস্যার জন্যই নতুন বিশ্বকাপের পর থেকে এই তারকা ক্রিকেটারকে মাঠে দেখা যায়নি। কয়েকদিন আগে অস্ত্রোপচারও হয়েছে মহম্মদ সামির।
এবারের ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন মহম্মদ সামি
তাঁর উদ্দেশ্যেই গ্লেন ম্যাকগ্রা জানিয়েছেন, বয়স বারার সঙ্গে সঙ্গে আরও কতঠোর পরিশ্রমের মোটিভেশন চাই। সেইসঙ্গে নিজেকে প্রস্তুত করে মাঠে নামতে হবে। জেমস অ্যান্ডারসনের দিকেই তাকানো উচিত্ তাঁর। ৪১ বছর বয়স হয়ে গেলেও জেমসল অ্যান্ডারসন অসাধারণ বোলিং করছেন। সেইসঙ্গে টেস্টের মঞ্চে ৭০০ উইকেটও নিয়েছেন তিনি। তুমিও সেরা জায়গায় থাকতেই পার। যদিও বয়স বাড়ছে। ফাস্ট বোলারদের কাছে এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ। বয়সটা বড় দৌড়ের ক্ষেত্রে একটা প্রভাব ফেলে।
২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে তিনি খেলেছেন মাত্র ৭টি ম্যাচ। সেই সাত ম্যাচেই প্রতিপক্ষ শিবিরের ব্যাটারদের কার্যত নাস্তানাবুদ করেছিলেন মহম্মদ সামি। প্রতি ম্যাচেই তাঁর ঝুলিতে এসেছে একের পর এক উইকেট। সাত ম্যাচ খেলে এবার বিশব্কাপের ২৪টি উইকেট তুলে নিয়েছিলন মহম্মদ সামি। যার মধ্যে দুটো ম্যাচে পাঁচটি করে উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন মহম্মদ সামি। তাঁর এই পারফরম্যান্স মুগ্ধ করেছে করেছে সকলে। সেইসঙ্গে মহম্মদ সামির সঠিক জায়গায় বোলিং করার দক্ষতাও আপ্লুত করছে ভারতীয় দলের বোলিং কোচ সহ সকলকে।
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে মাত্র সাত ইনিংস খেলেই সর্বোচ্চ উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সামি। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালের মঞ্চ. মহম্মদ সামির সামনে কোনও প্রতিপক্ষ ব্যাটারই সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেননি। এমন পারফরম্যান্স দেখালেও, মহম্মদ সামি যে কতটা যন্ত্রনা সহ্য করেই এই পারফরম্যান্স বিশ্বকাপের পরই সকলের সামনে এসেছিল। ইঞ্জেকশন নিয়েই মাঠে নামতে হয়েছিল সামিকে। চোট সারিয়ে কবে তিনি মাঠে ফেরেন সেটাই এখন দেখার।
The post অ্যান্ডারসনের উপমা দিয়ে মহম্মদ সামির উদ্দেশ্যে বিশেষ বার্তা গ্লেন ম্যাকগ্রার appeared first on CricTracker Bengali.