Jasprit Bumrah. (Photo Source: Twitter/BCCI)
স্পোর্টস তকের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে নিউ জিল্যান্ডে চলে আসা ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহের অস্ত্রোপচারের প্রক্রিয়া শুরু হতে চলেছে। তারকা ভারতীয় ক্রিকেটার পিঠের সমস্যার কারণে মাঠের বাইরে রয়েছেন। পিঠের চোটের কারণে আইপিএলের আসন্ন সংস্করণ থেকে বাদ পড়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার।
জল্পনা ছিল যে ভারতীয় পেসার এই সপ্তাহের শুরুতে তাঁর পিঠের চোটের অস্ত্রোপচারের জন্য নিউ জিল্যান্ডে যাবেন। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে বিখ্যাত কিউই সার্জন রোয়ান শৌটেন জাসপ্রিত বুমরাহর অস্ত্রোপচারের দায়িত্ব সামলাবেন। এর আগে বেশ কিছু ক্রিকেটারের চিকিৎসার সঙ্গে জড়িত ছিলেন শৌটেন।
ওডিআই বিশ্বকাপের আগে সম্পূর্ণ ফিট অবস্থায় বুমরাহকে দলে নিতে আগ্রহী টিম ম্যানেজমেন্ট
মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা পেসারের আইপিএলের আসন্ন সংস্করণ থেকে বাদ যাওয়া নিশ্চিত হওয়ার পাশাপাশি জুনে আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও খেলার সুযোগ পাবেন না বুমরাহ্। ভারতীয় পেসার তাঁর অস্ত্রোপচারের পরে কিছু সময়ের জন্য নিউ জিল্যান্ডে থাকবেন বলে আশা করা হচ্ছে এবং ভারতে ফিরে এসে পুনর্বাসন চালিয়ে যাবেন। আরও চার থেকে পাঁচ মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে।
ভারতীয় তারকা জুনে ইংল্যান্ডের ওভালে আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য উপস্থিত থাকতে না পারলেও ওডিআই বিশ্বকাপের আগে তাঁকে দলে ফিরিয়ে আনার জন্য উৎসাহী ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ৫০ ওভারের ফর্ম্যাটের আইসিসি ইভেন্টে বুমরাহকে সম্পূর্ণ ফিট অবস্থায় পাওয়ার জন্য কোনো ঝুঁকি নিতে চায়ছে না বিসিসিআই এবং সেই কারণে বুমরাহর সুস্থ হয়ে ওঠার জন্য পেসারকে অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে বোর্ডের পক্ষ থেকে।
যে চিকিৎসকের তত্ত্বাবধানে বুমরাহর অস্ত্রোপচার হবে, তিনি খেলাধুলার জগতে সুপরিচিত নাম। ড: শৌটেন অনেক খেলোয়াড়ের কেরিয়ারকেই আবার ঠিক পথে ফিরিয়ে এনেছেন। জেমস প্যাটিনসন, বেন ডোয়ারশুইস, জেসন বেহ্রেনডর্ফ, জোফ্রা আর্চারের অস্ত্রোপচারও পরিচালনা করেছিলেন তিনি।
২৯ বছর বয়সী বিধ্বংসী পেসার ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে দলে ফিরে আসবেন বলে আশা করা হয়েছিল। তবে টিম ম্যানেজমেন্ট তাঁর ফিটনেস নিয়ে কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকায় তাঁকে টেস্ট সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছিল। এনসিএ-তে ম্যাচ সিম্যুলেশন প্র্যাক্টিসের মধ্যে থাকলেও আইপিএল ২০২৩-এ তাঁর অংশ নেওয়ার সম্ভাবনা নেই। এখন দেখার মুম্বাই ইন্ডিয়ান্স তাঁর পরিবর্ত হিসেবে কাকে বাছাই করে।
The post অস্ত্রোপচারের জন্য নিউ জিল্যান্ডে পৌঁছলেন বুমরাহ্, খেলবেন না টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে appeared first on CricTracker Bengali.