Nasser Hussain. (Photo by Gareth Copley-ICC/ICC via Getty Images)
গতবছর অস্ট্রেলিয়ার ঘরের মাঠে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ইংল্যান্ড। বিশ্রীভাবে হেরে ফিরতে হয়েছিল ব্রিটিশ বাহিনীকে। এরপর থেকেই চূড়ান্ত সমালোচনা শুরু হয়েছিল। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে ব্রিটিশ বাহিনী। সেই ম্যাচে নামার আগেই ইংল্যান্ডকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী প্রাক্তন ব্রিটিশ তারকা ক্রিকেটার নাসির হুসেনের। সম্প্রতি বেন স্টোকস এবং ব্রেন্ডন ম্যাকালামের হাত ধরে ইংল্যান্ড যেমন পারফরম্যান্স দেখিয়েছেন, তা দেখার পর ব্রিটিশ বাহিনীকেই এগিয়ে রাখছেন নাসির হুসেন।
গতবছর অস্ট্রেলিয়ার কাছে তাদের ঘরের মাঠে বিশ্রীভাবে হেরেছিল ইংল্যান্ড। এরপরই ব্রিটিশ ক্রিকেট মহলে শুরু হয়েছিল বিস্তর সমালোচনা। অ্যাশেজ হারের পরই ইংল্যান্ডের অধিনায়কত্ব ছড়েছিলেন জো রুট। সেই জায়গা থেকেই ইংল্যান্ডের নেতৃত্বের ভার উঠেছিল বেন স্টোকসের কাঁধে। সেইসঙ্গে ইংল্যান্ড টেস্ট দলের কোচ হয়েছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। আর তাাদের হাত ধরেই নতুনভাবে পথ চলা শুরু হয়েছিল ব্রিটিশ বাহিনীর। সেখানেই বদলে গিয়েছে ইংল্যান্ডে দলের টেস্ট খেলার চিত্রটাও। সেই পারফরম্যান্সই যে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসির হুসেনকে আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
গতবার অস্ট্রেলিয়ার কাছে বিশ্রীভাবে হেরেছিল ইংল্যান্ড
অসট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগেই কারক্যত সিরিজের ফলাফল নিয়ে নিজের ভবিষ্যদ্বানী করে দিয়েছেন নাসির হুসেন। তাঁর মতে সবকিছু ঠিকঠাক চললে সিরিজে ৩-২-এ জিততে চলেছে ইংল্যান্ড। বেন লস্টোকস এবং ব্রেন্ডল ম্যাকালামের এই ইংল্যান্ড দল যেমন পারফরম্যান্স দেখাচ্ছ, তাতে এই ব্রিটিশ বাহিনী যে ড্রয়ের জন্য খেল না তা বলতে কোনও দ্বিধা নেই নাসির হুসেনের। সেইসঙ্গেই বেন স্টোকসদের হাত ধরে এই ইংল্যান্ড দল এখন এক নতুন দলে পরিণত হয়েছে।
এই প্রসঙ্গেই নাসির হুসেন জানিয়েছেন, “ইংল্যান্ড এই মুহূর্তে যেভাবে খেলছে, সেই দিক বিচার করতে বলতে পারি যে এই টেস্টে খুব একটা বেশী ড্রয়ের ফলাফল দেখব না। তাদের হিসাব থেকে ড্রকে বাইরে রাখার চেষ্টাই সবসময় এই ইংল্যান্ড দল করে। অস্ট্রেলিয়ার তাদের ঘরের মাটে ইংল্যান্ডকে বিশ্রীভাবে হারিয়েছিল। কিন্তু ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়া,২০০১ সালের পর থেকে এখানে কোনও অ্যাশজ সিরিজ জিততে পারেনি। যদিও তারা বারবারি বহু কাছে পৌঁছতে পেরেছিল। আমার মনে হচ্ছে এই সিরিজ ইংল্যান্ডের পক্ষে ৩-২ হতে চলেছে”।
বেন স্টোকসের হাতে দায়িত্ব ওঠার পর থেকেই সম্পূর্ণ অন্য মেজাজে রয়েছেন ব্রিটিশ ক্রিকেটাররা। এখনও পর্যন্ত বেন স্টোকসের নেতৃত্বের ১৩টি টেস্ট খেলেছে ব্রিটিশ বাহিনী। সেখানে ১০টি ম্যাচেই জয় এসেছে তাদের। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা সাফল্য পেতে পারে কিনা সেটাই দেখার।
The post অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পথে ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন নাসির হুসেন appeared first on CricTracker Bengali.