Haris Rauf. (Photo by SURJEET YADAV/AFP via Getty Images)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই পাকিস্তানের তারকা ক্রিকেটার হারিস রওফ। সোমবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। সেখানেই তিনজন নতুন ক্রিকেটারদের সুযোগ করে দিয়েছে পাকিস্তানের নতুন নির্বাচক ওয়াহাব রিয়াজ। কবে সেই সিরিজেই খেলতে পারবেন না পাকিস্তানের তারকা ক্রিকেটার হারিস রওফ। কবে কোনও চোট জনিত কারণের জন্য নয়। কয়েকদিন আগেই বিশ্বকাপে যাত্রা শেষ করেছিল পাকিস্তান। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন হারিস রওফ।
এবারের বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান ফেভারিট তকমা নিয়ে মাঠে নামলেও শেষরক্ষা করতে পারেনি। লিগ পর্ব থেকেই বিদায় হয়েছিল পাক বাহিনীর। এরপর থেকেই পাকিস্তান ক্রিকেট মহলে শুরু হয়ে গিয়েছিল জোর জল্পনা। বিশ্বকাপের পর পাকিস্তান ক্রিকেটের অন্দরে এসেছে বিরাট পরিবর্তন। বদলে গিয়েছে দলের নির্বাচক মন্ডলী থেকে পাকিস্তান শিবিরের টেস্ট এবং টি টোয়েন্টি দলের অধিনায়কও। বিশ্বকাপের ্বযর্থতার পর দেশে ফিরেই নেতৃত্বের দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছিলেন বাবর আজম। এবার তাদের সামনে রয়েছে অস্ট্রেলিয়া।
এবারের ওডিআই বিশ্বকাপে ১৬ উইকেট পেয়েছিলেন হারিস রওফ
নিতুন নির্বাচক কমিটির প্রধান হয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার ওয়াহাব রিয়াজ। তাঁর নেতৃত্ব অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই দল ঘোষণা করল নতুন নির্বাচক কমিটি। সেইসঙ্গে দলের নতুন অধিনায়কের নেতৃত্বেই এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে পাকিস্তান। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন অগুন্তী পাক ক্রিকেট সমর্থক। যদিও সেই ম্যাচে খেলবেন না হারিস রওফ। একটানা ম্যাচ খেলার ফলেই এবার বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিিষ সেই কথা জানিয়েই এই টেস্ট সিরিজ থেকে নাম তুলে নিয়েছে পাকিস্তানের এই তারকা ক্রিকেটার।
এই প্রসঙ্গে ওয়াহাব রিয়াজ জানিয়েছেন, “প্রথমে তিনি তাঁর সম্মতি দিয়েছিলেন। যদিও পরে নিজের সিদ্ধান্ত বদলেছিলেন হারিস রওফ। কারণ এই মুহূর্তে তিনি নিজের ফিটনেট, ওয়ার্কলোড ও সুস্থতা নিয়ে সবচেয়ে বেশী চিন্তিত রয়েছেন এবং সেটাই তাঁর কাছে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ। তাঁর না থাকাটা দলে যথেষ্ট প্রভাব ফেলবে”।
এবারের বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের হয়ে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি হারিস রওফ। বিশ্বকাপের মঞ্চে হারিস রওফ পেয়েছেন ১৬টি উইকেট। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তাঁর না খেলার সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।
The post অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সফর থেকে নাম তুলে নিলেন হারিস রওফ appeared first on CricTracker Bengali.