Jasprit Bumrah. (Photo by Ashley Vlotman/Gallo Images)
পিঠের চোটের জেরে আইপিএল তেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় দল যদি বিশ্ব টেস্ট চ্যামন্পিয়নশিপে পৌঁছয় সেখানেও নামতে পারবেন না ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। দিন যত এগোচ্ছে ততই যেন ভারতীয় দলের এই তারকা পেসারকে নিয়ে চিন্তা বাড়তে শুরু করেছে। এই বঠরের অক্টোবরেই ভারতের মাটিতে রয়েছে একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপ। সেই মঞ্চে ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার যে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তা বলার অপেক্ষা রাখে না। শোনাযাচ্ছে জসপ্রীত বুমরাহকে নাকি অস্ত্রোপচারের পরামর্শই দিচ্ছেন চিকিত্সকেরা।
প্রায় সাত মাস মাঠের বািরে রয়েছেন েই তারকা ক্রিকেটার। নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের স্কোয়াডে ফিরলেও শেষপর্যন্ত মাঠে নামতে পারেননি জসপ্রীত বুমরাহ। শেষ মুহূর্তে ফের ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। জসপ্রীত বুমরাহকে নেিয়ে বোর্ডের অন্দরেও চিন্তা ক্রমশই হাড়তে শুরু করেছে। রিহ্যাব চালালেও যতটা সুস্থ জসপ্রীত বুমরার হয়ে ওঠা প্রয়োজন তা একেবারেই হতচে পারেননি তিনি। এবার শোনাযাচ্ছে তাঁকে বোর্ডের চিকিত্সকরা নাকি অস্ত্রোপচারের পরামর্শই দিচ্ছেন।
পিঠের সমস্যার জেরে প্রায় সাত মাস মাঠের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ
এই মুহূর্তে অস্ত্রোপচার হলে মাঠে ফিরলে অন্তত চার থেকে পাঁচ মাস সময় লাগবে জসপ্রীত বুমরার। ঘরের মাঠে বিশ্বকাপ শুরু হতে এখনও প্রায় আট মাস সময় রয়েছে। তার আগে জসপ্রীত বুমরা সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা প্রবল। বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের বোলিংয়ের প্রধান শক্তি যে এই তারকা পেসার তা বলাই বাহুল্য। যদিও এখনও পর্যন্ত সরকারীভাবে তেমনটা কিছুই জানানো হয়নি।
বোর্ড সূত্রে ইনসাইড স্পোর্টকে জানানো হয়েছে, “তাঁর পরিস্থিতি এই মহূর্তে খুব একটা ভাল নয় এবং উন্নতিও খুব একটা দ্রুত হচ্ছে না। তাঁর পিঠের সমস্যার জন্য অস্ত্রোপচারের পরামর্শই দেওয়া হয়েছে। যদিও তারপর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে জসপ্রীত বুমরার অন্তত চার থেকে পাঁচ মাস সময় লাগতে পারে। তিনি যেহেতু দ্রুত সেরে উঠতে পারছেন না সেক্ষেত্রে চিকিত্সকরা তাঁকে অস্ত্রোপচারের রাস্তাতেই যাওয়ার পরামর্শ দিচ্ছেন”।
গতবছর এশিয়া কাপের গেই ভারতীয় দল থেকে পিঠের সমস্যার জেরে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। যদিও রিহ্যাব সেরে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে ফিরেছিলেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার সিরিজে নমামার আগেই ফের ছিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। ভারতীয় দলের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও খেলতে পারেননি তিনি। এরপর থেকেই আর ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি জসপ্রীত বুমরাহকে। শেষপর্যন্ত কী হতে পারে সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
The post অস্ত্রোপচার হতে পারে জসপ্রীত বুমরার? appeared first on CricTracker Bengali.