BJ Sports – Cricket Prediction, Live Score

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহাম্মদ সিরাজের পাশাপাশি বোলিং করা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ শামি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহাম্মদ সিরাজের পাশাপাশি বোলিং করা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ শামি

#image_title

Mohammed Shami. ( Image Source: BCCI )

১৭ই মার্চ, শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্ৰথম একদিনের ম্যাচে ভারতের তারকা পেসার মোহাম্মদ সিরাজের সাথে একযোগে বল করতে পেরে খুবই আনন্দিত হয়েছেন মোহাম্মদ শামি। পিঠের চোটের কারণে এই মুহূর্তে ভারতীয় দলে জাসপ্রিত বুমরাহ না থাকায় নতুন বলে বোলিং করার দায়িত্ব নিয়েছেন এই দুজন ডানহাতি পেসার।

শামি এবং সিরাজ দুজনেই এখন খুব ভালো ফর্মে রয়েছেন। ভারতীয় দলের হয়ে এই দুজন পেসারই গুরুত্বপূর্ণ পর্যায়ে উইকেট তুলেছেন। ভারতীয় দলের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহ ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে পিঠের চোটের কারণে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে পারেননি। তবে মোহাম্মদ শামি মনে করছেন বুমরাহ দলে না থাকলেও টেস্ট এবং সীমিত ওভারের ফর্ম্যাটে তাদের দুর্দান্ত বোলিং ইউনিট রয়েছে।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মোহাম্মদ শামি বলেন, “বুমরাহের খেলতে না পারার অনেক দিন হয়ে গেছে। এটা আমাদের দুর্ভাগ্যের ব্যাপার যে সে নেই। তবে সাদা এবং লাল বলের জন্য আমাদের সামগ্রিক বোলিং ইউনিট খুব ভালো। আমরা একে অপরকে অনেক বেশি সমর্থন করি।”

সিরাজের সাথে বোলিং করা নিয়ে তিনি বলেন, “সিরাজ বেশ কিছুদিন ধরেই খেলছে, তার আত্মবিশ্বাস আছে। পার্টনারশিপে বোলিং করার সময় অন্য বোলার কতটা ভালো করছে সেটা দেখা গুরুত্বপূর্ণ। আমরা বলটিকে নির্দিষ্ট প্যাচে রেখে যতটা সম্ভব আঁটোসাঁটো বোলিং করার চেষ্টা করি। সিনিয়র বোলার হিসেবে আপনাকে পথ দেখাতে হবে।”

মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজ দুজনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্ৰথম একদিনের ম্যাচে দুর্দান্ত ফর্মের সাথে বোলিং করেছেন। দুজনেই ৩টি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ধরাশায়ী করেছেন। অস্ট্রেলিয়াকে ভারত ১৮৮ রানে পরাজিত করে এবং ৩৯.৫ ওভারের মধ্যে রান তাড়া করে ম্যাচটি জিতে নেয়।

“কাজের চাপের বিষয়ে আপনাকে স্মার্ট হতে হবে”: মোহাম্মদ শামি

আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডাব্লুউটিসি) ফাইনাল এবং ওডিআই বিশ্বকাপের প্রসঙ্গে শামি বলেন, “ডব্লিউটিসি ফাইনাল এবং বিশ্বকাপের জন্য অনেক সময় বাকি আছে। একজন খেলোয়াড় হিসাবে, আপনি এতটা সামনের কথা ভাবতে পারেন না। আপনি কখনই জানতে পারবেন না আগামীকাল কি ঘটবে।”

তিনি আরও বলেন, “কিন্তু কাজের চাপের বিষয়ে আপনাকে স্মার্ট হতে হবে। আপনাকে আপনার শক্তির উপর কাজ করতে হবে। আপনি আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে আপনার কাজের চাপ জানেন। এটিকে সিরিজের পর সিরিজ বা ম্যাচের পর ম্যাচ হিসেবেই দেখা ভালো।”

The post অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহাম্মদ সিরাজের পাশাপাশি বোলিং করা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ শামি appeared first on CricTracker Bengali.

Exit mobile version